ভিয়েনা, 3 নভেম্বর : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বন্দুকবাজের হামলা । ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে একজন হামলাকারী বলে স্থানীয় পুলিশ সূত্রে খবর । অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ় ঘটনায় জঙ্গি যোগের কথা জানিয়েছেন ।
গতকাল স্থানীয় সময় রাত আটটা নাগাদ বেশ কয়েকজন বন্দুকধারী রাজধানী ভিয়েনার ছ'টি জায়গায় হামলা চালায় । হামলার কিছু সময় পরেই কোরোনা পরিস্থিতিতে অস্ট্রিয়ায় লকডাউন শুরুর কথা ছিল । বিভিন্ন রেস্তরাঁ ও বার খোলা ছিল । লকডাউনের আগে সাধারণ মানুষের ভিড় ছিল রেস্তরাঁগুলিতে । ঘটনার পর সাধারণ মানুষকে ঘরে থাকার পরামর্শ দেন অস্ট্রিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী কার্ল নেহমার ।
ভিয়েনার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে মোদি লেখেন, "ভিয়েনার ঘটনার তীব্র নিন্দা করছি । এই সময়ে অস্ট্রিয়ার পাশে আছে ভারত । মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ।" ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁও ঘটনার নিন্দা করেছেন । টুইটারে তিনি লেখেন, "ফ্রান্সের পর আরও একটি বন্ধুত্বপূর্ণ দেশে হামলা হল । অস্ট্রিয়ার মানুষের প্রতি সমবেদনা জানাচ্ছি ।" গত সপ্তাহের বৃহস্পতিবার ফ্রান্সের নাইসে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি । ঘটনায় তিনজনের মৃত্যু হয় । ফ্রান্সের পাশাপাশি জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রধান চার্লস মাইকেল ঘটনার নিন্দা করেছেন ।
-
Deeply shocked and saddened by the dastardly terror attacks in Vienna. India stands with Austria during this tragic time. My thoughts are with the victims and their families.
— Narendra Modi (@narendramodi) November 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply shocked and saddened by the dastardly terror attacks in Vienna. India stands with Austria during this tragic time. My thoughts are with the victims and their families.
— Narendra Modi (@narendramodi) November 3, 2020Deeply shocked and saddened by the dastardly terror attacks in Vienna. India stands with Austria during this tragic time. My thoughts are with the victims and their families.
— Narendra Modi (@narendramodi) November 3, 2020