ETV Bharat / international

কোরোনা মোকাবিলায় আপৎকালীন SAARC-তহবিল গড়ার প্রস্তাব মোদির - Covid-19

SAARC-ভুক্ত দেশগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

narendra modi in video conference with SAARC nations
সার্ক বৈঠকে নরেন্দ্র মোদি
author img

By

Published : Mar 15, 2020, 7:52 PM IST

Updated : Mar 15, 2020, 9:47 PM IST

দিল্লি, 15 মার্চ : কোরোনা মোকাবিলায় আপৎকালীন তহবিল গড়ার প্রস্তাব রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ নেতাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে এমন প্রস্তাব রাখলেন তিনি । স্বাভাবিকভাবেই মোদির এই প্রস্তাবে সম্মতি জানান অন্যান্য শিখর নেতারাও । প্রধানমন্ত্রীর প্রস্তাব, প্রাথমিকভাবে তহবিলে 10 মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় টাকায় প্রায় 74 কোটি ) দিয়ে সাহায্য করবে ভারত । এদিন প্রধানমন্ত্রী সকল শীর্ষ নেতার কাছে একজোট হয়ে কোরোনার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান । পরামর্শ দিয়েছেন সতর্ক থাকতে, অযথা আতঙ্কিত না হতে ।

আজ কোরোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান ৷ এ দিন SAARC-ভুক্ত রাষ্ট্রপ্রধানরা আলোচনা করেন কীভাবে কোরোনার মোকাবিলা করা সম্ভব, তার রূপরেখা নিয়ে । আলোচনা করেন কী কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়েও । মোদি বলেন, ‘‘ কোরেনা নিয়ে আমরা আতঙ্ক নয়, সতর্ক থাকার জন্য সাধারণ মানুষকে জানিয়েছি ৷ মানুষের মধ্যে বন্ধন বা যোগাযোগ আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থার অঙ্গ ৷ কোরোনা মোকাবিলায় আমরা প্রস্তুত ৷ দু’মাসের মধ্যে চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করে তোলা হয়েছে ৷ 1400 ভারতীয়কে বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে ৷ বিভিন্ন দেশে আমরা মোবাইল চিকিৎসক দল পাঠাচ্ছি ৷’’

narendra modi in video conference with SAARC nations
SAARC-ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সে নরেন্দ্র মোদি

এর পরই আপৎকালীন তহবিল গড়ার প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী । মোদির কথায়, ‘‘চিকিৎসক-বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত পদক্ষেপ করতে সক্ষম এমন একটি কমিটি তৈরি করা হয়েছে । চিকিৎসার কাজে প্রয়োজনীয় কিট ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে ৷ প্রয়োজনে তাঁরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাবেন ৷ ইন্টিগ্রেটেড ডিজ়িজ় সারভেলিয়েন্স পোর্টাল তৈরি করেছি, যাতে সম্ভাব্য সংক্রামকদের চিহ্নিত করা যায় ৷'' SAARC-ভুক্ত অন্যান্য দেশেকে এই সফটওয়্যার দিতে দিল্লি যে প্রস্তুত, তাও স্পষ্ট করেন তিনি । আত্মবিশ্বাসী মোদির দাবি, "কোরোনা মোকাবিলায় আমরা সফল হবই ।"

প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানান অন্যান্য রাষ্ট্রের প্রধানরাও । আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির গলাতেও শোনা যায় মোদির কথাই । তিনিও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার কথা বলেন । মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি, সার্স মোকাবিলায় দিল্লির বন্ধুত্বপূর্ণ অবস্থানের প্রশংসা করেন । যেভাবে সে বার জন্য ভারত ওষুধ-অর্থ-চিকিৎসক দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছিল, তা ভূয়সী প্রশংসা শোনা যায় সোলির গলায় । এবারও ভারতের থেকে এমনই সাহায্য পাবেন বলেও আশা প্রকাশ করেন । SAARC-ভুক্ত দেশগুলিকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ।

দিল্লি, 15 মার্চ : কোরোনা মোকাবিলায় আপৎকালীন তহবিল গড়ার প্রস্তাব রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ নেতাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে এমন প্রস্তাব রাখলেন তিনি । স্বাভাবিকভাবেই মোদির এই প্রস্তাবে সম্মতি জানান অন্যান্য শিখর নেতারাও । প্রধানমন্ত্রীর প্রস্তাব, প্রাথমিকভাবে তহবিলে 10 মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় টাকায় প্রায় 74 কোটি ) দিয়ে সাহায্য করবে ভারত । এদিন প্রধানমন্ত্রী সকল শীর্ষ নেতার কাছে একজোট হয়ে কোরোনার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান । পরামর্শ দিয়েছেন সতর্ক থাকতে, অযথা আতঙ্কিত না হতে ।

আজ কোরোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান ৷ এ দিন SAARC-ভুক্ত রাষ্ট্রপ্রধানরা আলোচনা করেন কীভাবে কোরোনার মোকাবিলা করা সম্ভব, তার রূপরেখা নিয়ে । আলোচনা করেন কী কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়েও । মোদি বলেন, ‘‘ কোরেনা নিয়ে আমরা আতঙ্ক নয়, সতর্ক থাকার জন্য সাধারণ মানুষকে জানিয়েছি ৷ মানুষের মধ্যে বন্ধন বা যোগাযোগ আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থার অঙ্গ ৷ কোরোনা মোকাবিলায় আমরা প্রস্তুত ৷ দু’মাসের মধ্যে চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করে তোলা হয়েছে ৷ 1400 ভারতীয়কে বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে ৷ বিভিন্ন দেশে আমরা মোবাইল চিকিৎসক দল পাঠাচ্ছি ৷’’

narendra modi in video conference with SAARC nations
SAARC-ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সে নরেন্দ্র মোদি

এর পরই আপৎকালীন তহবিল গড়ার প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী । মোদির কথায়, ‘‘চিকিৎসক-বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত পদক্ষেপ করতে সক্ষম এমন একটি কমিটি তৈরি করা হয়েছে । চিকিৎসার কাজে প্রয়োজনীয় কিট ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে ৷ প্রয়োজনে তাঁরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাবেন ৷ ইন্টিগ্রেটেড ডিজ়িজ় সারভেলিয়েন্স পোর্টাল তৈরি করেছি, যাতে সম্ভাব্য সংক্রামকদের চিহ্নিত করা যায় ৷'' SAARC-ভুক্ত অন্যান্য দেশেকে এই সফটওয়্যার দিতে দিল্লি যে প্রস্তুত, তাও স্পষ্ট করেন তিনি । আত্মবিশ্বাসী মোদির দাবি, "কোরোনা মোকাবিলায় আমরা সফল হবই ।"

প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানান অন্যান্য রাষ্ট্রের প্রধানরাও । আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির গলাতেও শোনা যায় মোদির কথাই । তিনিও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার কথা বলেন । মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি, সার্স মোকাবিলায় দিল্লির বন্ধুত্বপূর্ণ অবস্থানের প্রশংসা করেন । যেভাবে সে বার জন্য ভারত ওষুধ-অর্থ-চিকিৎসক দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছিল, তা ভূয়সী প্রশংসা শোনা যায় সোলির গলায় । এবারও ভারতের থেকে এমনই সাহায্য পাবেন বলেও আশা প্রকাশ করেন । SAARC-ভুক্ত দেশগুলিকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ।

Last Updated : Mar 15, 2020, 9:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.