ETV Bharat / international

Russia-Ukraine Crisis : পুতিনের পরমাণু মন্তব্যের মাঝেই ইউক্রেনের জন্য অস্ত্র কিনছে ইউরোপিয় ইউনিয়ন

author img

By

Published : Feb 28, 2022, 8:43 AM IST

রাশিয়ার ইউক্রেন আক্রমণের আজ পঞ্চম দিন (Fifth day of Russia and Ukraine conflict)

Russia Ukraine crisis
পুতিনের পরমাণু মন্তব্যের মাঝেই ইউক্রেনের জন্য অস্ত্র কিনছে ইউরোপিয় ইউনিয়ন

কিয়েভ, 28 ফেব্রুয়ারি : ইউক্রেনে রাশিয়ার সেনার আক্রমণ পঞ্চম দিনে পড়ল সোমবার ৷ রবিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian president Vladimir Putin) ঘুরিয়ে পরমাণু হামলার কথা বলেছেন ইউক্রেন ইস্যুতে ৷ বলেছেন, "পশ্চিমের দেশগুলি শুধু যে আমাদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করছে তাই নয়, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশের নেতারা আমাদের বিরুদ্ধে আক্রমণাত্মক বয়ানও দিচ্ছেন ৷ এই পরিস্থিতিতে আমি পরমাণু অস্ত্র প্রতিরোধী দলকে (ডেটারেন্ট ফোর্সেস) প্রস্তুত থাকতে বলেছি ৷' আমেরিকা ও ইউরোপের দেশগুলি পুতিনের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ৷ তাদের মতে, ঘুরিয়ে পরমাণু হামলার কথা বলছেন রুশ প্রেসিডেন্ট, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে ৷

এরই মাঝে রবিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের 27টি দেশকে নিয়ে গঠিত ইউরোপিয় ইউনিয়ন (EU) ৷ ইউনিয়নের প্রধান উর্সলা ভন দের লেয়েন জানিয়েছেন, ইউক্রেনের জন্য অস্ত্র কিনতে ও তা সরবরাহ করতে সরাসরি আর্থিক সাহায্য করবে ইইউ ৷ ইউরোপিয় ইউনিয়নের ইতিহাসে এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হল ৷ এর জন্য 450 মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে বলে খবর ৷ ইউক্রেনকে যুদ্ধ বিমানও দিচ্ছে ইইউ ৷

রাশিয়ার প্রস্তাবে সাড়া দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে ইতিমধ্যেই রাজি হয়েছে ইউক্রেন ৷ বেলারুশ সীমান্তের প্রিপ্যাট নদীর পাশে শান্তি আলোচনা করতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা ৷ তবে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Ukraine President Volodymyr Zelenskyy) জানিয়েছেন, তাঁর মনে হয় না এই বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরবে ৷ কিন্তু ইউক্রেনবাসীর যাতে মনে না হয় যে, প্রেসিডেন্ট হিসেবে তিনি যুদ্ধ থামানোর কোনও চেষ্টাই করেননি তাই তিনি এতে সায় দিয়েছেন ৷

  • We are stepping up our support for Ukraine.

    For the first time, the EU will finance the purchase and delivery of weapons and equipment to a country under attack.

    We are also strengthening our sanctions against the Kremlin.
    https://t.co/qEBICNxYa1

    — Ursula von der Leyen (@vonderleyen) February 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, রাশিয়া সম্ভবত ভাবতে পারেনি টানা পাঁচদিন তাদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখতে পারবে ইউক্রেন সেনা ৷ ফলে আর্থিক নিষেধাজ্ঞার মাঝেই যুদ্ধের খরচ বাড়ছে রাশিয়ার ৷ তাই যে পুতিন প্রথম দিন ইউক্রেন সেনাকে অস্ত্র ছাড়ার, দ্বিতীয় দিন সে দেশের সরকারকে সরিয়ে ক্ষমতা দখলের ডাক দিয়েছিলেন, চতুর্থ দিন সেই পুতিনই যুদ্ধের মাঝেও আলোচনায় রাজি হয়েছেন ৷ অস্ত্র না নামালে আলোচনা নয়, একথাও বলেছিলেন রুশ বিদেশমন্ত্রী সেরগেই লাভেরভ ৷

