জেনেভা, 16 মার্চ : অ্য়াসট্রোজেনেকার টিকা দেওয়া বন্ধ করল ইউরোপীয়ান দেশগুলি ৷ সেখানকার প্রশাসন ও পলিসিমেকাররা জানিয়েছেন ওই টিকা নেওয়ার ফলে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে ৷ সেকারণে টিকাকরণ বন্ধ রাখা হয়েছে৷ বিষয়টি নিয়ে আলোচনার জন্য় বৈঠক ডাকা হয়েছে৷ এবং সেই বৈঠকে পুরো বিষয়টি নিয়ে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷
বিশ্বব্য়াপী করোনার প্রকোপে 2.6 মিলিয়ন মানুষের মৃত্য়ু হয়েছে ৷ করোনা আটকাতে তাই সব দেশেই দ্রুত ভ্য়াকসিন দেওয়ার কাজ চলছে ৷ সেরকম সময়ে অ্য়াস্ট্রোজেনেকার টিকা দেওয়া বন্ধ করে দেওয়ায় স্বভাবতই চিন্তিত সেখানকার নাগরিকরা ৷
আরও পড়ুন- করোনা আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত
কী সমস্য়া দেখা যাচ্ছে ?
জার্মানি, ইতালি ও ফ্রান্সের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে অ্য়াস্ট্রোজেনেকার ভ্য়াকসিন নিলে রক্ত জমাট বেঁধে যাচ্ছে ৷ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হচ্ছে তাঁদের ৷ অনেকের মৃত্য়ুও হচ্ছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে ৷ যদিও, টিকা নেওয়ার সঙ্গে রক্ত জমাটের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা ৷ তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নিশ্চিতে অ্য়াস্ট্রোজেনেকা ভ্য়াকসিন নিন ৷ সেটি সম্পূর্ণ নিরাপদ ৷
প্রথমে ওই তিন দেশ টিকাকরণ বন্ধ করার পর স্পেন, পর্তুগাল, স্লোভেনিয়া এবং ল্য়াতভিয়াও অ্য়াস্ট্রোজেনেকার টিকাকরণ বন্ধ করে দিয়েছে ৷ পাশাপাশি ইন্দোনেশিয়াও একই পথে হেঁটেছে ৷
ইউরোপীয়ান দেশগুলির চিকিৎসা বিজ্ঞান বিশেষজ্ঞরা চলতি সপ্তাহের শেষের দিকে বৈঠক করবেন ৷ বৈঠকের মূল আলোচনার বিষয় হবে অ্য়স্ট্রোজেনেকার টিকা দেওয়া হবে কিনা ৷ ওই বৈঠকের সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