ETV Bharat / international

কোরোনা : ইট্যালিতে একদিনেই মৃত প্রায় হাজার

author img

By

Published : Mar 28, 2020, 10:08 AM IST

ইট্যালিতে কোরোনা সংক্রমের হার কমতে শুরু করেছে বলে দাবি সেদেশের প্রশাসনের ৷ তবে বাড়ছে মৃত্যু ৷ গতকাল প্রায় এক হাজার জন মারা যান ৷

Italy
Italy

রোম, 28 মার্চ : ইট্যালিতে ক্রমশ বাড়ছে কোরোনার জেরে মৃত্যুর সংখ্যা ৷ গতকাল সেদেশে নতুন করে প্রায় এক হাজার মানুষ মারা যান ৷ কোরোনার জেরে একদিনে এতজনের মৃত্যু আর কোনও দেশে হয়নি ৷ এই মৃত্যর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

ইট্যালিতে কোরোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে ৷ এখন পর্যন্ত প্রায় 86 হাজার 500 জন আক্রান্ত হয়েছেন ৷ আক্রান্তের সংখ্যায় চিন ও অ্যামেরিকাকে ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে ইট্যালি ৷

ইট্যালি প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত সেদেশে 9134 জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে গতকালই মৃত্যু হয়েছে 969 জনের ৷

যদিও প্রশাসনের দাবি, কোরোনার সংক্রমণের হার আগের থেকে কমেছে ৷ যেমন, পরশু সেখানে প্রায় আট শতাংশ মানুষের মধ্যে কোরোনা সংক্রমিত হয়েছিল ৷ গতকাল যা কমে দাঁড়িয়েছে 7.8 শতাংশে ৷ লকডাউন করার ফলে সংক্রমণের হার কমেছে বলে মনে করছে ন্যাশনাল হেল্থ ইনস্টিটিউট (ISS)-এর আধিকারিকরা ৷

ন্যাশনাল হেল্থ ইনস্টিটিউট (ISS)-এর প্রধান সিলভিও ব্রুসাফরো জানিয়েছেন, "আমরা এখনও পর্যন্ত এই সংক্রমণের হাত থেকে নিস্তার পাইনি ৷ তবে এই ভাইরাসের সংক্রমণের গতি যে ক্রমাগত কমে আসছে, তা লক্ষ্য করা যাচ্ছে ৷ আমাদের বিশ্বাস, খুব শীঘ্রই এই ভাইরাসের সংক্রমণ থেকে নিস্তার পাব ৷"

রোম, 28 মার্চ : ইট্যালিতে ক্রমশ বাড়ছে কোরোনার জেরে মৃত্যুর সংখ্যা ৷ গতকাল সেদেশে নতুন করে প্রায় এক হাজার মানুষ মারা যান ৷ কোরোনার জেরে একদিনে এতজনের মৃত্যু আর কোনও দেশে হয়নি ৷ এই মৃত্যর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

ইট্যালিতে কোরোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে ৷ এখন পর্যন্ত প্রায় 86 হাজার 500 জন আক্রান্ত হয়েছেন ৷ আক্রান্তের সংখ্যায় চিন ও অ্যামেরিকাকে ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে ইট্যালি ৷

ইট্যালি প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত সেদেশে 9134 জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে গতকালই মৃত্যু হয়েছে 969 জনের ৷

যদিও প্রশাসনের দাবি, কোরোনার সংক্রমণের হার আগের থেকে কমেছে ৷ যেমন, পরশু সেখানে প্রায় আট শতাংশ মানুষের মধ্যে কোরোনা সংক্রমিত হয়েছিল ৷ গতকাল যা কমে দাঁড়িয়েছে 7.8 শতাংশে ৷ লকডাউন করার ফলে সংক্রমণের হার কমেছে বলে মনে করছে ন্যাশনাল হেল্থ ইনস্টিটিউট (ISS)-এর আধিকারিকরা ৷

ন্যাশনাল হেল্থ ইনস্টিটিউট (ISS)-এর প্রধান সিলভিও ব্রুসাফরো জানিয়েছেন, "আমরা এখনও পর্যন্ত এই সংক্রমণের হাত থেকে নিস্তার পাইনি ৷ তবে এই ভাইরাসের সংক্রমণের গতি যে ক্রমাগত কমে আসছে, তা লক্ষ্য করা যাচ্ছে ৷ আমাদের বিশ্বাস, খুব শীঘ্রই এই ভাইরাসের সংক্রমণ থেকে নিস্তার পাব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.