ETV Bharat / international

সারা বিশ্ব পাকিস্তানের চেয়ে ভারতকে অনেক বেশি বিশ্বাস করে, মন্তব্য পাকিস্তানের মন্ত্রীর - জম্মু-কাশ্মীর

পাকিস্তানের চেয়ে বেশই গ্রহণযোগ্য ভারত ৷ কাশ্মীর ইশুতে একথা বললেন পাকিস্তানের মন্ত্রী ৷

সারা বিশ্ব পাকিস্তানের চেয়ে ভারতকে অনেক বেশি বিশ্বাস করে, মন্তব্য পাকিস্তানের মন্ত্রীর
author img

By

Published : Sep 13, 2019, 8:46 PM IST

ইসলামাবাদ, 13 সেপ্টেম্বর : ফের মুখ পুড়ল ইমরান খান সরকারের ৷ পাকিস্তানের চেয়ে ভারতকে সারা বিশ্বের মানুষ অনেক বেশি বিশ্বাস করেন, কাশ্মীর ইশু নিয়ে এই মন্তব্য করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইজ়াজ় আহমেদ শাহ৷ 58টি দেশ কাশ্মীর ইশুতে পাকিস্তানকে সমর্থন করে, ইমরানের এই মন্তব্যের পরই শাহের মন্তব্যে কার্যত আরও বেশি সম্মানহানি হল পাকিস্তানের ৷

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "পাকিস্তানের চেয়ে সারা বিশ্বের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য ভারত ৷ ভারতকে সারা বিশ্ব পাকিস্তানের চেয়ে অনেক বেশি বিশ্বাস করে ৷ জামাত-উদ-দাওয়া অর্থাৎ হাফিজ় সইদের সংগঠনকে অর্থের জোগানও দেয় পাকিস্তান ৷"

পাকিস্তানের মন্ত্রী তথা প্রাক্তন ব্রিগেডিয়ার ইজ়াজ় আহমেদ শাহকে কাশ্মীর ইশু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আন্তর্জাতিক স্তরে কাশ্মীর নিয়ে সমর্থন জোগাড় করতে পারেনি তাঁর দেশ ৷ আরও বলেন, "ইসলামাবাদের বদলে দিল্লিতেই আস্থা রাখছে গোটা বিশ্ব ৷"

পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমরা বলছি ওরা কারফিউ বসিয়েছে ৷ ওষুধ মিলছে না ৷ কিন্তু সারা বিশ্বের মানুষ আমাদের বিশ্বাস করছে না ৷''

ইসলামাবাদ, 13 সেপ্টেম্বর : ফের মুখ পুড়ল ইমরান খান সরকারের ৷ পাকিস্তানের চেয়ে ভারতকে সারা বিশ্বের মানুষ অনেক বেশি বিশ্বাস করেন, কাশ্মীর ইশু নিয়ে এই মন্তব্য করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইজ়াজ় আহমেদ শাহ৷ 58টি দেশ কাশ্মীর ইশুতে পাকিস্তানকে সমর্থন করে, ইমরানের এই মন্তব্যের পরই শাহের মন্তব্যে কার্যত আরও বেশি সম্মানহানি হল পাকিস্তানের ৷

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "পাকিস্তানের চেয়ে সারা বিশ্বের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য ভারত ৷ ভারতকে সারা বিশ্ব পাকিস্তানের চেয়ে অনেক বেশি বিশ্বাস করে ৷ জামাত-উদ-দাওয়া অর্থাৎ হাফিজ় সইদের সংগঠনকে অর্থের জোগানও দেয় পাকিস্তান ৷"

পাকিস্তানের মন্ত্রী তথা প্রাক্তন ব্রিগেডিয়ার ইজ়াজ় আহমেদ শাহকে কাশ্মীর ইশু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আন্তর্জাতিক স্তরে কাশ্মীর নিয়ে সমর্থন জোগাড় করতে পারেনি তাঁর দেশ ৷ আরও বলেন, "ইসলামাবাদের বদলে দিল্লিতেই আস্থা রাখছে গোটা বিশ্ব ৷"

পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমরা বলছি ওরা কারফিউ বসিয়েছে ৷ ওষুধ মিলছে না ৷ কিন্তু সারা বিশ্বের মানুষ আমাদের বিশ্বাস করছে না ৷''

Panaji (Goa), Sep 13 (ANI): A 16-year-old boy created a record by becoming the youngest person to clear 14 levels of the Sanskrit Shashtra Tenali Pariksha. Prime Minister Narendra Modi also congratulated the teenager, Priyavrata, for becoming the youngest person to pass the Maha Pariksha. While speaking to ANI, the young boy said, "I want to be like my father by teaching others whatever I've learned and take the legacy forward,"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.