ETV Bharat / international

গুগলকে ১৪৯ কোটি ইউরো জরিমানা - google

গুগলকে ১৪৯ কোটি ইউরো জরিমানা করল ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টি ট্রাস্ট রেগুলেটর।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 20, 2019, 8:07 PM IST

ব্রাসেলস (বেলজিয়াম), ২০ মার্চ : ফের আর্থিক জরিমানার মুখে পড়তে হল গুগলকে। ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টি ট্রাস্ট রেগুলেটর গুগলকে ১৪৯ কোটি ইউরো জরিমানা করেছে। সার্চ ইঞ্জিনের রেজ়াল্টে কোনও ব্যক্তি, সংস্থা বা তথ্যকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে।

অভিযোগ, গুগলের সার্চ ইঞ্জিনে কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নাম টাইপ করলে অনেক সময়ই সেই সম্পর্কিত তথ্য আসে সার্চ রেজাল্টের দ্বিতীয় বা তৃতীয় পেজে। পরিকল্পিতভাবে কোনও কোনও তথ্য বা সংস্থাকে নাকি প্রথম পেজে স্থান দেওয়া হয়। এই অভিযোগে জরিমানার মুখে পড়তে হল গুগলকে।

ব্রাসেলস (বেলজিয়াম), ২০ মার্চ : ফের আর্থিক জরিমানার মুখে পড়তে হল গুগলকে। ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টি ট্রাস্ট রেগুলেটর গুগলকে ১৪৯ কোটি ইউরো জরিমানা করেছে। সার্চ ইঞ্জিনের রেজ়াল্টে কোনও ব্যক্তি, সংস্থা বা তথ্যকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে।

অভিযোগ, গুগলের সার্চ ইঞ্জিনে কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নাম টাইপ করলে অনেক সময়ই সেই সম্পর্কিত তথ্য আসে সার্চ রেজাল্টের দ্বিতীয় বা তৃতীয় পেজে। পরিকল্পিতভাবে কোনও কোনও তথ্য বা সংস্থাকে নাকি প্রথম পেজে স্থান দেওয়া হয়। এই অভিযোগে জরিমানার মুখে পড়তে হল গুগলকে।

New Delhi, Mar 15 (ANI): Facebook and its linked services witnessed a global outage over the past 24 hours. The outage period proved profitable for Telegram which reportedly signed up a whopping three million new users. Telegram's founder and CEO Pavel Durov took to his personal Telegram channel to make the announcement. The jump in new user is significant as telegram recorded 200 million active users as of march last year. Facebook, Facebook Messanger, Instagram and WhatsApp experienced significant outages worldwide, which promoted users to switch to Telegram, known for its encrypted messaging services. Contrary to Facebook, Telegram does not run on targeted ads model and instead uses user donations for functioning.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.