ETV Bharat / international

পাকিস্তানের রাটোডেরো শহরে 900 নাবালক HIV পজ়িটিভ - 900 শিশু এইচআইভি পজিটিভ

এপ্রিল থেকে শহরের 1100 নাগরিকের দেহে HIV পজ়িটিভ ভাইরাস পাওয়া গেছে ৷ তার মধ্যে 900 জনের বয়স 12 বছরের নিচে ৷ ওই শহরের জনসংখ্যা অনুযায়ী, প্রতি 200 জনে একজন HIV আক্রান্ত ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Oct 27, 2019, 7:33 AM IST

ইসলামাবাদ, 27 অক্টোবর : HIV নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানে রাটোডেরো শহরে ৷ চলতি বছরে শহরের 900 নাবালকের শরীরে HIV (হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস) পজ়িটিভ ভাইরাস পাওয়া গেছে ৷ HIV আক্রান্ত নাবালকরা জ্বরে ভুগতে থাকায়, চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না ৷ সবমিলিয়ে এই নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান প্রশাসন ৷

চলতি বছরের এপ্রিলে HIV আক্রান্তের বিষয়টি প্রথম সামনে আসে ৷ সেইসময় স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, মুজ়াফ্ফর ঘাংরো নামে একজন চিকিৎসক একই সিরিঞ্জ বারবার ব্যবহার করায় এমন ঘটনা ঘটেছে ৷ এপ্রিল থেকে শহরের 1100 নাগরিকের দেহে HIV পজ়িটিভ ভাইরাস পাওয়া গেছে ৷ তার মধ্যে 900 জনের বয়স 12 বছরের নিচে ৷ ওই শহরের জনসংখ্যা অনুযায়ী, প্রতি 200 জনে একজন HIV আক্রান্ত ৷ স্বাস্থ্য দপ্তরের আশঙ্কা, সঠিক তথ্য এর থেকেও বেশি ৷

স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আক্রান্তের তথ্য নিতে এসে জানতে পারেন, বেশিরভাগ শিশুর চিকিৎসা করেছেন ওই চিকিৎসক ৷ বেশিরভাগ গরিব পরিবার তাঁর কাছেই চিকিৎসা করান ৷

স্থানীয় এক সাংবাদিক চলতি বছরের এপ্রিলে প্রথম বিষয়টি সামনে আনেন ৷ তাঁর সন্তানদেরও চিকিৎসা করতেন মুজ়াফ্ফর ৷ স্থানীয় এক শ্রমিক বলেন, তাঁর চার সন্তান HIV আক্রান্ত ৷ তার মধ্যে দু'জন মারা গেছে ৷ সন্তানদের চিকিৎসা করতেন মুজ়াফ্ফর ৷ ওই শ্রমিক বলেন, "ওষুধের দাম দেওয়ার জন্য আমি ও আমার স্ত্রী উপোস করে থেকেছি ৷ চিকিৎসক বলতেন, আমার কাছে চিকিৎসা করাতে না পারলে অন্য জায়গায় চলে যাও ৷"

মুজ়াফ্ফর ঘাংরোকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তবে এখনও কোনও শাস্তি হয়নি ৷ তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, কখনও একই সিরিঞ্জ বারবার ব্যবহার করেননি ৷

রাটোডেরো শহরের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলছেন, এত সংখ্যক মানুষের HIV আক্রান্ত হওয়ায় শুধুমাত্র একজন চিকিৎসক সম্ভবত দায়ি হতে পারেন না ৷ অনেক চিকিৎসক একই সিরিঞ্জ ব্যবহার করে থাকতে পারেন ৷ এমনকী, স্যালোঁতে নাপিতরা একই ব্লেড ব্যবহার করে থাকতে পারেন ৷

শুধুমাত্র রাটোডেরো শহরে নয় ৷ পাকিস্তান জুড়েই HIV পজ়িটিভ জীবাণু আক্রান্তের মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ রাষ্ট্রসংঘের সংস্থা UNAIDS জানিয়েছে, 2010 সাল থেকে 2018 সালের মধ্যে HIV আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়ে 1 লাখ 60 হাজার ৷

