শেনজ়ান, 15 অগাস্ট : বিক্ষোভে কয়েকমাস ধরে উত্তাল হংকং ৷ গতকাল সকালেও বিমানবন্দরের গেটে শতাধিক বিক্ষোভকারী জড়ো হন ৷ তাঁদের কড়া বার্তা দিতে চিনের আধাসেনা হংকং সীমান্তের কাছে একটি স্টেডিয়ামে ইতিমধ্যেই জড়ো হয়েছে ৷ গত মঙ্গলবার থেকে হংকং বিমানবন্দরে শুরু হয়েছে বিমান পরিষেবা ৷ কিন্তু নির্দিষ্ট সময়ের বদলে অনেক দেরিতে বিমানগুলো একে একে বন্দর ছাড়ে ৷ যার জেরে যাত্রীরা তুমুল বিক্ষোভ দেখান ৷ স্থানীয় সংবাদসংস্থা সূ্ত্রে খবর, হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়, দ্রুত বিমানের পরিবর্তিত সময়সূচি জানানো হবে ৷ এরপরই যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন ৷
হংকং-এ বিক্ষোভের জেরে বিগত কয়েকদিন ধরেই চিনের আধাসেনা বাহিনী পিপলস আর্মড পুলিশ (PAP) শেনজ়ান শহরে জড়ো হচ্ছে ৷ এই বাহিনী চিনের কেন্দ্রীয় সেনা কমিশনের অধীনে ৷ যার শীর্ষে রয়েছেন প্রেসিডেন্ট শি-জিনপিং ৷ মূলত বিক্ষোভ ঠেকাতেই আধা সেনাবাহিনী শহরে পাঠানো হচ্ছে বলে অনেকে মনে করেছেন ৷
আরও পড়ুন: কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে নিরাপত্তা পরিষদে চিঠি চিনের
যদিও, হংকং-র সংবিধান অনুযায়ী, নগর প্রশাসন প্রয়োজনে চিনের সেনাবাহিনীর সাহায্য চাইতে পারে ৷ শহরে যদি দাঙা বাধে, আইন-শৃঙ্খলা ভেঙে পড়ে যা প্রশাসনের সামাল দেওয়ার বাইরে, তখন প্রশাসন চিনের সেনার সাহায্য চাইতে পারে ৷
আরও পড়ুন: জয়শংকরের সঙ্গে বৈঠক পম্পেওর, উঠল ইরান ও S-৪০০ প্রসঙ্গ
উল্লেখ্য জুনে হংকংয়ে একটি বন্দি প্রত্যার্পণ বিলকে ঘিরে আশান্তির সূত্রপাত ৷ বিলে বলা হয়েছে, হংকংয়ে কেউ কোনও অপরাধ করলে চিনের মূল ভূখণ্ডে তার বিচার করা যাবে ৷ এরপরই হংকংবাসীরা মনে করেন, কেউ চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালে কড়া শাস্তি দিতেই এই বিল আনা হয়েছে ৷ এই বিল প্রত্যাহারের দাবিতেই হংকংয়ে শুরু হয়েছে বিক্ষোভ ৷