ETV Bharat / international

"পাকিস্তান সন্ত্রাসবাদের স্নায়ুকেন্দ্র", রাষ্ট্রসংঘে মন্তব্য ভারতীয় রাষ্ট্রদূতের - ভারতীয় রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি

রাষ্ট্রসংঘে ইসলামবাদের কড়া সমালোচনা করলেন ভারতের স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি ৷ তিনি মন্তব্য করেন, আন্তর্জাতিক স্তরে তালিকাভুক্ত সর্বাধিক সংখ্যক সন্ত্রাসবাদীদের ও জঙ্গি সংগঠনগুলির ঘর পাকিস্তান ৷

T S Tirumurti
টি এস তিরুমূর্তি
author img

By

Published : Aug 4, 2020, 12:30 PM IST

নিউ ইয়র্ক, 4 অগাস্ট : বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলিকে আশ্রয় দেওয়ার জন্য রাষ্ট্রসংঘে পাকিস্তানের কড়া সমালোচনা করলেন ভারতের স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি ৷ তিনি মন্তব্য করেন, আন্তর্জাতিক স্তরে তালিকাভুক্ত সর্বাধিক সংখ্যক সন্ত্রাসবাদী ও জঙ্গি সংগঠনগুলির ঘর পাকিস্তান ৷ একটি সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিরুমূর্তি জানান, জামাত-উদ-দাওয়া, লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন- এর মতো জঙ্গি গোষ্ঠীগুলি এখনও পাকিস্তান থেকে তাদের কাজ চালিয়ে যাচ্ছে ৷ তিরুমূর্তি বলেন, "পাকিস্তান যে সন্ত্রাসবাদের স্নায়ুকেন্দ্র তা খুব ভালো করেই জানা ৷ জামাত-উদ-দাওয়া, লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন-সহ আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত সর্বাধিক সংখ্যক সন্ত্রাসবাদী ও জঙ্গি সংগঠনগুলির ঘর পাকিস্তান ৷ তারা পাকিস্তান থেকে তাদের কাজ চালিয়ে যাচ্ছে ৷ বিদেশে সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি বার বার রাষ্ট্রসংঘ ও তার রিপোর্টে উঠে এসেছে ৷ "

সংবাদসংস্থার সঙ্গে কথা বলার সময় ISIS - এর কার্যকলাপের উপর রাষ্ট্রসংঘের যে বিশ্লেষণ ও নজরদারি দল কাজ করছিল তার 26 তম রিপোর্টের উল্লেখ করেন টি এস তিরুমূর্তি ৷ তিনি বলেন, "আল-কায়দা ও ISIS-এর মতো জঙ্গি সংগঠনগুলির উৎপত্তি যে পাকিস্তান থেকেই হয়েছে তা পরিষ্কার ৷" এছাড়াও রাষ্ট্রসংঘের ওই রিপোর্টে এমন অনেক ঘটনার উল্লেখ রয়েছে যা থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি প্রমাণ হয় বলে জানান তিরুমূর্তি ৷

টি এস তিরুমূর্তি বলেন, "এই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, জঙ্গি সংগঠনগুলির নেতৃত্বে পাকিস্তানিরা রয়েছে ৷ উদাহারণস্বরূপ, রিপোর্টে আলকায়দার যে নেতার নাম উল্লেখ করা হয়েছে সে পাকিস্তানের নাগরিক ৷ ISIS-এর প্রাক্তন নেতা ও বর্তমান যে দায়িত্বে রয়েছে তারা দু'জনও যে পাকিস্তানের নাগরিক তা রিপোর্টে স্পষ্ট করে উল্লিখিত ৷ "

রাষ্ট্রসংঘের এই রিপোর্ট থেকে জানা যায়, আনুমানিক 6 হাজার-6 হাজার 500 পাকিস্তানি জঙ্গি তাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানে রয়েছে ৷ তাদের বেশিরভাগই তেহরিক-ই-তালিবান পাকিস্তান -এর হয়ে কাজ করছে ৷ যা দুই দেশের পক্ষেই আতঙ্কের কারণ ৷ তিরুমূর্তি জানান, মে-তে প্রকাশিত আরও রিপোর্টে উল্লেখ করা হয় যে, লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের মতো পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির বহু জঙ্গি আফগানিস্তানে রয়েছে ৷ আর সেখানে সন্ত্রাসবাদী হামলাগুলির সঙ্গে জড়িত রয়েছে ৷

