ETV Bharat / international

Russia-Ukraine Crisis : পুতিনের পরমাণু মন্তব্যের মাঝেই ইউক্রেনের জন্য অস্ত্র কিনছে ইউরোপিয় ইউনিয়ন - Ukraine President Volodymyr Zelenskyy

রাশিয়ার ইউক্রেন আক্রমণের আজ পঞ্চম দিন (Fifth day of Russia and Ukraine conflict)

Russia Ukraine crisis
পুতিনের পরমাণু মন্তব্যের মাঝেই ইউক্রেনের জন্য অস্ত্র কিনছে ইউরোপিয় ইউনিয়ন
author img

By

Published : Feb 28, 2022, 8:43 AM IST

কিয়েভ, 28 ফেব্রুয়ারি : ইউক্রেনে রাশিয়ার সেনার আক্রমণ পঞ্চম দিনে পড়ল সোমবার ৷ রবিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian president Vladimir Putin) ঘুরিয়ে পরমাণু হামলার কথা বলেছেন ইউক্রেন ইস্যুতে ৷ বলেছেন, "পশ্চিমের দেশগুলি শুধু যে আমাদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করছে তাই নয়, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশের নেতারা আমাদের বিরুদ্ধে আক্রমণাত্মক বয়ানও দিচ্ছেন ৷ এই পরিস্থিতিতে আমি পরমাণু অস্ত্র প্রতিরোধী দলকে (ডেটারেন্ট ফোর্সেস) প্রস্তুত থাকতে বলেছি ৷' আমেরিকা ও ইউরোপের দেশগুলি পুতিনের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ৷ তাদের মতে, ঘুরিয়ে পরমাণু হামলার কথা বলছেন রুশ প্রেসিডেন্ট, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে ৷

এরই মাঝে রবিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের 27টি দেশকে নিয়ে গঠিত ইউরোপিয় ইউনিয়ন (EU) ৷ ইউনিয়নের প্রধান উর্সলা ভন দের লেয়েন জানিয়েছেন, ইউক্রেনের জন্য অস্ত্র কিনতে ও তা সরবরাহ করতে সরাসরি আর্থিক সাহায্য করবে ইইউ ৷ ইউরোপিয় ইউনিয়নের ইতিহাসে এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হল ৷ এর জন্য 450 মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে বলে খবর ৷ ইউক্রেনকে যুদ্ধ বিমানও দিচ্ছে ইইউ ৷

রাশিয়ার প্রস্তাবে সাড়া দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে ইতিমধ্যেই রাজি হয়েছে ইউক্রেন ৷ বেলারুশ সীমান্তের প্রিপ্যাট নদীর পাশে শান্তি আলোচনা করতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা ৷ তবে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Ukraine President Volodymyr Zelenskyy) জানিয়েছেন, তাঁর মনে হয় না এই বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরবে ৷ কিন্তু ইউক্রেনবাসীর যাতে মনে না হয় যে, প্রেসিডেন্ট হিসেবে তিনি যুদ্ধ থামানোর কোনও চেষ্টাই করেননি তাই তিনি এতে সায় দিয়েছেন ৷

  • We are stepping up our support for Ukraine.

    For the first time, the EU will finance the purchase and delivery of weapons and equipment to a country under attack.

    We are also strengthening our sanctions against the Kremlin.
    https://t.co/qEBICNxYa1

    — Ursula von der Leyen (@vonderleyen) February 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, রাশিয়া সম্ভবত ভাবতে পারেনি টানা পাঁচদিন তাদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখতে পারবে ইউক্রেন সেনা ৷ ফলে আর্থিক নিষেধাজ্ঞার মাঝেই যুদ্ধের খরচ বাড়ছে রাশিয়ার ৷ তাই যে পুতিন প্রথম দিন ইউক্রেন সেনাকে অস্ত্র ছাড়ার, দ্বিতীয় দিন সে দেশের সরকারকে সরিয়ে ক্ষমতা দখলের ডাক দিয়েছিলেন, চতুর্থ দিন সেই পুতিনই যুদ্ধের মাঝেও আলোচনায় রাজি হয়েছেন ৷ অস্ত্র না নামালে আলোচনা নয়, একথাও বলেছিলেন রুশ বিদেশমন্ত্রী সেরগেই লাভেরভ ৷

