ঢাকা, 7 নভেম্বর : নয়া উদ্যোগ বাংলাদেশের ৷ খুলতে চলেছে দেশের প্রথম রূপান্তরকামীদের জন্য মাদ্রাসা ৷ কমপক্ষে 100 জনেরও বেশি রূপান্তরকামী এখানে পড়াশোনা করার সুযোগ পাবে ৷
একটি রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী, কামরানগিরচার-এর লোহার ব্রিজ ঢাল এলাকায় এই মাদ্রাসাটি খুলতে চলেছে ৷ প্রায় 1200 স্কোয়ার ফিটের মাদ্রাসাটি একটি বাড়ির দোতলায় তৈরি করা হয়েছে ৷ এই মাদ্রাসাটির উদ্বোধনে উপস্থিত ছিলেন 40 জন রূপান্তরকামী ৷ রূপান্তরকামীদের জন্য আলাদা করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করারও কথাও ভাবা হয়েছে ৷
2013 সালে বাংলাদেশ সরকার রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় ৷ সেদেশে প্রায় 1.5 মিলিয়ন রূপান্তরকামী রয়েছে ৷ এমনকী নির্বাচন কমিশনের তরফে রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া হয় ৷ এমনকী রূপান্তরকামীরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৷