ইসলামাবাদ, 21 এপ্রিল : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে "নতুন" উপায়ের কথা বললেন পাকিস্তানের এক রাজনীতিক । তাঁর মন্তব্যের ভিডিয়ো টুইটারে আপলোড হওয়ার খুব কম সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় । শুধুমাত্র মুখ-নাক নয়, পা-ও ঢেকে রাখার পরামর্শ দিলেন তিনি যাতে ভাইরাস তলা দিয়ে না ঢুকে যেতে পারে !
পাকিস্তানের প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচারে সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ান সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করেন । সেখানে কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তিনি পাকিস্তানিদের উদ্দেশ্যে একাধিক পরামর্শ দেন । সেখানেই ভাইরাসের সংক্রমণ আটকাতে পা ঢেকে রাখার পরামর্শ দেন তিনি । নাইলা ইনায়ত নামের একজন সাংবাদিক যিনি ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন , ভিডিয়োটি টুইটারে আপলোড করেন ।
ভিডিয়োয় আওয়ানকে পাকিস্তানিদের পরামর্শ দিতে শোনা যায় । তিনি বলেন, “শুধু মুখ ঢাকলে হবে না । পা’ও ঢেকে রাখতে হবে নাহলে ভাইরাস নিচে দিয়ে ঢুকে যেতে পারে । এটি একটি মেডিকেল সায়েন্স ।” তাঁর এই মন্তব্য সাড়া ফেলে নেটিজ়েনদের মধ্যে । 2500-র বেশি ভিউ এবং 4 হাজারের বেশি লাইক পড়ে ভিডিয়োটিতে ।
-
Virus can enter neechay se, explains Firdous Ashiq Awan. 😳 pic.twitter.com/RziF4vW1lG
— Naila Inayat नायला इनायत (@nailainayat) April 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Virus can enter neechay se, explains Firdous Ashiq Awan. 😳 pic.twitter.com/RziF4vW1lG
— Naila Inayat नायला इनायत (@nailainayat) April 18, 2020Virus can enter neechay se, explains Firdous Ashiq Awan. 😳 pic.twitter.com/RziF4vW1lG
— Naila Inayat नायला इनायत (@nailainayat) April 18, 2020
শনিবারের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে কোরোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত 7,638 । পাকিস্তানের অর্থনীতি এবং স্বাস্থ্যব্যবস্থা নিয়ে জাতীয় স্তরে আলোচনা হয় । প্রধানমন্ত্রী ইমরান খানও একটি সাংবাদিক বৈঠক করেন । সেখানে তিনি সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দেন । মে-র মাঝামাঝি সময়ে সবথেকে বেশি বাড়তে পারে আক্রান্তে সংখ্যা, এই কথাও জানান ইমরান খান । এরপরেই আওয়ানের এই ভিডিয়োটি প্রকাশ্যে আসে ।