ETV Bharat / international

Indians Evacuation From Sumy : 12টি বাসের লম্বা কনভয়ে সুমি ছাড়লেন সকল ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক

বিদেশমন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার সুমি থেকে 12টি বাসের কনভয়ে সকল ভারতীয়কে এদিন পলটোভায় আনা হল (A convoy consisting of 12 buses left from Sumy On Tuesday) ৷ সেখান থেকে তাদের 'অপারেশন গঙ্গা'য় উড়িয়ে আনা হবে দেশে ৷

Indians Evacuation From Sumy
12টি বাসের লম্বা কনভয়ে সুমি ছাড়লেন সকল ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
author img

By

Published : Mar 8, 2022, 8:04 PM IST

Updated : Mar 8, 2022, 8:22 PM IST

সুমি (ইউক্রেন), 8 মার্চ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন সীমান্ত এবং প্রতিবেশী দেশ থেকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে জারি রয়েছে 'অপারেশন গঙ্গা'৷ ইউক্রেন-হাঙ্গেরি সীমান্তে আটকে থাকা সকল ভারতীয়দের ইতিমধ্যেই উদ্ধারে সচেষ্ট হয়েছে বিদেশমন্ত্রক ৷ যুদ্ধের ত্রয়োদশ দিনে ইউক্রেনের সুমি শহরে আটকে থাকা সকল ভারতীয়দেরও নিরাপদে বের করে আনা হল ৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার সুমি থেকে 12টি বাসের কনভয়ে সকল ভারতীয়কে এদিন পলটোভায় আনা হল (A convoy consisting of 12 buses left from Sumy On Tuesday) ৷ সেখান থেকে তাদের 'অপারেশন গঙ্গা'য় উড়িয়ে আনা হবে দেশে ৷

মানবিক করিডর তৈরি করে সাধারণ মানুষকে উদ্ধারে জায়গায় জায়গায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুদ্ধরত দুই দেশ ৷ সেই যুদ্ধবিরতির অংশ হিসেবেই এদিন সুমি থেকে সকল ভারতীয়দের উদ্ধার করল বিদেশমন্ত্রক ৷ সেদেশের ভারতীয় দূতাবাসের একাধিক বাস এবং রেড ক্রসের বাসে এদিন 694 জন ভারতীয়দের সুমি থেকে পলটোভা নিয়ে আসার বন্দোবস্ত করা হয় ৷

  • Happy to inform that we have been able to move out all Indian students from Sumy.

    They are currently en route to Poltava, from where they will board trains to western Ukraine.

    Flights under #OperationGanga are being prepared to bring them home. pic.twitter.com/s60dyYt9U6

    — Arindam Bagchi (@MEAIndia) March 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Sanction on Russia : যুদ্ধের জেরে নিষেধাজ্ঞায় শীর্ষে রাশিয়া

মস্কোর সময় অনুযায়ী সকাল 10টায় এদিন যুদ্ধবিরতি লাগু হয় সুমিতে ৷ এরপরেই পলটোভার উদ্দেশ্যে রওনা দেয় ওই কনভয় ৷ সর্বশেষ খবর অনুযায়ী পলটোভায় পৌঁছে গিয়েছে ভারতীয়দের উদ্ধারকারী বাসগুলি ৷ ভারতীয়দের পাশাপাশি ওই কনভয়ে ছিলেন বাংলাদেশি এবং নেপালিরাও ৷ পাশাপাশি কিভের ভারতীয় দূতাবাসের সহায়তায় মিকোলেভ বন্দর থেকে উদ্ধার করা হল 75 জন ভারতীয় নাবিককেও ৷

সুমি (ইউক্রেন), 8 মার্চ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন সীমান্ত এবং প্রতিবেশী দেশ থেকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে জারি রয়েছে 'অপারেশন গঙ্গা'৷ ইউক্রেন-হাঙ্গেরি সীমান্তে আটকে থাকা সকল ভারতীয়দের ইতিমধ্যেই উদ্ধারে সচেষ্ট হয়েছে বিদেশমন্ত্রক ৷ যুদ্ধের ত্রয়োদশ দিনে ইউক্রেনের সুমি শহরে আটকে থাকা সকল ভারতীয়দেরও নিরাপদে বের করে আনা হল ৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার সুমি থেকে 12টি বাসের কনভয়ে সকল ভারতীয়কে এদিন পলটোভায় আনা হল (A convoy consisting of 12 buses left from Sumy On Tuesday) ৷ সেখান থেকে তাদের 'অপারেশন গঙ্গা'য় উড়িয়ে আনা হবে দেশে ৷

মানবিক করিডর তৈরি করে সাধারণ মানুষকে উদ্ধারে জায়গায় জায়গায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুদ্ধরত দুই দেশ ৷ সেই যুদ্ধবিরতির অংশ হিসেবেই এদিন সুমি থেকে সকল ভারতীয়দের উদ্ধার করল বিদেশমন্ত্রক ৷ সেদেশের ভারতীয় দূতাবাসের একাধিক বাস এবং রেড ক্রসের বাসে এদিন 694 জন ভারতীয়দের সুমি থেকে পলটোভা নিয়ে আসার বন্দোবস্ত করা হয় ৷

  • Happy to inform that we have been able to move out all Indian students from Sumy.

    They are currently en route to Poltava, from where they will board trains to western Ukraine.

    Flights under #OperationGanga are being prepared to bring them home. pic.twitter.com/s60dyYt9U6

    — Arindam Bagchi (@MEAIndia) March 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Sanction on Russia : যুদ্ধের জেরে নিষেধাজ্ঞায় শীর্ষে রাশিয়া

মস্কোর সময় অনুযায়ী সকাল 10টায় এদিন যুদ্ধবিরতি লাগু হয় সুমিতে ৷ এরপরেই পলটোভার উদ্দেশ্যে রওনা দেয় ওই কনভয় ৷ সর্বশেষ খবর অনুযায়ী পলটোভায় পৌঁছে গিয়েছে ভারতীয়দের উদ্ধারকারী বাসগুলি ৷ ভারতীয়দের পাশাপাশি ওই কনভয়ে ছিলেন বাংলাদেশি এবং নেপালিরাও ৷ পাশাপাশি কিভের ভারতীয় দূতাবাসের সহায়তায় মিকোলেভ বন্দর থেকে উদ্ধার করা হল 75 জন ভারতীয় নাবিককেও ৷

Last Updated : Mar 8, 2022, 8:22 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.