ETV Bharat / international

কেবল কার দুর্ঘটনায় ইতালিতে 14 জনের মৃত্যু

ইতালিতে কেবল কার ভেঙে পড়ে 14 জন পর্যটকের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় এক শিশু প্রাণে বেঁচে গিয়েছে ৷ নিহতদের মধ্যে 6 জন ইজরায়েলের নাগরিক ছিলেন ৷

14-killed-in-italy-cable-car-crash
কেবল কার দুর্ঘটনায় ইতালিতে 14 জনের মৃত্যু
author img

By

Published : May 24, 2021, 1:24 PM IST

রোম, 24 মে : উত্তর ইতালির স্ট্রেসা শহরে কেবল কার ভেঙে পড়ে 14 জন পর্যটকের মৃত্যু হল ৷ রবিবার উত্তর ইতালিতে অবস্থিত হ্রদগুলির মনোরম দৃশ্য দেখানোর জন্য কেবল কারে করে পাহাড়ের উপরে পর্যটকদের নিয়ে যাওয়া হয়েছিল ৷ সেখানে কেবল কারের তার ছিঁড়ে, তা মাটিতে আছড়ে পড়ে ৷

এই দুর্ঘটনায় এক শিশু প্রাণে বেঁচে গিয়েছে ৷ সে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ তার শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছে ৷ জানা গিয়েছে, নিহতদের মধ্যে 6 জন ইজরায়েলের বাসিন্দা ৷ যার মধ্যে 4 জন একই পরিবারের সদস্য ছিলেন, তাঁরা ইতালিতে বসবাস করতেন ৷ ইজরায়েলের বিদেশমন্ত্রকের তরফে এমনটা জানানো হয়েছে ৷

আরও পড়ুন : খারাপ আবহাওয়ার কারণে চিনে পাহাড়ি ম্যারাথনে মৃত্যু 21 অ্যাথলিটের

তবে, নিহত বাকি দু’জন একে অপরকে চিনতেন কি না তা জানা যায়নি ৷ এই দুর্ঘটনা নিয়ে স্ট্রেসা শহরের মেয়র জানিয়েছেন, কেবল কারের একটি তার নষ্ট হয়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ কেবল কারটি মাটিতে আছড়ে পড়ার আগে হাওয়ায় তিনবার পাল্টি খেয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে ৷ সেই সঙ্গে কয়েকজন পর্যটক কেবল কার থেকে ছিটকে পড়ে যান ৷ এই দুর্ঘটনার তদন্ত করতে ইতালি সরকার একটি কমিশন গঠন করেছে ৷

রোম, 24 মে : উত্তর ইতালির স্ট্রেসা শহরে কেবল কার ভেঙে পড়ে 14 জন পর্যটকের মৃত্যু হল ৷ রবিবার উত্তর ইতালিতে অবস্থিত হ্রদগুলির মনোরম দৃশ্য দেখানোর জন্য কেবল কারে করে পাহাড়ের উপরে পর্যটকদের নিয়ে যাওয়া হয়েছিল ৷ সেখানে কেবল কারের তার ছিঁড়ে, তা মাটিতে আছড়ে পড়ে ৷

এই দুর্ঘটনায় এক শিশু প্রাণে বেঁচে গিয়েছে ৷ সে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ তার শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছে ৷ জানা গিয়েছে, নিহতদের মধ্যে 6 জন ইজরায়েলের বাসিন্দা ৷ যার মধ্যে 4 জন একই পরিবারের সদস্য ছিলেন, তাঁরা ইতালিতে বসবাস করতেন ৷ ইজরায়েলের বিদেশমন্ত্রকের তরফে এমনটা জানানো হয়েছে ৷

আরও পড়ুন : খারাপ আবহাওয়ার কারণে চিনে পাহাড়ি ম্যারাথনে মৃত্যু 21 অ্যাথলিটের

তবে, নিহত বাকি দু’জন একে অপরকে চিনতেন কি না তা জানা যায়নি ৷ এই দুর্ঘটনা নিয়ে স্ট্রেসা শহরের মেয়র জানিয়েছেন, কেবল কারের একটি তার নষ্ট হয়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ কেবল কারটি মাটিতে আছড়ে পড়ার আগে হাওয়ায় তিনবার পাল্টি খেয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে ৷ সেই সঙ্গে কয়েকজন পর্যটক কেবল কার থেকে ছিটকে পড়ে যান ৷ এই দুর্ঘটনার তদন্ত করতে ইতালি সরকার একটি কমিশন গঠন করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.