ETV Bharat / international

কোরোনায় আক্রান্ত পাকিস্তানের আরও 7 ক্রিকেটার

পাকিস্তান ক্রিকেট দলের আরও সাতজন ক্রিকেটার কোরোনায় আক্রান্ত । গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে একথা জানানো হয় ।

pak
pak
author img

By

Published : Jun 24, 2020, 12:25 AM IST

করাচি, 24 জুন : কোরোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের আরও সাতজন ক্রিকেটর । কাশিফ ভাট্টি, মহম্মদ হাসনায়েন, ফাখর জ়ামান, মহম্মদ রিজ়ওয়ান, ইমরান খান, মহম্মদ হাফিজ় ও ওয়াহাব রিয়াজ় সংক্রমিত হয়েছেন। PCB প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত 10 জন ক্রিকেটর COVID-19 পজ়িটিভ ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের CEO ওয়াসিম খান গতকাল সাংবাদিক বৈঠক করেন । সেখানে তিনি বলেন, “পরিস্থিতি ভালো নয় । 10 জন যুবক এবং ফিট খেলোয়াড় অসুস্থ হলেন । যদি খেলোয়াড়রাও আক্রান্ত হন তবে যে কেউ আক্রান্ত হতে পারেন । একজন সাপোর্ট স্টাফ সদস্য মালাং আলিও কোরোনায় আক্রান্ত ।”

ওই খেলোয়াড় এবং আধিকারিকরা লাহোরে রয়েছেন । 25 জুন আরও একবার পরীক্ষা করা হবে । পরবর্তী দল ঘোষণা করা হবে রিপোর্ট আসার পরদিনই । প্রসঙ্গত, 28 জুন ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান৷ ওয়াসিম বলেন, “এই পরিস্থিতিতে আমাদের ভয় পেলে চলবে না । আমাদের হাতে সময় রয়েছে ।”

এর আগে পাকিস্তান ক্রিকেট দলের হায়দার আলি, শাদাব খান, হরিস রউফ কোরোনায় আক্রান্ত হন । তাঁদের মধ্যে কোরোনা সংক্রমণের কোনও উপসর্গ ছিল না । সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সেই তথ্য নিশ্চিত করা হয় । অন্যদিকে, ইমাদ ওয়াসিম এবং উসমান শিনওয়ারির কোরোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে ।

করাচি, 24 জুন : কোরোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের আরও সাতজন ক্রিকেটর । কাশিফ ভাট্টি, মহম্মদ হাসনায়েন, ফাখর জ়ামান, মহম্মদ রিজ়ওয়ান, ইমরান খান, মহম্মদ হাফিজ় ও ওয়াহাব রিয়াজ় সংক্রমিত হয়েছেন। PCB প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত 10 জন ক্রিকেটর COVID-19 পজ়িটিভ ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের CEO ওয়াসিম খান গতকাল সাংবাদিক বৈঠক করেন । সেখানে তিনি বলেন, “পরিস্থিতি ভালো নয় । 10 জন যুবক এবং ফিট খেলোয়াড় অসুস্থ হলেন । যদি খেলোয়াড়রাও আক্রান্ত হন তবে যে কেউ আক্রান্ত হতে পারেন । একজন সাপোর্ট স্টাফ সদস্য মালাং আলিও কোরোনায় আক্রান্ত ।”

ওই খেলোয়াড় এবং আধিকারিকরা লাহোরে রয়েছেন । 25 জুন আরও একবার পরীক্ষা করা হবে । পরবর্তী দল ঘোষণা করা হবে রিপোর্ট আসার পরদিনই । প্রসঙ্গত, 28 জুন ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান৷ ওয়াসিম বলেন, “এই পরিস্থিতিতে আমাদের ভয় পেলে চলবে না । আমাদের হাতে সময় রয়েছে ।”

এর আগে পাকিস্তান ক্রিকেট দলের হায়দার আলি, শাদাব খান, হরিস রউফ কোরোনায় আক্রান্ত হন । তাঁদের মধ্যে কোরোনা সংক্রমণের কোনও উপসর্গ ছিল না । সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সেই তথ্য নিশ্চিত করা হয় । অন্যদিকে, ইমাদ ওয়াসিম এবং উসমান শিনওয়ারির কোরোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.