কলম্বো, 25 এপ্রিল: আবারও বিস্ফোরণ কলম্বোয় । আজ সকালে কলম্বোর পূর্ব দিকের একটি শহরে বিস্ফোরণ হয় । শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের জেরে কোনও প্রাণহানি হয়নি ।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেন, পুগোডার ম্যাজিস্ট্রেট কোর্টের থেকে 40 কিমি দূরে একটি ফাঁকা জমিতে বিস্ফোরণটি হয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটা কোনও পরিকল্পিত বিস্ফোরণ নয় ।
গত রবিবারের বিস্ফোরণের পর থেকেই আতঙ্কে রয়েছে কলম্বোর মানুষ । তারপর আজকের এই বিস্ফোরণ নতুন করে আতঙ্ক ছড়ায় । উল্লেখ্য, শ্রীলঙ্কায় বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 359 জন মানুষের । জখম প্রায় 500-র বেশি ।