ETV Bharat / international

সংবিধানে মেনেই কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত : রাশিয়া - রাশিয়া

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ও কাশ্মীর সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে বিবৃতি দিল রাশিয়া । রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে ওই বিবৃতিতে বলা হয়েছে, "রাশিয়ার বিদেশ মন্ত্রক বলেছে, "আমরা এটা বুঝতে পেরেছি যে 370 ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজন ভারতের সংবিধানের কাঠামোর উপর ভিত্তি করেই করা হয়েছে ।"

ভ্লাদামির পুতিন ও নরেন্দ্র মোদি
author img

By

Published : Aug 10, 2019, 10:28 AM IST

মস্কো, 10 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ও কাশ্মীর সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে বিবৃতি দিল রাশিয়া । রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে ওই বিবৃতিতে বলা হয়েছে, "জম্মু ও কাশ্মীর নিয়ে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ হবে না বলেই বিশ্বাস করে মস্কোর ৷"

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে সরকার । এনিয়ে তীব্র আপত্তি জানায় পাকিস্তান । দিল্লির এই পদক্ষেপকে বেআইনি দাবি করে লড়াই চালাবে বলেও হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ । বুধবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কমিয়ে আনার ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার । পালটা বিবৃতি দিয়ে ইসলামাবাদকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলেছে দিল্লি, যাতে কূটনৈতিক যোগাযোগের সাধারণ চ্যানেলগুলি বজায় থাকে । পাশাপাশি কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে, জম্মু ও কাশ্মীরের বিষয়ে নেওয়া পদক্ষেপগুলি পুরোপুরি অভ্যন্তরীণ ।

এবিষয়ে রাশিয়ার বিদেশ মন্ত্রক বলেছে, "আমরা এটা বুঝতে পেরেছি যে 370 ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজন ভারতের সংবিধানের কাঠামোর উপর ভিত্তি করেই করা হয়েছে ।" পাশাপাশি দুদেশের সম্পর্কের উন্নতিতে ভারত ও পাকিস্তানের কাজ করা উচিত বলেও মনে করছে রাশিয়া । বিবৃতিতে বলা হয়েছে, "ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়াকে রাশিয়া সমর্থন করে । আমরা আশা করি যে দ্বিপাক্ষিক ভিত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক মাধ্যমে মতপার্থক্যের নিরসন হবে ।"

মস্কো, 10 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ও কাশ্মীর সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে বিবৃতি দিল রাশিয়া । রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে ওই বিবৃতিতে বলা হয়েছে, "জম্মু ও কাশ্মীর নিয়ে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ হবে না বলেই বিশ্বাস করে মস্কোর ৷"

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে সরকার । এনিয়ে তীব্র আপত্তি জানায় পাকিস্তান । দিল্লির এই পদক্ষেপকে বেআইনি দাবি করে লড়াই চালাবে বলেও হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ । বুধবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কমিয়ে আনার ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার । পালটা বিবৃতি দিয়ে ইসলামাবাদকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলেছে দিল্লি, যাতে কূটনৈতিক যোগাযোগের সাধারণ চ্যানেলগুলি বজায় থাকে । পাশাপাশি কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে, জম্মু ও কাশ্মীরের বিষয়ে নেওয়া পদক্ষেপগুলি পুরোপুরি অভ্যন্তরীণ ।

এবিষয়ে রাশিয়ার বিদেশ মন্ত্রক বলেছে, "আমরা এটা বুঝতে পেরেছি যে 370 ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজন ভারতের সংবিধানের কাঠামোর উপর ভিত্তি করেই করা হয়েছে ।" পাশাপাশি দুদেশের সম্পর্কের উন্নতিতে ভারত ও পাকিস্তানের কাজ করা উচিত বলেও মনে করছে রাশিয়া । বিবৃতিতে বলা হয়েছে, "ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়াকে রাশিয়া সমর্থন করে । আমরা আশা করি যে দ্বিপাক্ষিক ভিত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক মাধ্যমে মতপার্থক্যের নিরসন হবে ।"

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Moscow region - 8 August 2019
1. Tank crews waiting for the races to start
2. Crew from Kazakhstan atop blue tank
3. Venezuelan (yellow and green) tank driving
4. Mongolian (red) tank firing
5. Syrian (green) tank firing
6. Various of Mongolian (red) tank driving
7. Kazakh (blue) tank driving
8. Various of Syrian (green) tank driving
9. Syrian fans cheering
10. Syrian tank crew with national flag, cheering
11. Syrian fans with flags
12. SOUNDBITE (Russian) Fatima, tank race visitor from Syria:
"(We are here because) we are always with our people, our beloved Syria. (Journalist heard off-camera: Did you like the performance?) Yes, of course, it was great today. Thank you."
13. Venezuelan (yellow) tank driving
14. Venezuelan Ambassador to Russia, Carlos Rafael Faria Tortosa standing with military personnel
15. SOUNDBITE (Russian) Venezuelan Ambassador to Russia, Carlos Rafael Faria Tortosa:
"We came here to support our team, great team, the team of great Venezuelan military forces, that gave a worthy performance today. (Journalist heard off-camera: Did you like the performance?) Fantastic performance, the guys said that they improved their time in comparison with last year, they made it almost a minute (faster). It's very good!"
16. Venezuelan team in front of tank
STORYLINE:
Teams from Venezuela, Syria, Mongolia and Kazakhstan took part in the tank biathlon competition in Moscow region on Thursday, as part of the Army Games 2019 with crews from 22 countries, including Iran, Venezuela, China, and Russia.
Fans from Syria and Venezuela came to the range to support their teams.
Venezuelan Ambassador to Russia, Carlos Rafael Faria Tortosa said his country's team "gave a worthy performance".
The international competition will continue till August 17.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.