ক্রাইস্টচার্চ, ১৫ মার্চ : নিউজ়িল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে চলল গুলি। কমপক্ষে ছ'জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্রাইস্টচার্চের সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে প্রশাসন। সাধারণ মানুষকে এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই গুলি চালানোর ঘটনা ঘটে। সেসময় মসজিদ চত্বরে ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। তাঁরা অল্পের জন্য রক্ষা পান।
এই ঘটনার পর প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্দান তাঁর পরবর্তী অনুষ্ঠানগুলি বাতিল করেছেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, "নিউজ়িল্যান্ডবাসীর জন্য এটা কালো দিন। এই ধরনের হিংসা ক্ষমাহীন। পুলিশ একজনকে ধরেছে। তবে, এর থেকে বেশি তথ্য আমি জানি না। খোঁজ চালাচ্ছি।"