ETV Bharat / international

নিজের ইচ্ছেতেই মিসেস ওয়ার্ল্ড খেতাব ছাড়লেন ক্য়ারোলিন, তাঁর জায়গা নিলেন কেট শিনডার - কেট শিনডার

মিসেস ওয়ার্ল্ড খেতাব নিজে থেকেই ত্য়াগ করলেন ক্যারোলিন জুরি ৷ সম্প্রতি কলম্বোয় অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড শ্রীলঙ্কা প্রতিযোগিতায় মুকুট পরানোর পরে পরেই পুষ্পিকা ডি সিলভার মাথা থেকে খুলে নেওয়া নেন ক্যারোলিন ৷ এরপর দু'জনের বিরুদ্ধেই অপরাধমূলক কাজ করার অভিযোগ আনে আয়োজক সংস্থা ৷

মুকুট খুলে নিচ্ছেন ক্যারোলিন জুরি
মুকুট খুলে নিচ্ছেন ক্যারোলিন জুরি
author img

By

Published : Apr 21, 2021, 8:23 PM IST

কলম্বো, 21 এপ্রিল : শেষমেশ মিসেস ওয়ার্ল্ড হলেন আয়ারল্যান্ডের কেট শিনডার ৷

ক'দিন আগে শ্রীলঙ্কার স্টেজে মিস ওয়ার্ল্ডের মাথার মুকুট খুলে নেওয়ার দৃশ্যে খবরের শিরোনামে এসেছিলেন ক্যারোলিন জুরি, যিনি গত বছর লাস ভেগাসে মিসেস ওয়ার্ল্ড হয়েছিলেন ৷ ওই দিন মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিসেস শ্রীলঙ্কা পুষ্পিকা ডি সিলভার মাথায় মিসেস ওয়ার্ল্ড শ্রীলঙ্কার মুকুট পরানো হলেও, কয়েক মুহূর্ত পরেই জুরির তরফে ঘোষণা করা হয় যে, তিনি বিবাহ বিচ্ছিন্না, তাই এই খেতাব জেতার যোগ্যতা নেই তাঁর ৷ তখন তাঁর মাথা থেকে টেনে মুকুটটি খুলে নেন মিসেস ওয়ার্ল্ড ক্যারোলিন জুরি ৷

সেদিন মঞ্চে ওই ঘটনার পর মঞ্চে, ড্রেসিংরুমে পুষ্পিকা আর ক্যারোলিনের মধ্যে যে ধুন্ধুমার কাণ্ড বাধে, তাতে স্টেজ, ড্রেসিং রুমের আয়না ভেঙে যথেষ্ট ক্ষতি হয়েছে আয়োজক সংস্থার ৷ এই অভিযোগে ফ্রাঞ্চাইজি সংস্থার তরফে চাণ্ডিমাল জয়াসিংঘে ক্যারোলিনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন ৷ ক্যারোলিন এবং পুষ্পিকা দুজনকেই ক্রিমিনাল চার্জও দেওয়া হয় ৷

আরও পড়ুন: প্রখর রোদে মানুষকে কোভিড বিধি বোঝাচ্ছেন অন্তঃসত্ত্বা ডিএসপি

ক্যারোলিনও শ্রীলঙ্কার নাগরিক ৷ ওই ঘটনার চারদিন পর তাঁকে "সাধারণ জখম আর অপরাধমূলক কাজ"-এর অভিযোগে গ্রেফতার করা হয় ৷ পরে তিনি জামিনে ছাড়া পান ৷

আজ, মিসেস ওয়ার্ল্ড আইএনসি.-এর পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, ক্যারোলিন নিজের ইচ্ছেয় এই খেতাবের অধিকার ত্যাগ করেছেন, আর তাই রানার আপ কেট শিনডারকে মিসেস ওয়ার্ল্ড করা হল ৷

