ETV Bharat / international

উত্তরাখণ্ডের মালপায় কালী নদীর পাশে হেলিপ্যাড নির্মাণ নেপালের - নেপাল

ভারতের মালপার কালী নদীর পাশে হেলিপ্যাড তৈরি করল নেপাল ৷ একইসঙ্গে এই এলাকায় একটি অস্থায়ী টিনের ছাউনি তৈরির কার্যকলাপ শুরু করা হয়েছে নেপালের তরফে ৷

Nepal
নেপাল
author img

By

Published : Jun 24, 2020, 9:06 PM IST

পিথোরগড় (উত্তরাখণ্ড), 24 জুন : উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার ধারচুলা সংলগ্ন সীমান্তে গতিবিধি বাড়াল নেপাল ৷ আজ সীমান্তে ভারতের মালপার কালী নদীর পাশে হেলিপ্যাড তৈরি করে তারা ৷ একইসঙ্গে এই এলাকায় একটি অস্থায়ী টিনের ছাউনি তৈরির কার্যকলাপও শুরু করা হয়েছে নেপালের তরফে ৷

কিছুদিন আগেই নেপালের সাংসদে নতুন মানচিত্র প্রকাশ করা হয় ৷ পাশাপাশি সীমানা নির্ধারণী সংশোধনীও পাশ হয় ৷ সেই মানচিত্রে ধরচুলা, কালাপানি ও লিপুলেখকে নিজেদের অংশ হিসেবে দাবি করে নেপাল ৷ যদিও এই তিনটি জায়গা নিয়ে ভারতের সঙ্গে নেপালের সীমান্ত বিতর্ক রয়েছে ৷ আর তারপরই আজ কালী নদীর পাশে হেলিপ্যাড তৈরি করল নেপাল ৷ সেইসঙ্গে টিনের ছাউনিও তৈরি করছে তারা ৷

সূত্র অনুযায়ী, ধরচুলা থেকে তিংকর পর্যন্ত হেঁটে যাওয়ার জন্য রাস্তা তৈরি করছে নেপাল ৷ সেই রাস্তা নির্মাণের কাজে যাঁরা যুক্ত থাকবেন তাঁদের জন্যই এই টিনের ছাউনি তৈরি করা হয়েছে ৷ প্রসঙ্গত, নেপালের এই উচ্চ হিমালয় অঞ্চলগুলির মানুষ ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ৷ উচ্চ হিমালয়ের অঞ্চলে বসবাসকারীরা এখনও ধরচুলা হয়ে যাতায়াত করে ৷ তাই ভারতের উপর নির্ভরতা কমাতে এই রাস্তা তৈরি করছে নেপাল ৷ অন্যদিকে নেপালে যে কার্যকলাপ হচ্ছে তা মাথায় রেখে ভারতীয় সুরক্ষা সংস্থাগুলিও টহলদারি বাড়িয়ে দিয়েছে বলে খবর ৷

পিথোরগড় (উত্তরাখণ্ড), 24 জুন : উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার ধারচুলা সংলগ্ন সীমান্তে গতিবিধি বাড়াল নেপাল ৷ আজ সীমান্তে ভারতের মালপার কালী নদীর পাশে হেলিপ্যাড তৈরি করে তারা ৷ একইসঙ্গে এই এলাকায় একটি অস্থায়ী টিনের ছাউনি তৈরির কার্যকলাপও শুরু করা হয়েছে নেপালের তরফে ৷

কিছুদিন আগেই নেপালের সাংসদে নতুন মানচিত্র প্রকাশ করা হয় ৷ পাশাপাশি সীমানা নির্ধারণী সংশোধনীও পাশ হয় ৷ সেই মানচিত্রে ধরচুলা, কালাপানি ও লিপুলেখকে নিজেদের অংশ হিসেবে দাবি করে নেপাল ৷ যদিও এই তিনটি জায়গা নিয়ে ভারতের সঙ্গে নেপালের সীমান্ত বিতর্ক রয়েছে ৷ আর তারপরই আজ কালী নদীর পাশে হেলিপ্যাড তৈরি করল নেপাল ৷ সেইসঙ্গে টিনের ছাউনিও তৈরি করছে তারা ৷

সূত্র অনুযায়ী, ধরচুলা থেকে তিংকর পর্যন্ত হেঁটে যাওয়ার জন্য রাস্তা তৈরি করছে নেপাল ৷ সেই রাস্তা নির্মাণের কাজে যাঁরা যুক্ত থাকবেন তাঁদের জন্যই এই টিনের ছাউনি তৈরি করা হয়েছে ৷ প্রসঙ্গত, নেপালের এই উচ্চ হিমালয় অঞ্চলগুলির মানুষ ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ৷ উচ্চ হিমালয়ের অঞ্চলে বসবাসকারীরা এখনও ধরচুলা হয়ে যাতায়াত করে ৷ তাই ভারতের উপর নির্ভরতা কমাতে এই রাস্তা তৈরি করছে নেপাল ৷ অন্যদিকে নেপালে যে কার্যকলাপ হচ্ছে তা মাথায় রেখে ভারতীয় সুরক্ষা সংস্থাগুলিও টহলদারি বাড়িয়ে দিয়েছে বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.