ETV Bharat / international

"ঘরে ঢুকে মেরেছি", পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্য পাকিস্তানের মন্ত্রীর - পুলওয়ামা হামলা

ঘরে ঢুকে ভারতকে মেরেছি । পাকিস্তানের সংসদে পুলওয়ামার বিষয়ে মন্তব্য করতে গিয়ে একথা বললেন পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরি ।

Pulwama
Pulwama
author img

By

Published : Oct 29, 2020, 5:36 PM IST

Updated : Oct 29, 2020, 5:57 PM IST

ইসলামাবাদ, 29 অক্টোবর : পুলওয়ামা হামলার দায় কার, এ নিয়ে বারবারই প্রশ্ন তুলেছে ভারত । অভিযোগের আঙুল উঠেছে পাকিস্তানের দিকেই । সেই দায় কি স্বীকার করল তারা ? পাকিস্তানের সংসদে পুলওয়ামা হামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে পাকিস্তানের মন্ত্রী বলেন, ঘরে ঢুকে ভারতকে মেরেছি । আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তানের মদতকে কার্যত স্বীকৃতি দিলেন তিনি ।

পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরি পাকিস্তানের সংসদে 2019-র পুলওয়ামা হামলার বিষয়ে মন্তব্য করেন । তিনি বলেন, "আমরা ভারতকে ঘরে ঢুকে মেরেছি । পুলওয়ামায় আমাদের সাফল্য, ইমরান খানের নেতৃত্বে মানুষের সাফল্য সমান । আপনি এবং আমরা প্রত্যেকে এই সাফল্যের অংশীদার । "

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং সেনা প্রধানের সঙ্গে বিতর্ক হয় বিরোধী নেতা আয়াজ় সাদিকের । নিয়ন্ত্রণ রেখায় ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিমান নিয়েই চলছিল বিতর্ক । সেসময়েই এমন মন্তব্য করেন পাকিস্তানের ওই মন্ত্রী ।

2019-র 14 ফেব্রুয়ারি ভারতের ইতিহাসে একটি অন্ধকার দিন । ভালোবাসার দিনে রক্তে লাল হয়েছিল কাশ্মীর উপত্যকা । বিস্ফোরণে শহিদ হয়েছিলেন 40 জন ভারতীয় জওয়ান । তাঁদের মৃত্যুতে ক্ষোভ ছড়িয়েছিল দেশে । পুলওয়ামা হামলার চার্জশিট ইতিমধ্যেই কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে । তারই মধ্যে আজ এ'কথা বললেন ফাওয়াদ ।

ইসলামাবাদ, 29 অক্টোবর : পুলওয়ামা হামলার দায় কার, এ নিয়ে বারবারই প্রশ্ন তুলেছে ভারত । অভিযোগের আঙুল উঠেছে পাকিস্তানের দিকেই । সেই দায় কি স্বীকার করল তারা ? পাকিস্তানের সংসদে পুলওয়ামা হামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে পাকিস্তানের মন্ত্রী বলেন, ঘরে ঢুকে ভারতকে মেরেছি । আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তানের মদতকে কার্যত স্বীকৃতি দিলেন তিনি ।

পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরি পাকিস্তানের সংসদে 2019-র পুলওয়ামা হামলার বিষয়ে মন্তব্য করেন । তিনি বলেন, "আমরা ভারতকে ঘরে ঢুকে মেরেছি । পুলওয়ামায় আমাদের সাফল্য, ইমরান খানের নেতৃত্বে মানুষের সাফল্য সমান । আপনি এবং আমরা প্রত্যেকে এই সাফল্যের অংশীদার । "

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং সেনা প্রধানের সঙ্গে বিতর্ক হয় বিরোধী নেতা আয়াজ় সাদিকের । নিয়ন্ত্রণ রেখায় ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিমান নিয়েই চলছিল বিতর্ক । সেসময়েই এমন মন্তব্য করেন পাকিস্তানের ওই মন্ত্রী ।

2019-র 14 ফেব্রুয়ারি ভারতের ইতিহাসে একটি অন্ধকার দিন । ভালোবাসার দিনে রক্তে লাল হয়েছিল কাশ্মীর উপত্যকা । বিস্ফোরণে শহিদ হয়েছিলেন 40 জন ভারতীয় জওয়ান । তাঁদের মৃত্যুতে ক্ষোভ ছড়িয়েছিল দেশে । পুলওয়ামা হামলার চার্জশিট ইতিমধ্যেই কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে । তারই মধ্যে আজ এ'কথা বললেন ফাওয়াদ ।

Last Updated : Oct 29, 2020, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.