এরই মাঝে রাশিয়ার সহযোগী বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রবিবার সে দেশে গণভোটের ডাক দিয়েছেন ৷ সূত্রের খবর, সংবিধান সংশোধন করে ফের পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে চাইছে বেলারুশ, তাই এই গণভোটের আয়োজন ৷ পুতিনের মুখে পরমাণু হামলার আশঙ্কার কথা শোনার পর তার সহযোগী বেলারুশের এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

কিয়েভ, 28 ফেব্রুয়ারি : ইউক্রেনে রাশিয়ার সেনার আক্রমণ পঞ্চম দিনে পড়ল সোমবার ৷ রবিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian president Vladimir Putin) ঘুরিয়ে পরমাণু হামলার কথা বলেছেন ইউক্রেন ইস্যুতে ৷ বলেছেন, "পশ্চিমের দেশগুলি শুধু যে আমাদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করছে তাই নয়, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশের নেতারা আমাদের বিরুদ্ধে আক্রমণাত্মক বয়ানও দিচ্ছেন ৷ এই পরিস্থিতিতে আমি পরমাণু অস্ত্র প্রতিরোধী দলকে (ডেটারেন্ট ফোর্সেস) প্রস্তুত থাকতে বলেছি ৷' আমেরিকা ও ইউরোপের দেশগুলি পুতিনের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ৷ তাদের মতে, ঘুরিয়ে পরমাণু হামলার কথা বলছেন রুশ প্রেসিডেন্ট, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে ৷

এরই মাঝে রবিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের 27টি দেশকে নিয়ে গঠিত ইউরোপিয় ইউনিয়ন (EU) ৷ ইউনিয়নের প্রধান উর্সলা ভন দের লেয়েন জানিয়েছেন, ইউক্রেনের জন্য অস্ত্র কিনতে ও তা সরবরাহ করতে সরাসরি আর্থিক সাহায্য করবে ইইউ ৷ ইউরোপিয় ইউনিয়নের ইতিহাসে এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হল ৷ এর জন্য 450 মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে বলে খবর ৷ ইউক্রেনকে যুদ্ধ বিমানও দিচ্ছে ইইউ ৷

রাশিয়ার প্রস্তাবে সাড়া দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে ইতিমধ্যেই রাজি হয়েছে ইউক্রেন ৷ বেলারুশ সীমান্তের প্রিপ্যাট নদীর পাশে শান্তি আলোচনা করতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা ৷ তবে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Ukraine President Volodymyr Zelenskyy) জানিয়েছেন, তাঁর মনে হয় না এই বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরবে ৷ কিন্তু ইউক্রেনবাসীর যাতে মনে না হয় যে, প্রেসিডেন্ট হিসেবে তিনি যুদ্ধ থামানোর কোনও চেষ্টাই করেননি তাই তিনি এতে সায় দিয়েছেন ৷

  • We are stepping up our support for Ukraine.

    For the first time, the EU will finance the purchase and delivery of weapons and equipment to a country under attack.

    We are also strengthening our sanctions against the Kremlin.
    https://t.co/qEBICNxYa1

    — Ursula von der Leyen (@vonderleyen) February 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, রাশিয়া সম্ভবত ভাবতে পারেনি টানা পাঁচদিন তাদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখতে পারবে ইউক্রেন সেনা ৷ ফলে আর্থিক নিষেধাজ্ঞার মাঝেই যুদ্ধের খরচ বাড়ছে রাশিয়ার ৷ তাই যে পুতিন প্রথম দিন ইউক্রেন সেনাকে অস্ত্র ছাড়ার, দ্বিতীয় দিন সে দেশের সরকারকে সরিয়ে ক্ষমতা দখলের ডাক দিয়েছিলেন, চতুর্থ দিন সেই পুতিনই যুদ্ধের মাঝেও আলোচনায় রাজি হয়েছেন ৷ অস্ত্র না নামালে আলোচনা নয়, একথাও বলেছিলেন রুশ বিদেশমন্ত্রী সেরগেই লাভেরভ ৷

এরই মাঝে রাশিয়ার সহযোগী বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রবিবার সে দেশে গণভোটের ডাক দিয়েছেন ৷ সূত্রের খবর, সংবিধান সংশোধন করে ফের পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে চাইছে বেলারুশ, তাই এই গণভোটের আয়োজন ৷ পুতিনের মুখে পরমাণু হামলার আশঙ্কার কথা শোনার পর তার সহযোগী বেলারুশের এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.