ETV Bharat / international

বিশ্বজুড়ে কোরোনায় মৃত প্রায় 2 লাখ - ইউরোপ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তরফে জানানো হয়েছে গত 24 ঘন্টায় কোরোনা আক্রান্ত হয়েছেন 85 হাজারেরও বেশি মানুষ ৷ মৃতের সংখ্যা প্রায় দুই লাখ ৷

global deaths due to COVID-19
বিশ্বজুড়ে কোরোনায় মৃত প্রায় 2 লাখ
author img

By

Published : Apr 28, 2020, 10:40 AM IST

জেনেভা, 28 এপ্রিল : কোরোনার জেরে ক্রমশ বাড়ছে মৃত্যুমিছিল ৷ গত 24 ঘণ্টায় নতুন করে প্রায় 5 হাজার জনের মৃত্যু হয়েছে ৷ ফলে মৃতের সংখ্যা বেড়ে হল 1 লাখ 98 হাজার ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)এই তথ্য সামনে এনেছে ৷

বিশ্বের বেশিরভাগ কোরোনা আক্রান্ত দেশ লকডাউন ঘোষণা করেছে ৷ তারপরও, কোরোনার দ্বারা আক্রান্ত হচ্ছেন অনেকেই ৷ WHO জানিয়েছে, গতকাল 85 হাজারেরও বেশি মানুষ কোরোনার দ্বারা সংক্রমিত হয়েছে ৷ মারা গেছেন, 4 হাজার 982 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল 28 লাখ ৷

ইউরোপ ও অ্যামেরিকায় কোরোনার সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে ৷ ইউরোপে আক্রান্ত 13 লাখেরও বেশি মানুষ ৷ মৃত্যু হয়েছে প্রায় 1 লাখ 24 হাজার জনের ৷ অন্যদিকে অ্যামেরিকায়, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 11 লাখ ৷ মারা গেছেন প্রায় 58 হাজার জন ৷

জেনেভা, 28 এপ্রিল : কোরোনার জেরে ক্রমশ বাড়ছে মৃত্যুমিছিল ৷ গত 24 ঘণ্টায় নতুন করে প্রায় 5 হাজার জনের মৃত্যু হয়েছে ৷ ফলে মৃতের সংখ্যা বেড়ে হল 1 লাখ 98 হাজার ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)এই তথ্য সামনে এনেছে ৷

বিশ্বের বেশিরভাগ কোরোনা আক্রান্ত দেশ লকডাউন ঘোষণা করেছে ৷ তারপরও, কোরোনার দ্বারা আক্রান্ত হচ্ছেন অনেকেই ৷ WHO জানিয়েছে, গতকাল 85 হাজারেরও বেশি মানুষ কোরোনার দ্বারা সংক্রমিত হয়েছে ৷ মারা গেছেন, 4 হাজার 982 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল 28 লাখ ৷

ইউরোপ ও অ্যামেরিকায় কোরোনার সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে ৷ ইউরোপে আক্রান্ত 13 লাখেরও বেশি মানুষ ৷ মৃত্যু হয়েছে প্রায় 1 লাখ 24 হাজার জনের ৷ অন্যদিকে অ্যামেরিকায়, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 11 লাখ ৷ মারা গেছেন প্রায় 58 হাজার জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.