এরই মাঝে রাশিয়ার সহযোগী বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রবিবার সে দেশে গণভোটের ডাক দিয়েছেন ৷ সূত্রের খবর, সংবিধান সংশোধন করে ফের পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে চাইছে বেলারুশ, তাই এই গণভোটের আয়োজন ৷ পুতিনের মুখে পরমাণু হামলার আশঙ্কার কথা শোনার পর তার সহযোগী বেলারুশের এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

কিয়েভ, 28 ফেব্রুয়ারি : ইউক্রেনে রাশিয়ার সেনার আক্রমণ পঞ্চম দিনে পড়ল সোমবার ৷ রবিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian president Vladimir Putin) ঘুরিয়ে পরমাণু হামলার কথা বলেছেন ইউক্রেন ইস্যুতে ৷ বলেছেন, "পশ্চিমের দেশগুলি শুধু যে আমাদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করছে তাই নয়, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশের নেতারা আমাদের বিরুদ্ধে আক্রমণাত্মক বয়ানও দিচ্ছেন ৷ এই পরিস্থিতিতে আমি পরমাণু অস্ত্র প্রতিরোধী দলকে (ডেটারেন্ট ফোর্সেস) প্রস্তুত থাকতে বলেছি ৷' আমেরিকা ও ইউরোপের দেশগুলি পুতিনের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ৷ তাদের মতে, ঘুরিয়ে পরমাণু হামলার কথা বলছেন রুশ প্রেসিডেন্ট, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে ৷

এরই মাঝে রবিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের 27টি দেশকে নিয়ে গঠিত ইউরোপিয় ইউনিয়ন (EU) ৷ ইউনিয়নের প্রধান উর্সলা ভন দের লেয়েন জানিয়েছেন, ইউক্রেনের জন্য অস্ত্র কিনতে ও তা সরবরাহ করতে সরাসরি আর্থিক সাহায্য করবে ইইউ ৷ ইউরোপিয় ইউনিয়নের ইতিহাসে এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হল ৷ এর জন্য 450 মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে বলে খবর ৷ ইউক্রেনকে যুদ্ধ বিমানও দিচ্ছে ইইউ ৷

রাশিয়ার প্রস্তাবে সাড়া দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে ইতিমধ্যেই রাজি হয়েছে ইউক্রেন ৷ বেলারুশ সীমান্তের প্রিপ্যাট নদীর পাশে শান্তি আলোচনা করতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা ৷ তবে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Ukraine President Volodymyr Zelenskyy) জানিয়েছেন, তাঁর মনে হয় না এই বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরবে ৷ কিন্তু ইউক্রেনবাসীর যাতে মনে না হয় যে, প্রেসিডেন্ট হিসেবে তিনি যুদ্ধ থামানোর কোনও চেষ্টাই করেননি তাই তিনি এতে সায় দিয়েছেন ৷

  • We are stepping up our support for Ukraine.

    For the first time, the EU will finance the purchase and delivery of weapons and equipment to a country under attack.

    We are also strengthening our sanctions against the Kremlin.
    https://t.co/qEBICNxYa1

    — Ursula von der Leyen (@vonderleyen) February 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, রাশিয়া সম্ভবত ভাবতে পারেনি টানা পাঁচদিন তাদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখতে পারবে ইউক্রেন সেনা ৷ ফলে আর্থিক নিষেধাজ্ঞার মাঝেই যুদ্ধের খরচ বাড়ছে রাশিয়ার ৷ তাই যে পুতিন প্রথম দিন ইউক্রেন সেনাকে অস্ত্র ছাড়ার, দ্বিতীয় দিন সে দেশের সরকারকে সরিয়ে ক্ষমতা দখলের ডাক দিয়েছিলেন, চতুর্থ দিন সেই পুতিনই যুদ্ধের মাঝেও আলোচনায় রাজি হয়েছেন ৷ অস্ত্র না নামালে আলোচনা নয়, একথাও বলেছিলেন রুশ বিদেশমন্ত্রী সেরগেই লাভেরভ ৷

এরই মাঝে রাশিয়ার সহযোগী বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রবিবার সে দেশে গণভোটের ডাক দিয়েছেন ৷ সূত্রের খবর, সংবিধান সংশোধন করে ফের পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে চাইছে বেলারুশ, তাই এই গণভোটের আয়োজন ৷ পুতিনের মুখে পরমাণু হামলার আশঙ্কার কথা শোনার পর তার সহযোগী বেলারুশের এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.