ETV Bharat / international

অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ PhD প্রোগ্রাম শুরু করবে খড়গপুর IIT

নিউজ়িল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ PhD প্রোগ্রাম শুরু করতে চলেছে খড়গপুর IIT ৷ এই প্রথমবার দুই দেশের মধ্যে এই ধরণের প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হল ৷

iit
iit
author img

By

Published : Dec 17, 2019, 10:15 PM IST

খড়গপুর , 17 ডিসেম্বর : নিউজ়িল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ PhD প্রোগ্রাম শুরু করতে চলেছে খড়গপুর IIT ৷ কিউয়ির এই বিশ্ববিদ্যালয়টি জানায় এইটি অবশ্যই ঐতিহাসিক চুক্তি ৷ এই প্রথমবার দুই দেশের মধ্যে এই ধরণের প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হল ৷ যৌথভাবে PhD প্রোগ্রাম নিউজ়িল্যান্ড ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে বলেই তাদের বিশ্বাস ৷ সমৃদ্ধ হবে গবেষণাপত্রগুলিও ৷

2020-র শিক্ষাবর্ষ থেকে প্রথম শুরু হবে এই প্রোগ্রাম ৷ ইঞ্জিনিয়ারিং বিভাগের উপর বেশি জোর দেওয়া হলেও অন্যান্য বিভাগের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও এই সুযোগ থাকবে ৷ গবেষক ছাত্র-ছাত্রীরা দুই বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে তাঁদের গবেষণা করবেন ৷ দুই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই তাঁরা সময় কাটাবেন ৷ গবেষণার জন্য খড়গপুর IIT ও অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাহায্য পাবেন তাঁরা ৷ লাইব্রেরি সহ অন্যান্য অ্যাকাডেমিক সাপোর্টও দেওয়া হবে গবেষক পড়ুয়াদের ৷ গবেষক ছাত্র বা ছাত্রী একটিই গবেষণাপত্র লিখবেন ৷ এই গবেষণাপত্র পর্যবেক্ষণ করবে দুই বিশ্ববিদ্যালয়ই ৷ গবেষণাপত্র দুই বিশ্ববিদ্যালয় গ্রহণ করলে তবেই তা প্রকাশিত হবে ৷ খড়গপুর IIT ও অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তরফে তাদের শংসাপত্র দেওয়া হবে ৷

খড়গপুর IIT-র ডিরেক্টর শ্রীমান কুমার ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন , "আমরা নিউজ়িল্যান্ডের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ PhD-র প্রোগ্রাম শুরু করতে চলেছি ৷ এটি আমাদের গর্বের বিষয় ৷ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে ৷ গবেষণার জন্য আমরা সবরকমভাবে সাহায্য করব ৷" অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস-চান্সেলর অধ্যাপক স্টুয়ার্ট ম্যাকার্টচেন বলেন , "এইটি একটি ঐতিহাসিক চুক্তি ৷ আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই ৷ আমরা গবেষক ছাত্র-ছাত্রীদের সবরকম সাপোর্ট দেব ৷ " খড়গপুর IIT-র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অধ্যাপক বৈদুর্য ভট্টাচার্য বলেন , "আমাদের ফ্যাকাল্টি, গবেষণা এবং শিক্ষাব্যবস্থা বিশ্বের মধ্যে অন্যতম ৷ অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে উন্নতির দিকে নিয়ে যাবে ৷ "

অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয় , নিউজ়িল্যান্ডের আটটি বিশ্ববিদ্যালয় ভারতের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ৷ ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিউজ়িল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির যে সম্পর্ক রয়েছে তা IIT খড়গপুর সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত শিক্ষাবিদ ও শিক্ষাকর্মীদের সাহায্যে পুনর্মূল্যায়ন করছে ৷

খড়গপুর , 17 ডিসেম্বর : নিউজ়িল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ PhD প্রোগ্রাম শুরু করতে চলেছে খড়গপুর IIT ৷ কিউয়ির এই বিশ্ববিদ্যালয়টি জানায় এইটি অবশ্যই ঐতিহাসিক চুক্তি ৷ এই প্রথমবার দুই দেশের মধ্যে এই ধরণের প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হল ৷ যৌথভাবে PhD প্রোগ্রাম নিউজ়িল্যান্ড ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে বলেই তাদের বিশ্বাস ৷ সমৃদ্ধ হবে গবেষণাপত্রগুলিও ৷

2020-র শিক্ষাবর্ষ থেকে প্রথম শুরু হবে এই প্রোগ্রাম ৷ ইঞ্জিনিয়ারিং বিভাগের উপর বেশি জোর দেওয়া হলেও অন্যান্য বিভাগের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও এই সুযোগ থাকবে ৷ গবেষক ছাত্র-ছাত্রীরা দুই বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে তাঁদের গবেষণা করবেন ৷ দুই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই তাঁরা সময় কাটাবেন ৷ গবেষণার জন্য খড়গপুর IIT ও অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাহায্য পাবেন তাঁরা ৷ লাইব্রেরি সহ অন্যান্য অ্যাকাডেমিক সাপোর্টও দেওয়া হবে গবেষক পড়ুয়াদের ৷ গবেষক ছাত্র বা ছাত্রী একটিই গবেষণাপত্র লিখবেন ৷ এই গবেষণাপত্র পর্যবেক্ষণ করবে দুই বিশ্ববিদ্যালয়ই ৷ গবেষণাপত্র দুই বিশ্ববিদ্যালয় গ্রহণ করলে তবেই তা প্রকাশিত হবে ৷ খড়গপুর IIT ও অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তরফে তাদের শংসাপত্র দেওয়া হবে ৷

খড়গপুর IIT-র ডিরেক্টর শ্রীমান কুমার ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন , "আমরা নিউজ়িল্যান্ডের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ PhD-র প্রোগ্রাম শুরু করতে চলেছি ৷ এটি আমাদের গর্বের বিষয় ৷ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে ৷ গবেষণার জন্য আমরা সবরকমভাবে সাহায্য করব ৷" অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস-চান্সেলর অধ্যাপক স্টুয়ার্ট ম্যাকার্টচেন বলেন , "এইটি একটি ঐতিহাসিক চুক্তি ৷ আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই ৷ আমরা গবেষক ছাত্র-ছাত্রীদের সবরকম সাপোর্ট দেব ৷ " খড়গপুর IIT-র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অধ্যাপক বৈদুর্য ভট্টাচার্য বলেন , "আমাদের ফ্যাকাল্টি, গবেষণা এবং শিক্ষাব্যবস্থা বিশ্বের মধ্যে অন্যতম ৷ অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে উন্নতির দিকে নিয়ে যাবে ৷ "

অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয় , নিউজ়িল্যান্ডের আটটি বিশ্ববিদ্যালয় ভারতের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ৷ ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিউজ়িল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির যে সম্পর্ক রয়েছে তা IIT খড়গপুর সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত শিক্ষাবিদ ও শিক্ষাকর্মীদের সাহায্যে পুনর্মূল্যায়ন করছে ৷

Visakhapatnam (Andhra Pradesh), Dec 17 (ANI): Ahead of the second ODI match between India and West Indies, while addressing a press conference in Visakhapatnam on December 17, the right-hand Windies batsman Shai Diego Hope spoke on his performance in the coming games. Shai said, "It is all about trust in process and my preparation remains the same. You just have to adapt each surface, continent you play as it is about passion, drive and finding motivation to go as required by the team in the game." Talking about coming Indian Premier League (IPL) auctions, he added, "It is all secondary as we came here to play and win series against India. We have the Indian series and that is the main thing right now."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.