ম্যানিল (ফিলিপিন্স), 20 ডিসেম্বর : গত সপ্তাহে ফিলিপিন্সে আছড়ে পড়া টাইফুন রাইয়ের প্রভাবে এখনও পর্যন্ত 208 জনের মৃত্যু হয়েছে ৷ এমনকি বহু মানুষ নিখোঁজ রয়েছেন শক্তিশালী ওই টাইফুনের পর থেকে ৷ ফিলিপিন্স প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কম করে 50 জনের বেশি মানুষ নিখোঁজ (Over 50 People Still Missing After Typhoon Rai Hits Philippines) রয়েছেন ৷ তাঁদের খোঁজ চালাচ্ছে প্রশাসন ৷
ফিলিপিন্সের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, টাইফুন রাইয়ের জেরে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মধ্য ভিসায়াস অঞ্চলে ৷ সেখানে 129 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ এর পর পশ্চিম ভিসায়াসে 22 জনের মৃত্যু হয়েছে ৷ ম্যানিল বুলেটিনে প্রকাশিত খবর অনুযায়ী, ফিলিপাইন জাতীয় পুলিশের মুখপাত্র কর্নেল রোডরিক অগাস্টাস আলবা এই তথ্য দিয়েছেন ৷ ওই সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, টাইফুনের কারণে ফিলিপিন্সের কারাগায় 10 জন, উত্তর মিন্দানাওে 7 জন এবং জাম্বোয়াংগায় 1 জনের মৃত্যু হয়েছে ৷
আরও পড়ুন : Cyclone Jawad Effects : জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টি, প্রবল ক্ষতির মুখে রাজ্যের চাষিরা
সোমবার সকালে ফিলিপাইন পুলিশের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, 208 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে (Death Toll Rises in Philippines for Typhoon Rai) ৷ প্রায় 239 জন আহত হয়েছেন এবং এখনও পর্যন্ত 52 জনের নিখোঁজ হওয়ার তথ্য পুলিশের কাছে রয়েছে ৷ টাইফুন রাইয়ের জেরে এখনও 1 লক্ষ 80 হাজার 800 জন ঘরছাড়া রয়েছে ৷ এমনকি প্রায় 3000 এলাকা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে ৷ ফিলিপিন্সের জাতীয় বিপর্যয় বিভাগের তরফে জানানো হয়েছে, গত 16 ডিসেম্বল টাইফুন রাই (Typhoon Rai Hits Philippines) আঘাত করার পর থেকে মোট 3 লক্ষ 32 হাজার মানুষকে নিরাপদ স্থানে উদ্ধার করা হয়েছে ৷