ইসলামাবাদ, 27 অক্টোবর : HIV নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানে রাটোডেরো শহরে ৷ চলতি বছরে শহরের 900 নাবালকের শরীরে HIV (হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস) পজ়িটিভ ভাইরাস পাওয়া গেছে ৷ HIV আক্রান্ত নাবালকরা জ্বরে ভুগতে থাকায়, চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না ৷ সবমিলিয়ে এই নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান প্রশাসন ৷

চলতি বছরের এপ্রিলে HIV আক্রান্তের বিষয়টি প্রথম সামনে আসে ৷ সেইসময় স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, মুজ়াফ্ফর ঘাংরো নামে একজন চিকিৎসক একই সিরিঞ্জ বারবার ব্যবহার করায় এমন ঘটনা ঘটেছে ৷ এপ্রিল থেকে শহরের 1100 নাগরিকের দেহে HIV পজ়িটিভ ভাইরাস পাওয়া গেছে ৷ তার মধ্যে 900 জনের বয়স 12 বছরের নিচে ৷ ওই শহরের জনসংখ্যা অনুযায়ী, প্রতি 200 জনে একজন HIV আক্রান্ত ৷ স্বাস্থ্য দপ্তরের আশঙ্কা, সঠিক তথ্য এর থেকেও বেশি ৷

স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আক্রান্তের তথ্য নিতে এসে জানতে পারেন, বেশিরভাগ শিশুর চিকিৎসা করেছেন ওই চিকিৎসক ৷ বেশিরভাগ গরিব পরিবার তাঁর কাছেই চিকিৎসা করান ৷

স্থানীয় এক সাংবাদিক চলতি বছরের এপ্রিলে প্রথম বিষয়টি সামনে আনেন ৷ তাঁর সন্তানদেরও চিকিৎসা করতেন মুজ়াফ্ফর ৷ স্থানীয় এক শ্রমিক বলেন, তাঁর চার সন্তান HIV আক্রান্ত ৷ তার মধ্যে দু'জন মারা গেছে ৷ সন্তানদের চিকিৎসা করতেন মুজ়াফ্ফর ৷ ওই শ্রমিক বলেন, "ওষুধের দাম দেওয়ার জন্য আমি ও আমার স্ত্রী উপোস করে থেকেছি ৷ চিকিৎসক বলতেন, আমার কাছে চিকিৎসা করাতে না পারলে অন্য জায়গায় চলে যাও ৷"

মুজ়াফ্ফর ঘাংরোকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তবে এখনও কোনও শাস্তি হয়নি ৷ তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, কখনও একই সিরিঞ্জ বারবার ব্যবহার করেননি ৷

রাটোডেরো শহরের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলছেন, এত সংখ্যক মানুষের HIV আক্রান্ত হওয়ায় শুধুমাত্র একজন চিকিৎসক সম্ভবত দায়ি হতে পারেন না ৷ অনেক চিকিৎসক একই সিরিঞ্জ ব্যবহার করে থাকতে পারেন ৷ এমনকী, স্যালোঁতে নাপিতরা একই ব্লেড ব্যবহার করে থাকতে পারেন ৷

শুধুমাত্র রাটোডেরো শহরে নয় ৷ পাকিস্তান জুড়েই HIV পজ়িটিভ জীবাণু আক্রান্তের মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ রাষ্ট্রসংঘের সংস্থা UNAIDS জানিয়েছে, 2010 সাল থেকে 2018 সালের মধ্যে HIV আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়ে 1 লাখ 60 হাজার ৷

New Delhi, Oct 26 (ANI): Congress leader Rashid Alvi reacted on Shiv Sena's 50-50 formula over the Chief Minister post in Maharashtra. He said, "In the given situation, Shiv Sena has all right to choose Chief Minister of their choice. The Shiv Sena has performed better than the Bharatiya Janata Party in Maharashtra." Congress leader supported the Shiv Sena's 50-50 formula to run government for 2.5 years each.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.