ETV Bharat / international

নোভেল কোরোনার দশগুণ বেশি সংক্রামক রূপান্তর সনাক্ত মালেশিয়ায়

মালেশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনেরাল নূর হিশাম আবদুল্লাহ বলছেন, এই নতুন সংক্রামক ভাইরাসের ক্ষেত্রে সম্ভবত বর্তমানে সদ্য আবিষ্কৃত ভ্যাকসিন ও গবেষণা কাজ না-ও করতে পারে । এতটাই ভয়ঙ্কর এই নতুন ভাইরাস ।

author img

By

Published : Aug 18, 2020, 3:06 AM IST

New COVID-19 strain
New COVID-19 strain

কুয়ালালামপুর, 17 অগাস্ট : নোভেল কোরোনা ভাইরাসের দশগুণ বেশি সংক্রামক ও ভয়ঙ্কর রূপান্তর সনাক্ত করল মালেশিয়া । এই নতুন রূপান্তরটি, পৃথিবীর অন্যান্য অঞ্চলে আগেই পাওয়া গিয়েছিল এবং D614G নামে পরিচিত বলে জানিয়েছে সে'দেশের স্বাস্থ্য মন্ত্রক ।

ভারত থেকে ফেরা এক রেস্তরাঁ মালিকের থেকে ছড়িয়ে পড়া ক্লাস্টারের প্রতি 45টির মধ্যে কমপক্ষে তিনটিতে এই নতুন ভাইরাস ধরা পড়েছে দাবি করা হয়েছে । এরপর পাঁচ মাসের জেল ও জরিমানাও করা হয়েছে ওই ব্যক্তিকে । জানা গিয়েছে, ফিলিপিনস থেকে আসা একদল ব্যক্তির শরীরেও এই ভাইরাসের হদিশ মিলেছে ।

মালেশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনেরাল নূর হিশাম আবদুল্লাহ বলছেন, "কোরোনা ভাইরাসের এই নতুন রূপান্তরের ক্ষেত্রে সদ্য আবিষ্কৃত ভ্যাকসিন ও গবেষণা কাজ না-ও করতে পারে । এতটাই ভয়ঙ্কর এই নোভেল কোরোনা ভাইরাসের এই নতুন স্ট্রেইন । যদিও WHO জানিয়েছে, এই নতুন COVID-19 ভাইরাসের রূপান্তরটির আরও মারাত্মক রোগ সৃষ্টি করার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি ।

কুয়ালালামপুর, 17 অগাস্ট : নোভেল কোরোনা ভাইরাসের দশগুণ বেশি সংক্রামক ও ভয়ঙ্কর রূপান্তর সনাক্ত করল মালেশিয়া । এই নতুন রূপান্তরটি, পৃথিবীর অন্যান্য অঞ্চলে আগেই পাওয়া গিয়েছিল এবং D614G নামে পরিচিত বলে জানিয়েছে সে'দেশের স্বাস্থ্য মন্ত্রক ।

ভারত থেকে ফেরা এক রেস্তরাঁ মালিকের থেকে ছড়িয়ে পড়া ক্লাস্টারের প্রতি 45টির মধ্যে কমপক্ষে তিনটিতে এই নতুন ভাইরাস ধরা পড়েছে দাবি করা হয়েছে । এরপর পাঁচ মাসের জেল ও জরিমানাও করা হয়েছে ওই ব্যক্তিকে । জানা গিয়েছে, ফিলিপিনস থেকে আসা একদল ব্যক্তির শরীরেও এই ভাইরাসের হদিশ মিলেছে ।

মালেশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনেরাল নূর হিশাম আবদুল্লাহ বলছেন, "কোরোনা ভাইরাসের এই নতুন রূপান্তরের ক্ষেত্রে সদ্য আবিষ্কৃত ভ্যাকসিন ও গবেষণা কাজ না-ও করতে পারে । এতটাই ভয়ঙ্কর এই নোভেল কোরোনা ভাইরাসের এই নতুন স্ট্রেইন । যদিও WHO জানিয়েছে, এই নতুন COVID-19 ভাইরাসের রূপান্তরটির আরও মারাত্মক রোগ সৃষ্টি করার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.