তেহরান, 8 জানুয়ারি : তেহরানে ভেঙে পড়ল ইউক্রেনের বিমান ৷ 180 জন আরোহী সহ বুধবার বিমানটি ভেঙে পড়ে ৷
ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছিল বিমানটি ৷ যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে ৷
তেহরানের দক্ষিণ-পশ্চিম এলাকায় বিমানটি ভেঙে পড়েছে ৷ পৌঁছেছে তদন্তকারী দল ৷ বোয়িং 737-800 বিমানটি তেহরানের সময় ভোর 6.12 মিনিট নাগাদ রওনা দিয়েছিল ৷