ETV Bharat / international

ফের বিস্ফোরণ কলম্বোয় - police

আজ সকালে শ্রীলঙ্কার রাজধানীর পূর্ব দিকে বিস্ফোরণ হয় । এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 25, 2019, 12:41 PM IST

কলম্বো, 25 এপ্রিল: আবারও বিস্ফোরণ কলম্বোয় । আজ সকালে কলম্বোর পূর্ব দিকের একটি শহরে বিস্ফোরণ হয় । শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের জেরে কোনও প্রাণহানি হয়নি ।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেন, পুগোডার ম্যাজিস্ট্রেট কোর্টের থেকে 40 কিমি দূরে একটি ফাঁকা জমিতে বিস্ফোরণটি হয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটা কোনও পরিকল্পিত বিস্ফোরণ নয় ।

গত রবিবারের বিস্ফোরণের পর থেকেই আতঙ্কে রয়েছে কলম্বোর মানুষ । তারপর আজকের এই বিস্ফোরণ নতুন করে আতঙ্ক ছড়ায় । উল্লেখ্য, শ্রীলঙ্কায় বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 359 জন মানুষের । জখম প্রায় 500-র বেশি ।

কলম্বো, 25 এপ্রিল: আবারও বিস্ফোরণ কলম্বোয় । আজ সকালে কলম্বোর পূর্ব দিকের একটি শহরে বিস্ফোরণ হয় । শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের জেরে কোনও প্রাণহানি হয়নি ।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেন, পুগোডার ম্যাজিস্ট্রেট কোর্টের থেকে 40 কিমি দূরে একটি ফাঁকা জমিতে বিস্ফোরণটি হয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটা কোনও পরিকল্পিত বিস্ফোরণ নয় ।

গত রবিবারের বিস্ফোরণের পর থেকেই আতঙ্কে রয়েছে কলম্বোর মানুষ । তারপর আজকের এই বিস্ফোরণ নতুন করে আতঙ্ক ছড়ায় । উল্লেখ্য, শ্রীলঙ্কায় বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 359 জন মানুষের । জখম প্রায় 500-র বেশি ।

Fatehpur Sikri (UP), Apr 15 (ANI): Congress president Rahul Gandhi along with general secretary for Uttar Pradesh (East) Priyanka Gandhi and general secretary for Uttar Pradesh (West) Jyotiraditya Scindia flagged off 'NYAY Prachar Vahan' on Monday in UP's Fatehpur Sikri. Congress Uttar Pradesh chief Raj Babbar was also present there. Raj Babbar is contesting from Fatehpur Sikri seat, while Rahul Gandhi is contesting from UP's Amethi seat as well as Kerala's Wayanad seat.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.