স্টকহোম, 10 ডিসেম্বর : 14 অক্টোবর হয়েছিল ঘোষণা । সেদিন জানা গেছিল, অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পাচ্ছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । আর আজ স্টকহোমে তাঁর হাতে তুলে দেওয়া হল পুরস্কার । অর্থনীতিতে আজ পুরস্কার গ্রহণ করেন এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারও ।
নোবেল পুরস্কারে ভূষিত দম্পতি অভিজিৎ-এস্থার । একেবারে সাবেকি বাঙালি পোশাকে স্টকহোমের কনসার্ট হলে পুরস্কার নিতে উপস্থিত হন দু'জন । এস্থারের পরনে নীলচে সবুজ শাড়ি ও অভিজিতের পরনে ধুতি-পাঞ্জাবি । শুধু পরনে শাড়ি নয়, কপালে টিপ এবং হাবেভাবে খাঁটি বাঙালির দেখা মিলল সুদূর ইউরোপের দেশে ।
আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে নোবেল প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন সুইডেনের রাজা । 1901 সাল থেকে চলে আসছে এই প্রথা । র্যান্ডমাইজ়ড কন্ট্রোল ট্রায়াল (RCT) নিয়েই মূলত গবেষণা চালিয়ে যাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায় এবং এস্থার ডুফলো । রয়েছেন ক্রেমারও । সেই গবেষণাতেই মিলেছে সাফল্য ।