তবে পুষ্পিকা ডি সিলভা বিবাহবিচ্ছিন্না হলেও এই প্রতিযোগিতার শর্ত অনুযায়ী তাঁর বিয়ে হয়েছিল ৷ তাই তিনি কেন মিসেস ওয়ার্ল্ড শ্রীলঙ্কা হলেন না, সে নিয়ে প্রশ্ন থেকেই যায় ৷ আর প্রতিযোগিতার নিয়মানুযায়ী জুরির কাছেও তাঁর সম্পর্কে সব তথ্য থাকার কথা, তাই মঞ্চে তাঁর মাথায় বিজেতার মুকুট পরিয়ে, ঘোষণা করার সামান্য পরেই সর্বসমক্ষে মুকুট খুলে নেওয়া অত্যন্ত অপমানজনক একটি ঘটনা ৷

কলম্বো, 21 এপ্রিল : শেষমেশ মিসেস ওয়ার্ল্ড হলেন আয়ারল্যান্ডের কেট শিনডার ৷

ক'দিন আগে শ্রীলঙ্কার স্টেজে মিস ওয়ার্ল্ডের মাথার মুকুট খুলে নেওয়ার দৃশ্যে খবরের শিরোনামে এসেছিলেন ক্যারোলিন জুরি, যিনি গত বছর লাস ভেগাসে মিসেস ওয়ার্ল্ড হয়েছিলেন ৷ ওই দিন মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিসেস শ্রীলঙ্কা পুষ্পিকা ডি সিলভার মাথায় মিসেস ওয়ার্ল্ড শ্রীলঙ্কার মুকুট পরানো হলেও, কয়েক মুহূর্ত পরেই জুরির তরফে ঘোষণা করা হয় যে, তিনি বিবাহ বিচ্ছিন্না, তাই এই খেতাব জেতার যোগ্যতা নেই তাঁর ৷ তখন তাঁর মাথা থেকে টেনে মুকুটটি খুলে নেন মিসেস ওয়ার্ল্ড ক্যারোলিন জুরি ৷

সেদিন মঞ্চে ওই ঘটনার পর মঞ্চে, ড্রেসিংরুমে পুষ্পিকা আর ক্যারোলিনের মধ্যে যে ধুন্ধুমার কাণ্ড বাধে, তাতে স্টেজ, ড্রেসিং রুমের আয়না ভেঙে যথেষ্ট ক্ষতি হয়েছে আয়োজক সংস্থার ৷ এই অভিযোগে ফ্রাঞ্চাইজি সংস্থার তরফে চাণ্ডিমাল জয়াসিংঘে ক্যারোলিনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন ৷ ক্যারোলিন এবং পুষ্পিকা দুজনকেই ক্রিমিনাল চার্জও দেওয়া হয় ৷

আরও পড়ুন: প্রখর রোদে মানুষকে কোভিড বিধি বোঝাচ্ছেন অন্তঃসত্ত্বা ডিএসপি

ক্যারোলিনও শ্রীলঙ্কার নাগরিক ৷ ওই ঘটনার চারদিন পর তাঁকে "সাধারণ জখম আর অপরাধমূলক কাজ"-এর অভিযোগে গ্রেফতার করা হয় ৷ পরে তিনি জামিনে ছাড়া পান ৷

আজ, মিসেস ওয়ার্ল্ড আইএনসি.-এর পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, ক্যারোলিন নিজের ইচ্ছেয় এই খেতাবের অধিকার ত্যাগ করেছেন, আর তাই রানার আপ কেট শিনডারকে মিসেস ওয়ার্ল্ড করা হল ৷

তবে পুষ্পিকা ডি সিলভা বিবাহবিচ্ছিন্না হলেও এই প্রতিযোগিতার শর্ত অনুযায়ী তাঁর বিয়ে হয়েছিল ৷ তাই তিনি কেন মিসেস ওয়ার্ল্ড শ্রীলঙ্কা হলেন না, সে নিয়ে প্রশ্ন থেকেই যায় ৷ আর প্রতিযোগিতার নিয়মানুযায়ী জুরির কাছেও তাঁর সম্পর্কে সব তথ্য থাকার কথা, তাই মঞ্চে তাঁর মাথায় বিজেতার মুকুট পরিয়ে, ঘোষণা করার সামান্য পরেই সর্বসমক্ষে মুকুট খুলে নেওয়া অত্যন্ত অপমানজনক একটি ঘটনা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.