তিরুমূর্তি বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও স্বীকার করেছেন যে, পাকিস্তানে 40 হাজারের মতো জঙ্গি রয়েছে ৷ আর তারা প্রতিবেশী দেশগুলিতে হামলা চালাচ্ছে ৷ " তিনি জানান, সম্প্রতি কোরোনা মোকাবিলায় যে বাধাগুলির সম্মুখীন হতে হচ্ছে তা নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন হয় ৷ সেখানে স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে, যে দেশগুলি বিশ্বব্যপী চিহ্নিত জঙ্গি ও জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে লড়াই করছে তাদের অব্যহতি দেওয়া দরকার ৷ আর এর ফলে ভারতের অবস্থান সত্য প্রমাণিত হয় ৷

নিউ ইয়র্ক, 4 অগাস্ট : বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলিকে আশ্রয় দেওয়ার জন্য রাষ্ট্রসংঘে পাকিস্তানের কড়া সমালোচনা করলেন ভারতের স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি ৷ তিনি মন্তব্য করেন, আন্তর্জাতিক স্তরে তালিকাভুক্ত সর্বাধিক সংখ্যক সন্ত্রাসবাদী ও জঙ্গি সংগঠনগুলির ঘর পাকিস্তান ৷ একটি সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিরুমূর্তি জানান, জামাত-উদ-দাওয়া, লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন- এর মতো জঙ্গি গোষ্ঠীগুলি এখনও পাকিস্তান থেকে তাদের কাজ চালিয়ে যাচ্ছে ৷ তিরুমূর্তি বলেন, "পাকিস্তান যে সন্ত্রাসবাদের স্নায়ুকেন্দ্র তা খুব ভালো করেই জানা ৷ জামাত-উদ-দাওয়া, লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন-সহ আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত সর্বাধিক সংখ্যক সন্ত্রাসবাদী ও জঙ্গি সংগঠনগুলির ঘর পাকিস্তান ৷ তারা পাকিস্তান থেকে তাদের কাজ চালিয়ে যাচ্ছে ৷ বিদেশে সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি বার বার রাষ্ট্রসংঘ ও তার রিপোর্টে উঠে এসেছে ৷ "

সংবাদসংস্থার সঙ্গে কথা বলার সময় ISIS - এর কার্যকলাপের উপর রাষ্ট্রসংঘের যে বিশ্লেষণ ও নজরদারি দল কাজ করছিল তার 26 তম রিপোর্টের উল্লেখ করেন টি এস তিরুমূর্তি ৷ তিনি বলেন, "আল-কায়দা ও ISIS-এর মতো জঙ্গি সংগঠনগুলির উৎপত্তি যে পাকিস্তান থেকেই হয়েছে তা পরিষ্কার ৷" এছাড়াও রাষ্ট্রসংঘের ওই রিপোর্টে এমন অনেক ঘটনার উল্লেখ রয়েছে যা থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি প্রমাণ হয় বলে জানান তিরুমূর্তি ৷

টি এস তিরুমূর্তি বলেন, "এই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, জঙ্গি সংগঠনগুলির নেতৃত্বে পাকিস্তানিরা রয়েছে ৷ উদাহারণস্বরূপ, রিপোর্টে আলকায়দার যে নেতার নাম উল্লেখ করা হয়েছে সে পাকিস্তানের নাগরিক ৷ ISIS-এর প্রাক্তন নেতা ও বর্তমান যে দায়িত্বে রয়েছে তারা দু'জনও যে পাকিস্তানের নাগরিক তা রিপোর্টে স্পষ্ট করে উল্লিখিত ৷ "

রাষ্ট্রসংঘের এই রিপোর্ট থেকে জানা যায়, আনুমানিক 6 হাজার-6 হাজার 500 পাকিস্তানি জঙ্গি তাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানে রয়েছে ৷ তাদের বেশিরভাগই তেহরিক-ই-তালিবান পাকিস্তান -এর হয়ে কাজ করছে ৷ যা দুই দেশের পক্ষেই আতঙ্কের কারণ ৷ তিরুমূর্তি জানান, মে-তে প্রকাশিত আরও রিপোর্টে উল্লেখ করা হয় যে, লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের মতো পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির বহু জঙ্গি আফগানিস্তানে রয়েছে ৷ আর সেখানে সন্ত্রাসবাদী হামলাগুলির সঙ্গে জড়িত রয়েছে ৷

তিরুমূর্তি বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও স্বীকার করেছেন যে, পাকিস্তানে 40 হাজারের মতো জঙ্গি রয়েছে ৷ আর তারা প্রতিবেশী দেশগুলিতে হামলা চালাচ্ছে ৷ " তিনি জানান, সম্প্রতি কোরোনা মোকাবিলায় যে বাধাগুলির সম্মুখীন হতে হচ্ছে তা নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন হয় ৷ সেখানে স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে, যে দেশগুলি বিশ্বব্যপী চিহ্নিত জঙ্গি ও জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে লড়াই করছে তাদের অব্যহতি দেওয়া দরকার ৷ আর এর ফলে ভারতের অবস্থান সত্য প্রমাণিত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.