দিল্লি ও কাঠমাণ্ডু , 14 জুলাই : অযোধ্যা নেপালে অবস্থিত । রামচন্দ্রও নেপালি । দাবি করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি । তাঁর মতে, এই অযোধ্যা নাকি উত্তরপ্রদেশের অযোধ্যা নয় । রামচন্দ্রের জন্মভূমি যে অযোধ্যায়, সেটি নাকি কাঠমাণ্ডুর পার্শ্ববর্তী একটি গ্রাম ৷
নিজের বাড়িতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওলি । সেখানে বক্তব্য রাখার সময় রামচন্দ্র ও অযোধ্যা নিয়ে এই মন্তব্যগুলি করেন ওলি । পাশাপাশি, ভারতের বিরুদ্ধে সাংস্কৃতিক দিক থেকে অবহেলা ও বলপূর্বক দখলদারি করারও অভিযোগ আনেন । ওলির কথায়, "আমরা এখনও বিশ্বাস করি ভগবান রাম আমাদের ৷ ভারতের অযোধ্যায় তাঁর জন্ম হয়নি ৷ অযোধ্যা আসলে বীরগঞ্জ জেলার পশ্চিমে একটি ছোট্ট গ্রাম ৷" নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে বীরগঞ্জের দূরত্ব প্রায় 135 কিলোমিটার ৷ তিনি আরও বলেন, "আমরা সাংস্কৃতিক দিক থেকে কিছুটা অবহেলিত ৷ প্রকৃত সত্যকে বলপূর্বক দখল করা হয়েছে ৷"
প্রসঙ্গত, নেপালের তরফে সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করা হয় ৷ তাতে সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূখণ্ডের পার্বত্য এলাকার বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করে কাঠমাণ্ডু । এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় কেন্দ্রীয় সরকার । দিল্লির তরফে বলা হয়, "নেপালের এই মানচিত্রের কোনও ঐতিহাসিক ভিত্তি নেই এবং একতরফাভাবে এই মানচিত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" তারপর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরে নেপালের ।