ETV Bharat / international

কোরোনার সংক্রমণ এড়াতে বিশাল ডিস্ক জড়িয়ে ইট্যালির রাস্তায় ব্যক্তি - বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভাইরাস যাতে তার ধারেকাছে ঘেষতে না পারে, তাই নিজেই এক মিটার ব্যাসার্ধের একটি ডিস্ক বানিয়ে নিয়েছেন ইট্যালির এক ব্যক্তি ৷

Coronavirus
ছবি
author img

By

Published : Mar 15, 2020, 3:27 PM IST

রোম, 15 মার্চ : কোরোনার সংক্রমণ এড়াতে পাঁচ মিটার দূরত্ব বজায় রাখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হাত মেলাতেও নিষেধ করেছেন ৷ কনুই দিয়ে ঢেকে হাঁচতে ও কাশতে বলেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর এই বার্তার পর প্রকাশ্যে এল রোমের রাস্তার এক ভিডিয়ো ৷ 1 মিটার ব্যাসার্ধের একটি ডিস্ক গায়ে জড়িয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি ৷

বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে কোরোনার প্রকোপ ৷ এখনও পর্যন্ত প্রায় দেড় লাখেরও বেশি মানুষের শরীরে কোরোনার সংক্রমণ মিলেছে ৷ মৃত্যু হয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষের ৷ এই মুহুর্তে প্রায় 75 হাজার জনের চিকিৎসা চলছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোরোনাকে ইতিমধ্যে প্যানডেমিক হিসেবে ঘোষণা করেছে ৷ যে কোনও সামাজিক জমায়েত থেকে আপাতত দূরে থাকতে বলা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে কোরোনা মোকাবিলায় সামাজিক জমায়েত থেকে দূরে থাকতে অভিনব উপায় বের করেন ইট্যালির ওই ব্যক্তি ৷

সাধারণভাবে সংক্রমিত ব্যক্তি থেকে কমপক্ষে 1 মিটার দূরে থাকতে বার বার বলা হচ্ছে ৷ ভাইরাস যাতে তাঁর ধারেকাছে ঘেঁষতে না পারে, তাই নিজেই এক মিটার ব্যাসার্ধের একটি ডিস্ক বানিয়ে নিয়েছেন ইট্যালির ওই ব্যক্তি ৷ আর সেই ডিস্কের ভিতরের দিকের ফাঁকা অংশে নিজের গোটা শরীরটাকেই ঢুকিয়ে নিয়েছেন তিনি ৷ রোমের সড়ক থেকে এমনই ছবি সামনে এসেছে ৷ এভাবেই ডিস্কের বেষ্টনী বানিয়ে রোমের রাস্তায় ঘুরে বেরাচ্ছেন তিনি ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, কোরোনা ভাইরাসের নতুন আঁতুড়ঘর হয়ে উঠেছে ইউরোপ ৷ আর ইউরোপের মধ্যে সবথেকে বেশি সংক্রমণের খবর সামনে এসেছে ইট্যালি থেকে ৷ এই পরিস্থিতিতে সামাজিক জমায়েত থেকে নিজেকে দূরে রাখতে অভিনব পন্থা বের করলেন ইট্যালির ওই ব্যক্তি ৷ অভিনব এই পন্থা প্রশংসাও কুড়িয়েছে ওয়েব দুনিয়ায় ৷

রোম, 15 মার্চ : কোরোনার সংক্রমণ এড়াতে পাঁচ মিটার দূরত্ব বজায় রাখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হাত মেলাতেও নিষেধ করেছেন ৷ কনুই দিয়ে ঢেকে হাঁচতে ও কাশতে বলেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর এই বার্তার পর প্রকাশ্যে এল রোমের রাস্তার এক ভিডিয়ো ৷ 1 মিটার ব্যাসার্ধের একটি ডিস্ক গায়ে জড়িয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি ৷

বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে কোরোনার প্রকোপ ৷ এখনও পর্যন্ত প্রায় দেড় লাখেরও বেশি মানুষের শরীরে কোরোনার সংক্রমণ মিলেছে ৷ মৃত্যু হয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষের ৷ এই মুহুর্তে প্রায় 75 হাজার জনের চিকিৎসা চলছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোরোনাকে ইতিমধ্যে প্যানডেমিক হিসেবে ঘোষণা করেছে ৷ যে কোনও সামাজিক জমায়েত থেকে আপাতত দূরে থাকতে বলা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে কোরোনা মোকাবিলায় সামাজিক জমায়েত থেকে দূরে থাকতে অভিনব উপায় বের করেন ইট্যালির ওই ব্যক্তি ৷

সাধারণভাবে সংক্রমিত ব্যক্তি থেকে কমপক্ষে 1 মিটার দূরে থাকতে বার বার বলা হচ্ছে ৷ ভাইরাস যাতে তাঁর ধারেকাছে ঘেঁষতে না পারে, তাই নিজেই এক মিটার ব্যাসার্ধের একটি ডিস্ক বানিয়ে নিয়েছেন ইট্যালির ওই ব্যক্তি ৷ আর সেই ডিস্কের ভিতরের দিকের ফাঁকা অংশে নিজের গোটা শরীরটাকেই ঢুকিয়ে নিয়েছেন তিনি ৷ রোমের সড়ক থেকে এমনই ছবি সামনে এসেছে ৷ এভাবেই ডিস্কের বেষ্টনী বানিয়ে রোমের রাস্তায় ঘুরে বেরাচ্ছেন তিনি ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, কোরোনা ভাইরাসের নতুন আঁতুড়ঘর হয়ে উঠেছে ইউরোপ ৷ আর ইউরোপের মধ্যে সবথেকে বেশি সংক্রমণের খবর সামনে এসেছে ইট্যালি থেকে ৷ এই পরিস্থিতিতে সামাজিক জমায়েত থেকে নিজেকে দূরে রাখতে অভিনব পন্থা বের করলেন ইট্যালির ওই ব্যক্তি ৷ অভিনব এই পন্থা প্রশংসাও কুড়িয়েছে ওয়েব দুনিয়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.