ETV Bharat / international

ইসলামাবাদ সহ ৫টি বিমানবন্দর থেকে অসামরিক বিমান ওঠা-নামা বন্ধ

author img

By

Published : Feb 27, 2019, 3:24 PM IST

ইসলামাবাদ সহ ৫টি বিমানবন্দর থেকে অসামরিক বিমান ওঠা-নামা বন্ধ করল পাকিস্তান। এই বিমানবন্দরগুলি থেকে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ANI।

ফাইল ফোটো

ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি : লাহোর, মুলতান, ফয়সালাবাদ, শিয়াকোট ও ইসলামাবাদ বিমানবন্দর থেকে অসামরিক বিমান ওঠা-নামা বন্ধ করল পাকিস্তান। এই বিমানবন্দরগুলি থেকে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ANI।

পাকিস্তান প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ভারত-পাকিস্তান বিমান পরিষেবা ব্যাহত হবে বলে জানা গেছে।

গতকাল ভোররাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের বালাকোট, মুজ়াফ্ফরাবাদ ও চাকোঠিতে অভিযান চালায় বায়ুসেনা। বোমাবর্ষণ করে ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। নিকেশ হয় ৩০০-র বেশি পাকিস্তানি জঙ্গি।

ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি : লাহোর, মুলতান, ফয়সালাবাদ, শিয়াকোট ও ইসলামাবাদ বিমানবন্দর থেকে অসামরিক বিমান ওঠা-নামা বন্ধ করল পাকিস্তান। এই বিমানবন্দরগুলি থেকে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ANI।

পাকিস্তান প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ভারত-পাকিস্তান বিমান পরিষেবা ব্যাহত হবে বলে জানা গেছে।

গতকাল ভোররাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের বালাকোট, মুজ়াফ্ফরাবাদ ও চাকোঠিতে অভিযান চালায় বায়ুসেনা। বোমাবর্ষণ করে ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। নিকেশ হয় ৩০০-র বেশি পাকিস্তানি জঙ্গি।

New Delhi, Feb 27 (ANI): While addressing at the National Youth Festival 2019, Prime Minister Narendra Modi said, "During 16th Lok Sabha, average productivity was 85%, nearly 205 bills were passed. The 16th Lok Sabha worked 20% more, in comparison to 15th Lok Sabha. While, Rajya Sabha's performance was only 8%."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.