ETV Bharat / international

Covid 19 : চোখের নিমেষে ছড়াচ্ছে ডেল্টা, টানা চার সপ্তাহ ঊর্ধ্বমুখী বিশ্বের করোনা গ্রাফ - টেডরস অ্যাডানম গ্যাব্রিয়েসাস

বিশ্বে টানা দশ সপ্তাহ ধরে কমার পর আবার বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যুর সংখ্যা ।

Delta variant of Covid-19
ছবি সৌজন্যে : IANS
author img

By

Published : Jul 13, 2021, 8:30 AM IST

জেনেভা, 13 জুলাই : করোনার তৃতীয় ঢেউ (Coronavirus Thrid Wave) নিয়ে আশঙ্কা দিন দিন বাড়ছে ভারতে । নতুন করে চিন্তা বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়্যান্ট (Delta Variant) । আর এবার সেই চিন্তা আরও বাড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) । বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনেরাল টেডরস অ্যাডানম গ্যাব্রিয়েসাস সোমবার আশঙ্কা প্রকাশ করেছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ আরও ভয়ঙ্কর হতে পারে । চোখের নিমেষে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ ।

গোটা বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল । গত সপ্তাহকে ধরলে টানা চার সপ্তাহ ধরে করোনার সংক্রমণ হঠাৎই বেড়ে গিয়েছে বিশ্বে । চিন্তায় রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও । সোমবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে টেডরস অ্যাডানম গ্যাব্রিয়েসাসের বক্তব্য থেকেই সেই উদ্বেগ স্পষ্ট । কপালে চিন্তার ভাঁজ নিয়ে তিনি জানিয়েছেন, টানা দশ সপ্তাহ ধরে কমার পর আবার বাড়তে শুরু করেছে মৃত্যুর সংখ্যা ।

আর এই মুহূর্তে করোনার বাড়তে থাকা সংক্রমণে সবথেকে বেশি চিন্তায় রাখছে ডেল্টা ভ্যারিয়্যান্ট । গতবছরের অক্টোবরে ভারতে প্রথম এই ভ্যারিয়্যান্টের হদিশ মিলেছিল । তারপর থেকে একের পর এক দেশে ছড়িয়ে পড়েছে । এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, 104 টি দেশে থাবা বসিয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট । চিনা সংবাদ সংস্থা শিনহুয়ায় প্রকাশিত এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চোখের নিমেষে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়্যান্টের সংক্রমণ । করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা নতুন করে বাড়তে থাকার জন্য ডেল্টা ভ্যারিয়্যান্টকেই অনেকাংশে দায়ি করা হয়েছে ওই রিপোর্টে ।

ডেল্টা নিয়ে উদ্বেগের মধ্যেই এক এক দেশ, এক এক রকমের সিদ্ধান্ত নিচ্ছে । যেমন ফ্রান্স নতুন করে করোনা বিধি আরোপ করছে । আবার, 19 জুলাই থেকে ব্রিটেনে সব বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে । এই পরিস্থিতিতে করোনা বিধি শিথিল করা হলে বিপদ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন গ্যাব্রিয়েসাস । পাশাপাশি একাধিক দেশে মোট জনসংখ্যার একটি বড় অংশ এখনও টিকা পায়নি । সেই নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ।

জেনেভা, 13 জুলাই : করোনার তৃতীয় ঢেউ (Coronavirus Thrid Wave) নিয়ে আশঙ্কা দিন দিন বাড়ছে ভারতে । নতুন করে চিন্তা বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়্যান্ট (Delta Variant) । আর এবার সেই চিন্তা আরও বাড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) । বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনেরাল টেডরস অ্যাডানম গ্যাব্রিয়েসাস সোমবার আশঙ্কা প্রকাশ করেছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ আরও ভয়ঙ্কর হতে পারে । চোখের নিমেষে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ ।

গোটা বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল । গত সপ্তাহকে ধরলে টানা চার সপ্তাহ ধরে করোনার সংক্রমণ হঠাৎই বেড়ে গিয়েছে বিশ্বে । চিন্তায় রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও । সোমবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে টেডরস অ্যাডানম গ্যাব্রিয়েসাসের বক্তব্য থেকেই সেই উদ্বেগ স্পষ্ট । কপালে চিন্তার ভাঁজ নিয়ে তিনি জানিয়েছেন, টানা দশ সপ্তাহ ধরে কমার পর আবার বাড়তে শুরু করেছে মৃত্যুর সংখ্যা ।

আর এই মুহূর্তে করোনার বাড়তে থাকা সংক্রমণে সবথেকে বেশি চিন্তায় রাখছে ডেল্টা ভ্যারিয়্যান্ট । গতবছরের অক্টোবরে ভারতে প্রথম এই ভ্যারিয়্যান্টের হদিশ মিলেছিল । তারপর থেকে একের পর এক দেশে ছড়িয়ে পড়েছে । এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, 104 টি দেশে থাবা বসিয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট । চিনা সংবাদ সংস্থা শিনহুয়ায় প্রকাশিত এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চোখের নিমেষে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়্যান্টের সংক্রমণ । করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা নতুন করে বাড়তে থাকার জন্য ডেল্টা ভ্যারিয়্যান্টকেই অনেকাংশে দায়ি করা হয়েছে ওই রিপোর্টে ।

ডেল্টা নিয়ে উদ্বেগের মধ্যেই এক এক দেশ, এক এক রকমের সিদ্ধান্ত নিচ্ছে । যেমন ফ্রান্স নতুন করে করোনা বিধি আরোপ করছে । আবার, 19 জুলাই থেকে ব্রিটেনে সব বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে । এই পরিস্থিতিতে করোনা বিধি শিথিল করা হলে বিপদ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন গ্যাব্রিয়েসাস । পাশাপাশি একাধিক দেশে মোট জনসংখ্যার একটি বড় অংশ এখনও টিকা পায়নি । সেই নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.