ETV Bharat / international

কোরোনা : প্রায় 12,000 ব্রিটিশ এয়ারওয়েজ় কর্মীর চাকরি যেতে পারে

author img

By

Published : Apr 28, 2020, 11:46 PM IST

ব্রিটিশ এয়ারওয়েজ়ে প্রায় 42,000 হাজার কর্মী রয়েছে । এর মধ্য়ে 4,500 জন পাইলট ও 16,000 বিমান সেবক-সেবিকা রয়েছেন ।

ছবি
ছবি

লন্ডন, 28 এপ্রিল : কোরোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ সমস্ত পরিষেবা । এবার ব্রিটিশ এয়ারওয়েজ়ের প্রায় 12,000 কর্মীর চাকরি যাওয়ার আশঙ্কা রয়েছে ।

আজ এয়ারলাইন্সগুলির শীর্ষ সংস্থা IAG এক বিবৃতিতে জানিয়েছে, কোরোনার জেরে কার্যত বন্ধ সমস্ত পরিষেবা ও ব্যবসা । তাই দিনের পর দিন লোকসান হচ্ছে । আগের অবস্থায় ফিরতে অনেকটা সময় লেগে যাবে । এই পরিস্থিতিতে কর্মী ছাঁটাইয়ের পথে হাটতে পারে বিমান সংস্থাগুলি । বিশেষ করে ব্রিটিশ এয়ারওয়েজ়ে প্রায় 12,000 চাকরি যেতে পারে ।

ব্রিটিশ এয়ারওয়েজ়ে প্রায় 42,000 হাজার কর্মী রয়েছে । এর মধ্য়ে 4,500 জন পাইলট ও 16,000 বিমান সেবক-সেবিকা রয়েছেন । কর্মী ছাঁটাইয়ের বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজ়ের চিফ এগজ়িকিউটিভ অ্যালেক্স ক্রুজ় বলেন, "বিগত কয়েক সপ্তাহে অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে এক ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে । পরিস্থিতির সামাল দিতে এখন আমাদের পদক্ষেপ করতে হবে । তবে, আমাদের মনোবল দৃঢ় । আমরা সবাই মিলে এই সংকটজনক পরিস্থিতি কাটিয়ে উঠব বলে আশা করছি ।"

লন্ডন, 28 এপ্রিল : কোরোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ সমস্ত পরিষেবা । এবার ব্রিটিশ এয়ারওয়েজ়ের প্রায় 12,000 কর্মীর চাকরি যাওয়ার আশঙ্কা রয়েছে ।

আজ এয়ারলাইন্সগুলির শীর্ষ সংস্থা IAG এক বিবৃতিতে জানিয়েছে, কোরোনার জেরে কার্যত বন্ধ সমস্ত পরিষেবা ও ব্যবসা । তাই দিনের পর দিন লোকসান হচ্ছে । আগের অবস্থায় ফিরতে অনেকটা সময় লেগে যাবে । এই পরিস্থিতিতে কর্মী ছাঁটাইয়ের পথে হাটতে পারে বিমান সংস্থাগুলি । বিশেষ করে ব্রিটিশ এয়ারওয়েজ়ে প্রায় 12,000 চাকরি যেতে পারে ।

ব্রিটিশ এয়ারওয়েজ়ে প্রায় 42,000 হাজার কর্মী রয়েছে । এর মধ্য়ে 4,500 জন পাইলট ও 16,000 বিমান সেবক-সেবিকা রয়েছেন । কর্মী ছাঁটাইয়ের বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজ়ের চিফ এগজ়িকিউটিভ অ্যালেক্স ক্রুজ় বলেন, "বিগত কয়েক সপ্তাহে অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে এক ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে । পরিস্থিতির সামাল দিতে এখন আমাদের পদক্ষেপ করতে হবে । তবে, আমাদের মনোবল দৃঢ় । আমরা সবাই মিলে এই সংকটজনক পরিস্থিতি কাটিয়ে উঠব বলে আশা করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.