ETV Bharat / international

অশান্ত হংকং, বিক্ষোভকারীদের বার্তা দিতে নামল আধাসেনা - হংকং-এ নামল চিনের আধাসেনা

বিক্ষোভে কয়েকমাস ধরে উত্তাল হংকং ৷ গতকাল সকালেও বিমানবন্দরের গেটে শতাধিক বিক্ষোভকারী জড়ো হন ৷ তাঁদের কড়া বার্তা দিতে চিনের আধাসেনা হংকং সীমান্তের কাছে একটি স্টেডিয়ামে ইতিমধ্যেই জড়ো হয়েছে ৷

হংকং বিমানবন্দরে বিক্ষোভকারীদের বিক্ষোভ - ফাইল ছবি
author img

By

Published : Aug 15, 2019, 10:35 PM IST

শেনজ়ান, 15 অগাস্ট : বিক্ষোভে কয়েকমাস ধরে উত্তাল হংকং ৷ গতকাল সকালেও বিমানবন্দরের গেটে শতাধিক বিক্ষোভকারী জড়ো হন ৷ তাঁদের কড়া বার্তা দিতে চিনের আধাসেনা হংকং সীমান্তের কাছে একটি স্টেডিয়ামে ইতিমধ্যেই জড়ো হয়েছে ৷ গত মঙ্গলবার থেকে হংকং বিমানবন্দরে শুরু হয়েছে বিমান পরিষেবা ৷ কিন্তু নির্দিষ্ট সময়ের বদলে অনেক দেরিতে বিমানগুলো একে একে বন্দর ছাড়ে ৷ যার জেরে যাত্রীরা তুমুল বিক্ষোভ দেখান ৷ স্থানীয় সংবাদসংস্থা সূ্ত্রে খবর, হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়, দ্রুত বিমানের পরিবর্তিত সময়সূচি জানানো হবে ৷ এরপরই যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন ৷

হংকং-এ বিক্ষোভের জেরে বিগত কয়েকদিন ধরেই চিনের আধাসেনা বাহিনী পিপলস আর্মড পুলিশ (PAP) শেনজ়ান শহরে জড়ো হচ্ছে ৷ এই বাহিনী চিনের কেন্দ্রীয় সেনা কমিশনের অধীনে ৷ যার শীর্ষে রয়েছেন প্রেসিডেন্ট শি-জিনপিং ৷ মূলত বিক্ষোভ ঠেকাতেই আধা সেনাবাহিনী শহরে পাঠানো হচ্ছে বলে অনেকে মনে করেছেন ৷

আরও পড়ুন: কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে নিরাপত্তা পরিষদে চিঠি চিনের

যদিও, হংকং-র সংবিধান অনুযায়ী, নগর প্রশাসন প্রয়োজনে চিনের সেনাবাহিনীর সাহায্য চাইতে পারে ৷ শহরে যদি দাঙা বাধে, আইন-শৃঙ্খলা ভেঙে পড়ে যা প্রশাসনের সামাল দেওয়ার বাইরে, তখন প্রশাসন চিনের সেনার সাহায্য চাইতে পারে ৷

আরও পড়ুন: জয়শংকরের সঙ্গে বৈঠক পম্পেওর, উঠল ইরান ও S-৪০০ প্রসঙ্গ

উল্লেখ্য জুনে হংকংয়ে একটি বন্দি প্রত্যার্পণ বিলকে ঘিরে আশান্তির সূত্রপাত ৷ বিলে বলা হয়েছে, হংকংয়ে কেউ কোনও অপরাধ করলে চিনের মূল ভূখণ্ডে তার বিচার করা যাবে ৷ এরপরই হংকংবাসীরা মনে করেন, কেউ চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালে কড়া শাস্তি দিতেই এই বিল আনা হয়েছে ৷ এই বিল প্রত্যাহারের দাবিতেই হংকংয়ে শুরু হয়েছে বিক্ষোভ ৷

শেনজ়ান, 15 অগাস্ট : বিক্ষোভে কয়েকমাস ধরে উত্তাল হংকং ৷ গতকাল সকালেও বিমানবন্দরের গেটে শতাধিক বিক্ষোভকারী জড়ো হন ৷ তাঁদের কড়া বার্তা দিতে চিনের আধাসেনা হংকং সীমান্তের কাছে একটি স্টেডিয়ামে ইতিমধ্যেই জড়ো হয়েছে ৷ গত মঙ্গলবার থেকে হংকং বিমানবন্দরে শুরু হয়েছে বিমান পরিষেবা ৷ কিন্তু নির্দিষ্ট সময়ের বদলে অনেক দেরিতে বিমানগুলো একে একে বন্দর ছাড়ে ৷ যার জেরে যাত্রীরা তুমুল বিক্ষোভ দেখান ৷ স্থানীয় সংবাদসংস্থা সূ্ত্রে খবর, হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়, দ্রুত বিমানের পরিবর্তিত সময়সূচি জানানো হবে ৷ এরপরই যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন ৷

হংকং-এ বিক্ষোভের জেরে বিগত কয়েকদিন ধরেই চিনের আধাসেনা বাহিনী পিপলস আর্মড পুলিশ (PAP) শেনজ়ান শহরে জড়ো হচ্ছে ৷ এই বাহিনী চিনের কেন্দ্রীয় সেনা কমিশনের অধীনে ৷ যার শীর্ষে রয়েছেন প্রেসিডেন্ট শি-জিনপিং ৷ মূলত বিক্ষোভ ঠেকাতেই আধা সেনাবাহিনী শহরে পাঠানো হচ্ছে বলে অনেকে মনে করেছেন ৷

আরও পড়ুন: কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে নিরাপত্তা পরিষদে চিঠি চিনের

যদিও, হংকং-র সংবিধান অনুযায়ী, নগর প্রশাসন প্রয়োজনে চিনের সেনাবাহিনীর সাহায্য চাইতে পারে ৷ শহরে যদি দাঙা বাধে, আইন-শৃঙ্খলা ভেঙে পড়ে যা প্রশাসনের সামাল দেওয়ার বাইরে, তখন প্রশাসন চিনের সেনার সাহায্য চাইতে পারে ৷

আরও পড়ুন: জয়শংকরের সঙ্গে বৈঠক পম্পেওর, উঠল ইরান ও S-৪০০ প্রসঙ্গ

উল্লেখ্য জুনে হংকংয়ে একটি বন্দি প্রত্যার্পণ বিলকে ঘিরে আশান্তির সূত্রপাত ৷ বিলে বলা হয়েছে, হংকংয়ে কেউ কোনও অপরাধ করলে চিনের মূল ভূখণ্ডে তার বিচার করা যাবে ৷ এরপরই হংকংবাসীরা মনে করেন, কেউ চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালে কড়া শাস্তি দিতেই এই বিল আনা হয়েছে ৷ এই বিল প্রত্যাহারের দাবিতেই হংকংয়ে শুরু হয়েছে বিক্ষোভ ৷

Agra (Uttar Pradesh), Aug 15 (ANI): Rajesh Sehgal, a businessman in Uttar Pradesh, came to the rescue of 21 prisoners who were overstaying in Agra District Jail despite serving their full sentence due to their failure to pay penalties. The businessman paid the penalties worth Rs 1,73,000 of the 21 prisoners who were then released on Independence Day. "We are thankful to Rajesh Sehgal Ji. Because of him, the 21 prisoners are able to celebrate RakshaBandhan and IndependenceDay with their family," said Shashikant Mishra, Superintendent of Agra District Jail.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.