ETV Bharat / international

ভারত ও আফগানিস্তানের মধ্যে MoU - New Development Partnership

উপস্থিত ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার, আফগানিস্তানের অর্থমন্ত্রী মুস্তাফা মস্তুর, উচ্চশিক্ষামন্ত্রী আবদুল তাওয়াব বালাকারজাই এবং উপশিক্ষামন্ত্রী আবদুল রাউফ ।

The MoU was signed between India and Afghanistan
The MoU was signed between India and Afghanistan
author img

By

Published : Jul 5, 2020, 10:32 PM IST

কাবুল (আফগানিস্তান), 5 জুলাই : রবিবার ভারত ও আফগানিস্তানেরমধ্যে 5টি MoU হল । আফগানিস্তানের নুরিস্তান, ফারাহ, বাদাখশান এবং কাপিসা এই চারটি জায়গারশিক্ষাগত পরিকাঠামো উন্নতির জন্য এই MoU

উপস্থিত ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার, আফগানিস্তানের অর্থমন্ত্রী মুস্তাফামস্তুর, উচ্চশিক্ষামন্ত্রী আবদুল তাওয়াব বালাকারজাই এবং উপশিক্ষামন্ত্রীআবদুল রাউফ ।

ভারতীয় রাষ্ট্রদূত বলেন, "হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের(HICDP) দ্বারা ভারত ও আফগানিস্তানের মধ্যে এই MoU হাওয়ায় সম্পর্ক অনেকটাই উন্নতি হবে ।"

কাবুল (আফগানিস্তান), 5 জুলাই : রবিবার ভারত ও আফগানিস্তানেরমধ্যে 5টি MoU হল । আফগানিস্তানের নুরিস্তান, ফারাহ, বাদাখশান এবং কাপিসা এই চারটি জায়গারশিক্ষাগত পরিকাঠামো উন্নতির জন্য এই MoU

উপস্থিত ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার, আফগানিস্তানের অর্থমন্ত্রী মুস্তাফামস্তুর, উচ্চশিক্ষামন্ত্রী আবদুল তাওয়াব বালাকারজাই এবং উপশিক্ষামন্ত্রীআবদুল রাউফ ।

ভারতীয় রাষ্ট্রদূত বলেন, "হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের(HICDP) দ্বারা ভারত ও আফগানিস্তানের মধ্যে এই MoU হাওয়ায় সম্পর্ক অনেকটাই উন্নতি হবে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.