ETV Bharat / international

মালদ্বীপের প্রেসিডেন্টকে ফোনে নতুন বছরের শুভেচ্ছা মোদির

author img

By

Published : Jan 1, 2020, 8:10 PM IST

আজ মালদ্বীপের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলির টেলিফোনে কথা হয়েছে । মোদি তাঁকে ও মালদ্বীপের বাসিন্দাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ।"

modi
modi

মালে, 1 জানুয়ারি : মালদ্বীপের প্রেসিডেন্টকে ফোনে নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইব্রাহিম মহম্মদ সোলি সহ মালদ্বীপের বাসিন্দাদেরও নতুন বছরে ভাল থাকার বার্তা দিলেন মোদি ।

কয়েক সপ্তাহ আগে ভারত সফরে এসেছিলেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ । দিল্লিতে ভারত-মালদ্বীপ ষষ্ঠ জয়েন্ট কমিশন বৈঠকে যোগ দেন তিনি । নরেন্দ্র মোদি গতমাসে বলেছিলেন, মালদ্বীপের উন্নয়নের জন্য প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সাহায্য করেছে ও করবে । গতবছর জুনে মালদ্বীপ সফরেও যান প্রধানমন্ত্রী ।

  • Prime Minister @narendramodi had a telephonic conversation with President @ibusolih. Conveyed good wishes for 2020 to him and the people of Maldives. 🇮🇳 🇲🇻

    — India in Maldives (@EoIMaldives) January 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ মালদ্বীপের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলির টেলিফোনে কথা হয়েছে । মোদি তাঁকে ও মালদ্বীপের বাসিন্দাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ।"

দ্বীপরাষ্ট্রে কোস্টাল সার্ভিসেস রাডার সিস্টেম-এর উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী ৷ ভারত ইলেকট্রনিক্সের তৈরি এই সিস্টেম ভারতের কাছে কৌশলগত সম্পদ ৷ চিনের প্রভাব কমানোর ক্ষেত্রে এটি কাজে লাগানো হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

মালে, 1 জানুয়ারি : মালদ্বীপের প্রেসিডেন্টকে ফোনে নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইব্রাহিম মহম্মদ সোলি সহ মালদ্বীপের বাসিন্দাদেরও নতুন বছরে ভাল থাকার বার্তা দিলেন মোদি ।

কয়েক সপ্তাহ আগে ভারত সফরে এসেছিলেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ । দিল্লিতে ভারত-মালদ্বীপ ষষ্ঠ জয়েন্ট কমিশন বৈঠকে যোগ দেন তিনি । নরেন্দ্র মোদি গতমাসে বলেছিলেন, মালদ্বীপের উন্নয়নের জন্য প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সাহায্য করেছে ও করবে । গতবছর জুনে মালদ্বীপ সফরেও যান প্রধানমন্ত্রী ।

  • Prime Minister @narendramodi had a telephonic conversation with President @ibusolih. Conveyed good wishes for 2020 to him and the people of Maldives. 🇮🇳 🇲🇻

    — India in Maldives (@EoIMaldives) January 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ মালদ্বীপের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলির টেলিফোনে কথা হয়েছে । মোদি তাঁকে ও মালদ্বীপের বাসিন্দাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ।"

দ্বীপরাষ্ট্রে কোস্টাল সার্ভিসেস রাডার সিস্টেম-এর উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী ৷ ভারত ইলেকট্রনিক্সের তৈরি এই সিস্টেম ভারতের কাছে কৌশলগত সম্পদ ৷ চিনের প্রভাব কমানোর ক্ষেত্রে এটি কাজে লাগানো হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.