ETV Bharat / international

সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন নেপালের প্রধানমন্ত্রী - Nepal's Supreme Court

সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি৷ সংসদ ভেঙে দেওয়ার তাঁর সিদ্ধান্তকে খারিজ করে দিল নেপালের শীর্ষ আদালত৷ মঙ্গলবার এই সংক্রান্ত এক রায়ে নেপালের সুপ্রিম কোর্ট সেদেশের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভকে ফের বলবৎ করেছে৷ আর সরকারকে সংসদের নিম্নকক্ষের অধিবেশন 13 দিনের মধ্যে ডাকার নির্দেশ দিয়েছে৷

সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন নেপালের প্রধানমন্ত্রী
সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন নেপালের প্রধানমন্ত্রী
author img

By

Published : Feb 23, 2021, 11:26 PM IST

কাঠমান্ডু, 23 ফেব্রুয়ারি : সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি৷ সংসদ ভেঙে দেওয়ার তাঁর সিদ্ধান্তকে খারিজ করে দিল নেপালের শীর্ষ আদালত৷ মঙ্গলবার এই সংক্রান্ত এক রায়ে নেপালের সুপ্রিম কোর্ট সেদেশের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভকে ফের বলবৎ করেছে৷ আর সরকারকে সংসদের নিম্নকক্ষের অধিবেশন 13 দিনের মধ্যে ডাকার নির্দেশ দিয়েছে৷

নেপালের একটি স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টে এই খবর প্রকাশিত হয়েছে৷ সেখানে জানানো হয়েছে যে নেপালের প্রধান বিচারপতি চোলেন্দ্র শামসের রানার সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছে৷ এই রায়ে শুধু যে নেপালের প্রধানমন্ত্রীর সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দেওয়া হয়েছে, তাই নয়৷ একই সঙ্গে গত বছর 20 ডিসেম্বরের পর থেকে ওলি সরকার যে যে সিদ্ধান্ত নিয়েছে, সবই বাতিল করে দিয়েছে৷

নেপালের প্রধানমন্ত্রীর সেই দেশের সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের পর ব্যাপক শোরগোল পড়েছিল৷ ওই দেশেও অনেকে এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন৷ পরে নেপালের সুপ্রিম কোর্টে এই নিয়ে 13 টি আবেদন জমা পড়ে৷ তার পর আদালত সব আবেদনকারীকে মঙ্গলবার ডেকেছিল৷ সবপক্ষের উপস্থিতিতেই এই রায় দেওয়া হয় বলে ওই দেশের অন্য একটি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে৷

আরও পড়ুন : ভারত-চিনের সেনা সরানোর গতিবিধিতে কড়া নজর আমেরিকার

নেপালে এখন কেয়ারটেকার সরকার চলছে৷ সেই সরকারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি৷ গত 20 ডিসেম্বরের পর থেকে নেপালের রাস্তায় তাঁর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন বহু মানুষ৷ শাসক দলেও বিভাজন তৈরি হয় এই নিয়ে৷ ওলির সিদ্ধান্তকে অসাংবিধানিকও বলেন অনেকে৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে সেটাই সাব্যস্ত হল৷

কাঠমান্ডু, 23 ফেব্রুয়ারি : সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি৷ সংসদ ভেঙে দেওয়ার তাঁর সিদ্ধান্তকে খারিজ করে দিল নেপালের শীর্ষ আদালত৷ মঙ্গলবার এই সংক্রান্ত এক রায়ে নেপালের সুপ্রিম কোর্ট সেদেশের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভকে ফের বলবৎ করেছে৷ আর সরকারকে সংসদের নিম্নকক্ষের অধিবেশন 13 দিনের মধ্যে ডাকার নির্দেশ দিয়েছে৷

নেপালের একটি স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টে এই খবর প্রকাশিত হয়েছে৷ সেখানে জানানো হয়েছে যে নেপালের প্রধান বিচারপতি চোলেন্দ্র শামসের রানার সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছে৷ এই রায়ে শুধু যে নেপালের প্রধানমন্ত্রীর সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দেওয়া হয়েছে, তাই নয়৷ একই সঙ্গে গত বছর 20 ডিসেম্বরের পর থেকে ওলি সরকার যে যে সিদ্ধান্ত নিয়েছে, সবই বাতিল করে দিয়েছে৷

নেপালের প্রধানমন্ত্রীর সেই দেশের সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের পর ব্যাপক শোরগোল পড়েছিল৷ ওই দেশেও অনেকে এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন৷ পরে নেপালের সুপ্রিম কোর্টে এই নিয়ে 13 টি আবেদন জমা পড়ে৷ তার পর আদালত সব আবেদনকারীকে মঙ্গলবার ডেকেছিল৷ সবপক্ষের উপস্থিতিতেই এই রায় দেওয়া হয় বলে ওই দেশের অন্য একটি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে৷

আরও পড়ুন : ভারত-চিনের সেনা সরানোর গতিবিধিতে কড়া নজর আমেরিকার

নেপালে এখন কেয়ারটেকার সরকার চলছে৷ সেই সরকারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি৷ গত 20 ডিসেম্বরের পর থেকে নেপালের রাস্তায় তাঁর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন বহু মানুষ৷ শাসক দলেও বিভাজন তৈরি হয় এই নিয়ে৷ ওলির সিদ্ধান্তকে অসাংবিধানিকও বলেন অনেকে৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে সেটাই সাব্যস্ত হল৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.