ETV Bharat / international

অস্ট্রেলিয়ায় পাঁচ মাসে প্রথমবার একদিনে কোরোনা সংক্রমণের সংখ্যা শূন্য - Australia news

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার রাত আটটা থেকে গতকাল রাত আটটা পর্যন্ত নতুন কোরোনা আক্রান্তের সংখ্যা শূন্য । যা জুন মাসের 9 তারিখ থেকে এই প্রথমবার এমন ঘটনা ঘটল । কোরোনায় ভিক্টোরিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যেও মেলেনি নতুন কোরোনা সংক্রমণের খবর ।

Australia news
অস্ট্রেলিয়ার খবর
author img

By

Published : Nov 1, 2020, 11:00 PM IST

ক্যানবেরা, 1 নভেম্বর : বিগত পাঁচ মাসে প্রথমবার আজ অস্ট্রেলিয়ায় একটাও নতুন কোরোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি । এমনই জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ ।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার রাত আটটা থেকে গতকাল রাত আটটা পর্যন্ত নতুন কোরোনা আক্রান্তের সংখ্যা শূন্য । যা জুন মাসের 9 তারিখ থেকে এই প্রথমবার এমন ঘটনা ঘটল । কোরোনায় ভিক্টোরিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যেও মেলেনি নতুন কোরোনা সংক্রমণের খবর । অস্ট্রেলিয়ায় মোট আক্রান্তের সংখ্যা 27,590 জন । সেখানে ওই রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 20,346 জন । স্বাস্থ্য মন্ত্রী গ্রেগ হান্ট টুইট করে জানান, "এই সাফল্যে স্বাস্থ্যকর্মীদের এবং সর্বোপরি অস্ট্রেলিয়ান জনগণকে ধন্যবাদ ।"

ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ কোরোনা মোকাবিলায় কঠোর নিয়ম অনুসরণ করার জন্য রাজ্যের ছয় মিলিয়ন মানুষের প্রশংসা করেছেন । তিনি বলেন, "কোভিড নর্মাল খ্রিস্টমাসে ভালো অবস্থায় থাকব ।" এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় কোরোনার জেরে মৃত্যুর সংখ্যা 907 জন ।

ক্যানবেরা, 1 নভেম্বর : বিগত পাঁচ মাসে প্রথমবার আজ অস্ট্রেলিয়ায় একটাও নতুন কোরোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি । এমনই জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ ।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার রাত আটটা থেকে গতকাল রাত আটটা পর্যন্ত নতুন কোরোনা আক্রান্তের সংখ্যা শূন্য । যা জুন মাসের 9 তারিখ থেকে এই প্রথমবার এমন ঘটনা ঘটল । কোরোনায় ভিক্টোরিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যেও মেলেনি নতুন কোরোনা সংক্রমণের খবর । অস্ট্রেলিয়ায় মোট আক্রান্তের সংখ্যা 27,590 জন । সেখানে ওই রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 20,346 জন । স্বাস্থ্য মন্ত্রী গ্রেগ হান্ট টুইট করে জানান, "এই সাফল্যে স্বাস্থ্যকর্মীদের এবং সর্বোপরি অস্ট্রেলিয়ান জনগণকে ধন্যবাদ ।"

ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ কোরোনা মোকাবিলায় কঠোর নিয়ম অনুসরণ করার জন্য রাজ্যের ছয় মিলিয়ন মানুষের প্রশংসা করেছেন । তিনি বলেন, "কোভিড নর্মাল খ্রিস্টমাসে ভালো অবস্থায় থাকব ।" এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় কোরোনার জেরে মৃত্যুর সংখ্যা 907 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.