ইসলামাবাদ, 12 জুলাই: আগে ভারত, পরে পাকিস্তান । ভারত যদি পিছিয়ে না যায়, পাকিস্তান কেন এগোবে? ভারত যদি সীমান্তবর্তী বায়ুসেনা ঘাঁটি থেকে বিমান সরিয়ে না নেয়, তাহলে পাকিস্তানও ভারতীয়দের আকাশপথে যাতায়াতের জন্য আকাশসীমা খুলে দেবে না । পাকিস্তানের অসামরিক বিমান সচিব শাহরুখ নুসরত সে দেশের সংসদীয় কমিটিকে এমনটাই জানালেন ।
জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে গত 26 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসবাদী সংগঠন ‘জইশ-ই-মহম্মদে’র প্রশিক্ষণ ঘাঁটির উপর যুদ্ধবিমান নিয়ে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। তার পর দিন থেকেই (27 ফেব্রুয়ারি) পাকিস্তান তার আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। ওই সীমা পেরিয়ে ভারতীয় উড়ানগুলির যাওয়া-আসা নিষিদ্ধ হয়ে যায়।
নুসরত কমিটিকে জানিয়েছেন, ভারতের তরফে আকাশসীমা খুলে দিতে অনুরোধ জানানো হয়েছিল, এর পরিপ্রেক্ষিতেই সীমান্তবর্তী বায়ুসেনা ঘাঁটি থেকে দিল্লিকে যুদ্ধবিমান সরিয়ে নিতে বলা হয়েছে ।
সীমান্তবর্তী বায়ুসেনা ঘাঁটিতে ভারতীয় বিমান থাকলে বাণিজ্যিক প্রয়োজনে ইসলামাবাদ আকাশসীমা খুলে দেবে না বলেই জানান তিনি।
গত মাসেই পাকিস্তানের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির VVIP উড়ানের জন্য আকাশসীমা ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছিল পাকিস্তান । যদিও পাক আকাশসীমা এড়িয়েই কিরঘিজস্তান পৌঁছান প্রধানমন্ত্রী । পাক আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকেও। পাক আকাশসীমা বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ছে দেশের বিমান পরিষেবা ।