ব্রাসেলস (বেলজিয়াম), ২০ মার্চ : ফের আর্থিক জরিমানার মুখে পড়তে হল গুগলকে। ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টি ট্রাস্ট রেগুলেটর গুগলকে ১৪৯ কোটি ইউরো জরিমানা করেছে। সার্চ ইঞ্জিনের রেজ়াল্টে কোনও ব্যক্তি, সংস্থা বা তথ্যকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে।
অভিযোগ, গুগলের সার্চ ইঞ্জিনে কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নাম টাইপ করলে অনেক সময়ই সেই সম্পর্কিত তথ্য আসে সার্চ রেজাল্টের দ্বিতীয় বা তৃতীয় পেজে। পরিকল্পিতভাবে কোনও কোনও তথ্য বা সংস্থাকে নাকি প্রথম পেজে স্থান দেওয়া হয়। এই অভিযোগে জরিমানার মুখে পড়তে হল গুগলকে।