ETV Bharat / international

পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে হামলা, নিহত 9 - terrorist attack

Terrorist attack at Pakistan stock exchange building
পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে জঙ্গি হামলা
author img

By

Published : Jun 29, 2020, 11:29 AM IST

Updated : Jun 29, 2020, 1:19 PM IST

11:25 June 29

পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে জঙ্গি হামলা ৷ করাচি পুলিশ সূত্রে খবর, খতম করা হয়েছে হামলাকারী 4 জঙ্গিকেই ৷

করাচি, 29 জুন : পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে জঙ্গি হামলা ৷ হামলাকারী 4 জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানিয়েছেন করাচি পুলিশের প্রধান গুলাম নবি মেমন। ঘটনায় পুলিশের এক সাব ইন্সপেক্টর ও চার নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে।   

সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ সকালে আচমকা PSX বিল্ডিংয়ে ঢুকে পড়ে চার জঙ্গি ৷ সেখানে গ্রেনেড হামলা চালায় ৷ পাশাপাশি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ।  

পুলিশ জানিয়েছে, প্রথমে তারা মেইন গেটের সামনে গ্রেনেড ফেলে ৷ বিল্ডিংয়ে থাকা মানুষকে পিছনের দরজা দিয়ে বের করে আনা হয় ৷ চার জঙ্গিকেই খতম করা হয়েছে।  

ঘটনার পর বিল্ডিংয়ের আশপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে৷

Last Updated : Jun 29, 2020, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.