ETV Bharat / international

সন্ত্রাসবাদে মদত দেওয়া দেশগুলিকে একঘরে করা উচিত : বেঙ্কাইয়া নাইডু

author img

By

Published : Aug 18, 2019, 12:29 PM IST

সন্ত্রাসবাদ নিয়ে নাম না করে পাকিস্তানকে তোপ উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর । তাও আবার বিদেশ সফরে গিয়ে । নাইডু লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস পৌঁছান । লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গীতানাস নওসেদার সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বেঙ্কাইয়া নাইডু বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সমস্ত দেশের সম্মিলিত পদক্ষেপ নেওয়া উচিত এবং যে দেশগুলি সন্ত্রাসকে সহায়তা দিচ্ছে তাদের একঘরে করা উচিত ।

বেঙ্কাইয়া নাইডু ও গীতানাস নওসেদা

ভিলনিয়াস (লিথুয়ানিয়া), 18 অগাস্ট : সন্ত্রাসবাদ নিয়ে নাম না করে পাকিস্তানকে তোপ উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর । তাও আবার বিদেশ সফরে গিয়ে । লিথুয়ানিয়া, লাটাভিয়া ও এস্তোনিয়া সফরে গেছেন উপ রাষ্ট্রপতি । গতকাল তিনি লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস পৌঁছান । লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গীতানাস নওসেদার সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বেঙ্কাইয়া নাইডু বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সমস্ত দেশের সম্মিলিত পদক্ষেপ নেওয়া উচিত এবং যে দেশগুলি সন্ত্রাসকে সহায়তা দিচ্ছে তাদের একঘরে করা উচিত ।

উপ রাষ্ট্রপতি বলেন, "আজ বিশ্বের সামনে সন্ত্রাসবাদ অন্যতম প্রধান চ্যালেঞ্জ । সমস্ত দেশকে সন্ত্রাসবাদের মহামারী দূর করতে প্রয়াস চালিয়ে যেতে হবে । সন্ত্রাসবাদকে সহায়তা দেওয়া দেশগুলিকেও বিচ্ছিন্ন করতে হবে ।" ভারতে স্বচ্ছন্দ্যে চলাফেরার জন্য ভারতে লিথুয়ানিয়ার নাগরিকদের জন্য ই-ভিসার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন নাইডু । লিথুয়ানিয়ার শিল্পপতিদের ভারতের অর্থনৈতিক সুযোগ সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন, "2022 সালের মধ্যে সৌর শক্তি থেকে 100 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছি । লিথুয়ানিয়াকে আমাদের অংশীদার হিসাবে পেয়ে আনন্দিত হব ।"

উপ রাষ্ট্রপতির সফরে ভারত ও লিথুয়ানিয়ার মধ্যে সাংস্কৃতিক, কৃষি ও আইনি সহযোগিতা বাড়াতে তিনটি MOU স্বাক্ষর হয়েছে । দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বেঙ্কাইয়া নাইডু ও গীতানাস নওসেদা আলোচনায় বসেন । আলোচনার সময়, উভয় দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রতিনিধির সংখ্য়া বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে । এছাড়া নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ভারতকে সমর্থন জানিয়েছে লিথুয়ানিয়া । গীতানাস নওসেদা উপ রাষ্ট্রপতিকে লিথুয়ানিয়ার ইতিহাস সম্পর্কিত একটি বইয়ের সংস্কৃত অনুবাদ উপহার দেন ।

ভিলনিয়াস (লিথুয়ানিয়া), 18 অগাস্ট : সন্ত্রাসবাদ নিয়ে নাম না করে পাকিস্তানকে তোপ উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর । তাও আবার বিদেশ সফরে গিয়ে । লিথুয়ানিয়া, লাটাভিয়া ও এস্তোনিয়া সফরে গেছেন উপ রাষ্ট্রপতি । গতকাল তিনি লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস পৌঁছান । লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গীতানাস নওসেদার সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বেঙ্কাইয়া নাইডু বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সমস্ত দেশের সম্মিলিত পদক্ষেপ নেওয়া উচিত এবং যে দেশগুলি সন্ত্রাসকে সহায়তা দিচ্ছে তাদের একঘরে করা উচিত ।

উপ রাষ্ট্রপতি বলেন, "আজ বিশ্বের সামনে সন্ত্রাসবাদ অন্যতম প্রধান চ্যালেঞ্জ । সমস্ত দেশকে সন্ত্রাসবাদের মহামারী দূর করতে প্রয়াস চালিয়ে যেতে হবে । সন্ত্রাসবাদকে সহায়তা দেওয়া দেশগুলিকেও বিচ্ছিন্ন করতে হবে ।" ভারতে স্বচ্ছন্দ্যে চলাফেরার জন্য ভারতে লিথুয়ানিয়ার নাগরিকদের জন্য ই-ভিসার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন নাইডু । লিথুয়ানিয়ার শিল্পপতিদের ভারতের অর্থনৈতিক সুযোগ সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন, "2022 সালের মধ্যে সৌর শক্তি থেকে 100 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছি । লিথুয়ানিয়াকে আমাদের অংশীদার হিসাবে পেয়ে আনন্দিত হব ।"

উপ রাষ্ট্রপতির সফরে ভারত ও লিথুয়ানিয়ার মধ্যে সাংস্কৃতিক, কৃষি ও আইনি সহযোগিতা বাড়াতে তিনটি MOU স্বাক্ষর হয়েছে । দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বেঙ্কাইয়া নাইডু ও গীতানাস নওসেদা আলোচনায় বসেন । আলোচনার সময়, উভয় দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রতিনিধির সংখ্য়া বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে । এছাড়া নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ভারতকে সমর্থন জানিয়েছে লিথুয়ানিয়া । গীতানাস নওসেদা উপ রাষ্ট্রপতিকে লিথুয়ানিয়ার ইতিহাস সম্পর্কিত একটি বইয়ের সংস্কৃত অনুবাদ উপহার দেন ।

********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Shuangyashan City, Heilongjiang Province, northeast China - Aug 17, 2019 (CCTV - No access Chinese mainland)
1. Various of water being drained away through tube; firefighters
2. Various of excavator clearing mud from river
3. Various of firefighters working
4. SOUNDBITE (Chinese) Sun Minghe, firefighter, Baoqing Fire Department (partially overlaid with shot 5):
"We have been working from 09:00 on Saturday morning till now. The floodwater was about my knee high when we arrived here. Now much of the water was drained away."
++SHOT OVERLAYING SOUNDBITE++
5. Ponding
++SHOT OVERLAYING SOUNDBITE++
6. Residential building
7. Firefighters sweeping water away
8. Water flowing into well
9. Bus, residents
10. Various of residents in settlement building
11. People carrying out relief items
12. Food, water
Floodwater is being drained out in a county of Shuangyashan City, northeast China's Heilongjiang Province, since floods incurred by heavy rains inundated residential buildings and farmland beginning Thursday.
The continued heavy rains slammed Baoqing County for nearly 70 hours beginning Thursday. By Saturday night, the maximum precipitation exceeded 149 millimeters, according to the local meteorological department.
With four rivers flowing above the alert level and nine reservoirs running in full load capacity, the local fire department closely monitored the dams and dispatched teams to drain the water away and clear mud in the most affected regions.
"We have been working from 09:00 on Saturday morning till now. The floodwater was about my knee high when we arrived here. Now much of the water was drained away," said Sun Minghe, a firefighter.
Although the heavy rain has stopped, the rescue work is still underway.
Baoqing County has relocated 13,443 people, with no casualty reported.
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.