ইসলামাবাদ, 13 সেপ্টেম্বর : ফের মুখ পুড়ল ইমরান খান সরকারের ৷ পাকিস্তানের চেয়ে ভারতকে সারা বিশ্বের মানুষ অনেক বেশি বিশ্বাস করেন, কাশ্মীর ইশু নিয়ে এই মন্তব্য করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইজ়াজ় আহমেদ শাহ৷ 58টি দেশ কাশ্মীর ইশুতে পাকিস্তানকে সমর্থন করে, ইমরানের এই মন্তব্যের পরই শাহের মন্তব্যে কার্যত আরও বেশি সম্মানহানি হল পাকিস্তানের ৷
একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "পাকিস্তানের চেয়ে সারা বিশ্বের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য ভারত ৷ ভারতকে সারা বিশ্ব পাকিস্তানের চেয়ে অনেক বেশি বিশ্বাস করে ৷ জামাত-উদ-দাওয়া অর্থাৎ হাফিজ় সইদের সংগঠনকে অর্থের জোগানও দেয় পাকিস্তান ৷"
পাকিস্তানের মন্ত্রী তথা প্রাক্তন ব্রিগেডিয়ার ইজ়াজ় আহমেদ শাহকে কাশ্মীর ইশু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আন্তর্জাতিক স্তরে কাশ্মীর নিয়ে সমর্থন জোগাড় করতে পারেনি তাঁর দেশ ৷ আরও বলেন, "ইসলামাবাদের বদলে দিল্লিতেই আস্থা রাখছে গোটা বিশ্ব ৷"
পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমরা বলছি ওরা কারফিউ বসিয়েছে ৷ ওষুধ মিলছে না ৷ কিন্তু সারা বিশ্বের মানুষ আমাদের বিশ্বাস করছে না ৷''