ETV Bharat / international

Explosions in Pakistan : পাকিস্তানের শিয়ালকোট সেনা ক্যাম্পে একাধিক বিস্ফোরণ - Explosions in Pakistan

পাকিস্তানের শিয়ালকোটে সেনা ক্যাম্পে একের পর এক বিস্ফোরণ (Multiple Explosions at Sialkot Military Base in Northern Pakistan) ৷ মনে করা হচ্ছে ক্যাম্পের ভিতরে মজুত অস্ত্রভান্ডারে ওই বিস্ফোরণ হয়েছে ৷

Multiple Explosions at Sialkot Military Base in Northern Pakistan
Multiple Explosions at Sialkot Military Base in Northern Pakistan
author img

By

Published : Mar 20, 2022, 2:23 PM IST

ইসলামাবাদ, 20 মার্চ : উত্তর পাকিস্তানের শিয়ালকোটে বিস্ফোরণ ৷ পাক সংবাদমাধ্য়মে প্রকাশিত খবর অনুযায়ী, পঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরের ক্যান্টনমেন্ট এলাকায় বড় বিস্ফোরণ হয়েছে ৷ এ নিয়ে এক সাংবাদিক টুইট করেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, শিয়ালকোটে পাকিস্তান সেনার বেস ক্যাম্পে একের পর এক লাগাতার বিস্ফোরণ হয়েছে (Multiple Explosions at Sialkot Military Base in Northern Pakistan) ৷

রবিবার সকালে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহর ৷ জানা গিয়েছে, শিয়ালকোটে পাকসেনার বেস ক্যাম্পে একাধিক বিস্ফোরণ হয়েছে ৷ মূলত সেখানে মজুত বারুদে কোনওভাবে আগুন ধরে গিয়েছে ৷ আর তার জেরেই এই বিস্ফোরণ ৷ এক ভারতীয় সাংবাদিকের পোস্ট করা টুইটে উল্লেখ করা হয়েছে, সেনা ক্যাম্পে যেখানে বিস্ফোরণ হয়েছে ৷ সেটি আসলে সেনার অস্ত্রভান্ডার ৷ সেখানেই এই বিস্ফোরণ হয়েছে ৷

  • #Pakistan - Multiple explosions at the #Sialkot military base in northern Pakistan. Initial indications are this is an ammunition storage area. A large fire is burning. Cause as yet unverified. https://t.co/FGvCKDdobc

    — Rishi Suri (@rishi_suri) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : UN on Taliban : তালিবানের সঙ্গে আলোচনার উদ্যোগ রাষ্ট্রসংঘের

তবে, অস্ত্রভান্ডারে বিস্ফোরণের খবরটি এখনই নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওই সাংবাদিক ৷ প্রসঙ্গত, তাঁর পোস্ট করা ভিডিয়োতে একের পর এক বিস্ফোরণের সঙ্গে আগুনের গোলা দেখা গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, সেখানে অস্ত্রভান্ডার থাকলেও থাকতে পারে ৷

ইসলামাবাদ, 20 মার্চ : উত্তর পাকিস্তানের শিয়ালকোটে বিস্ফোরণ ৷ পাক সংবাদমাধ্য়মে প্রকাশিত খবর অনুযায়ী, পঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরের ক্যান্টনমেন্ট এলাকায় বড় বিস্ফোরণ হয়েছে ৷ এ নিয়ে এক সাংবাদিক টুইট করেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, শিয়ালকোটে পাকিস্তান সেনার বেস ক্যাম্পে একের পর এক লাগাতার বিস্ফোরণ হয়েছে (Multiple Explosions at Sialkot Military Base in Northern Pakistan) ৷

রবিবার সকালে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহর ৷ জানা গিয়েছে, শিয়ালকোটে পাকসেনার বেস ক্যাম্পে একাধিক বিস্ফোরণ হয়েছে ৷ মূলত সেখানে মজুত বারুদে কোনওভাবে আগুন ধরে গিয়েছে ৷ আর তার জেরেই এই বিস্ফোরণ ৷ এক ভারতীয় সাংবাদিকের পোস্ট করা টুইটে উল্লেখ করা হয়েছে, সেনা ক্যাম্পে যেখানে বিস্ফোরণ হয়েছে ৷ সেটি আসলে সেনার অস্ত্রভান্ডার ৷ সেখানেই এই বিস্ফোরণ হয়েছে ৷

  • #Pakistan - Multiple explosions at the #Sialkot military base in northern Pakistan. Initial indications are this is an ammunition storage area. A large fire is burning. Cause as yet unverified. https://t.co/FGvCKDdobc

    — Rishi Suri (@rishi_suri) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : UN on Taliban : তালিবানের সঙ্গে আলোচনার উদ্যোগ রাষ্ট্রসংঘের

তবে, অস্ত্রভান্ডারে বিস্ফোরণের খবরটি এখনই নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওই সাংবাদিক ৷ প্রসঙ্গত, তাঁর পোস্ট করা ভিডিয়োতে একের পর এক বিস্ফোরণের সঙ্গে আগুনের গোলা দেখা গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, সেখানে অস্ত্রভান্ডার থাকলেও থাকতে পারে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.