ETV Bharat / international

Afghanistan : আফগানরা যেন দেশ না ছাড়েন, ইমাম এবং ধর্মপ্রচারকদের সক্রিয় হতে নির্দেশ তালিবানের - তালিবানের ধর্মীয় উপদেশ জারি

আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি কাবুল ছেড়ে পালানোর পরেই ভেঙে পড়ে সেদেশের গণতান্ত্রিক সরকার ৷ সেই সঙ্গে আফগান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে জয় ঘোষণা করে তালিবান ৷ তালিবানি সন্ত্রাসের ভয়ে নাগরিকরা দলে দলে কাবুল বিমানবন্দরে ভিড় করছেন ৷ এই পরিস্থিতি থেকে বাঁচতে শয়ে শয়ে মানুষ আফগানিস্তান ছেড়ে যাওয়ার চেষ্টা করছে ৷

taliban-ask-imams-to-urge-afghans-not-to-leave-nation
আফগানরা যাতে দেশ না ছাড়ে, ইমাম এবং ধর্মপ্রচারকদের নির্দেশ তালিবানের
author img

By

Published : Aug 20, 2021, 1:03 PM IST

কাবুল, 20 অগস্ট : আফগানরা যাতে দেশ ছেড়ে চলে না যান, তা নিশ্চিত করতে এবার ইমাম এবং ধর্মপ্রচারকদের হাতিয়ার করল তালিবানরা ৷ শুক্রবার এক ধর্মীয় উপদেশ জারি করে আফগানিস্তানের ইমাম এবং ধর্মপ্রচারকদের একটি নির্দেশ দেওয়া হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, আফগান নাগরিকরা যাতে তাঁরা দেশ ছেড়ে চলে না যান, তা বোঝাতে হবে ইমাম এবং ধর্মপ্রচারকদের ৷ প্রসঙ্গত, গত রবিবার আফগান সরকারের পতন এবং জঙ্গি সংগঠন তালিবানের কাবুল দখলের পর আফগানরা বাধ্য হয়ে দেশ ত্যাগ করছেন ৷ যা রুখতে এই নির্দেশিকা জারি করা হয়েছে তালিবানের তরফে ৷ প্রসঙ্গত, পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে এই নির্দেশিকার জারি করা হয়েছে ৷

গত রবিবার আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি কাবুল ছেড়ে পালিয়ে যাওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেদেশের গণতান্ত্রিক সরকার ৷ যার কয়েক মুহূর্ত পরেই কাবুলে রাষ্ট্রপতি ভবন, সংসদ-সহ সকল সরকারি বিভাগের দখল নেয় তালিবান জঙ্গিরা ৷ সেই সঙ্গে আফগান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে জয় ঘোষণা করে তালিবান ৷ এর পর থেকে চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়েছে গোটা আফগানিস্তানে ৷ তালিবানি সন্ত্রাসের ভয়ে নাগরিকরা দলে দলে কাবুল বিমানবন্দরে ভিড় করছেন ৷ সেই ভিড়কে রুখতে তালিবানদের তরফে এলোপাথাড়ি গুলিও চালানো হয় ৷ এমনকি সাধারণ নাগরিকদের বাড়িতে ঢুকে চলছে তালিবানের সন্ত্রাস ৷ ইতিমধ্যেই আফগান মহিলাদের উপর শরিয়তি আইনের জোরে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে জঙ্গি সংগঠনটি ৷ এই পরিস্থিতি থেকে বাঁচতে শয়ে শয়ে মানুষ আফগানিস্তান ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন ৷

আরও পড়ুন : Afghanistan Crisis : বিমানের চাকায় লেগে থাকা দেহাবশেষ 19 বছরের আফগান ফুটবলারের

তালিবানরা কাবুল দখলের অন্তত 10 দিন আগে থেকে বিশ্বের অন্যান্য দেশের তরফে তাদের রাষ্ট্রদূত-সহ সব নাগরিক এবং সরকারি কর্মীদের নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত তারা অন্তত 7 হাজার মার্কিনি নাগরিকদের এয়ারলিফ্ট করেছে ৷ অন্যদিকে, তালিবানরা সরকার গঠনের জন্য আফগানিস্তানের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে ৷ যার মধ্যে গত পরশুদিন কাবুলে প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করে তালিবানের শাখা সংগঠন হক্কানি জঙ্গি সংগঠনের নেতা আনাস হক্কানি ৷

কাবুল, 20 অগস্ট : আফগানরা যাতে দেশ ছেড়ে চলে না যান, তা নিশ্চিত করতে এবার ইমাম এবং ধর্মপ্রচারকদের হাতিয়ার করল তালিবানরা ৷ শুক্রবার এক ধর্মীয় উপদেশ জারি করে আফগানিস্তানের ইমাম এবং ধর্মপ্রচারকদের একটি নির্দেশ দেওয়া হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, আফগান নাগরিকরা যাতে তাঁরা দেশ ছেড়ে চলে না যান, তা বোঝাতে হবে ইমাম এবং ধর্মপ্রচারকদের ৷ প্রসঙ্গত, গত রবিবার আফগান সরকারের পতন এবং জঙ্গি সংগঠন তালিবানের কাবুল দখলের পর আফগানরা বাধ্য হয়ে দেশ ত্যাগ করছেন ৷ যা রুখতে এই নির্দেশিকা জারি করা হয়েছে তালিবানের তরফে ৷ প্রসঙ্গত, পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে এই নির্দেশিকার জারি করা হয়েছে ৷

গত রবিবার আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি কাবুল ছেড়ে পালিয়ে যাওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেদেশের গণতান্ত্রিক সরকার ৷ যার কয়েক মুহূর্ত পরেই কাবুলে রাষ্ট্রপতি ভবন, সংসদ-সহ সকল সরকারি বিভাগের দখল নেয় তালিবান জঙ্গিরা ৷ সেই সঙ্গে আফগান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে জয় ঘোষণা করে তালিবান ৷ এর পর থেকে চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়েছে গোটা আফগানিস্তানে ৷ তালিবানি সন্ত্রাসের ভয়ে নাগরিকরা দলে দলে কাবুল বিমানবন্দরে ভিড় করছেন ৷ সেই ভিড়কে রুখতে তালিবানদের তরফে এলোপাথাড়ি গুলিও চালানো হয় ৷ এমনকি সাধারণ নাগরিকদের বাড়িতে ঢুকে চলছে তালিবানের সন্ত্রাস ৷ ইতিমধ্যেই আফগান মহিলাদের উপর শরিয়তি আইনের জোরে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে জঙ্গি সংগঠনটি ৷ এই পরিস্থিতি থেকে বাঁচতে শয়ে শয়ে মানুষ আফগানিস্তান ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন ৷

আরও পড়ুন : Afghanistan Crisis : বিমানের চাকায় লেগে থাকা দেহাবশেষ 19 বছরের আফগান ফুটবলারের

তালিবানরা কাবুল দখলের অন্তত 10 দিন আগে থেকে বিশ্বের অন্যান্য দেশের তরফে তাদের রাষ্ট্রদূত-সহ সব নাগরিক এবং সরকারি কর্মীদের নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত তারা অন্তত 7 হাজার মার্কিনি নাগরিকদের এয়ারলিফ্ট করেছে ৷ অন্যদিকে, তালিবানরা সরকার গঠনের জন্য আফগানিস্তানের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে ৷ যার মধ্যে গত পরশুদিন কাবুলে প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করে তালিবানের শাখা সংগঠন হক্কানি জঙ্গি সংগঠনের নেতা আনাস হক্কানি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.