ETV Bharat / international

জার্মানিতে এলোপাথাড়ি গুলি, মৃত 6 - জার্মানিতে গুলি

আততায়ী কেন হামলা চালিয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ তার সঙ্গে আর কেউ ছিল না বলে মনে করছে পুলিশ ৷

Germany Shooting
জার্মানিতে গুলি
author img

By

Published : Jan 24, 2020, 7:56 PM IST

Updated : Jan 24, 2020, 8:10 PM IST

বার্লিন, 24 জানুয়ারি : দক্ষিণ-পশ্চিম জার্মানিতে দুষ্কৃতীর হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল 6 জনের ৷ জখম হয়েছেন আরও কয়েকজন ৷ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

মিউনিখ থেকে 170 কিমি দূরে রট আম সি শহরে ঘটনাটি ঘটেছে ৷ জার্মানের সংবাদসংস্থা DPA জানিয়েছে, মৃতদের মধ্যে একই পরিবারের একাধিক জন রয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, হামলাকারী মৃতদেহর দু-একজনকে চিনত ৷ সম্ভবত তাদের মধ্যে কোনও সম্পর্ক ছিল ৷ হামলা একজনই চালিয়েছে বলে পুলিশের অনুমান ৷ স্থানীয় সময় দুপুর 12টা 45 মিনিট নাগাদ রেলস্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷

বার্লিন, 24 জানুয়ারি : দক্ষিণ-পশ্চিম জার্মানিতে দুষ্কৃতীর হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল 6 জনের ৷ জখম হয়েছেন আরও কয়েকজন ৷ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

মিউনিখ থেকে 170 কিমি দূরে রট আম সি শহরে ঘটনাটি ঘটেছে ৷ জার্মানের সংবাদসংস্থা DPA জানিয়েছে, মৃতদের মধ্যে একই পরিবারের একাধিক জন রয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, হামলাকারী মৃতদেহর দু-একজনকে চিনত ৷ সম্ভবত তাদের মধ্যে কোনও সম্পর্ক ছিল ৷ হামলা একজনই চালিয়েছে বলে পুলিশের অনুমান ৷ স্থানীয় সময় দুপুর 12টা 45 মিনিট নাগাদ রেলস্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷

Mangalore, Jan 24 (ANI): In the latest development in Mangaluru airport bomb case, police officials took accused Adithya Rao to the crime spot for investigation. He allegedly placed the bomb at the airport on Jan 20. Rao on January 22 surrendered himself to police. Components of Improvised Explosive Device (IED) in a bag were found at Mangaluru airport on January 20. Bomb disposal and detection squad safely destroyed the IED by controlled detonation. Police had also announced that a man detected in a CCTV footage leaving the bag.


Last Updated : Jan 24, 2020, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.