ETV Bharat / international

পাকিস্তানে পাশ হল বিশেষ বিল, মৃত্যুদণ্ড খারিজের আবেদন জানাতে পারবেন কুলভূষণ - ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস

আইসিজে-র চাপের মুখে "ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (রিভিউ অ্যান্ড রি-কনসিডারিং) অ্যাক্ট" পাশ করল পাকিস্তান ৷ এর ফলে ভারতীয় বন্দি কুলভূষণ যাদব মৃত্যুদণ্ডাদেশ খারিজ করার আবেদন জানাতে পারবেন পাকিস্তান হাইকোর্টে ৷

পাকিস্তানে বন্দি কুলভূষণ যাদব
পাকিস্তানে বন্দি কুলভূষণ যাদব
author img

By

Published : Jun 11, 2021, 12:03 PM IST

ইসলামবাদ, 11 জুন : পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি-তে 21 জন সদস্যের স্ট্যান্ডিং কমিটির সম্মতিতে "ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (রিভিউ অ্যান্ড রি-কনসিডারিং) অ্যাক্ট" পাশ হল বৃহস্পতিবার ৷ এর ফলে পাকিস্তানের হাইকোর্টে ভারতীয় বন্দি কুলভূষণ যাদব তাঁর বিরুদ্ধে জারি করা মৃত্যুদণ্ডের আদেশ খারিজের আবেদন জানানোর অধিকার পেলেন তিনি ৷ আর কুলভূষণের আর্জি ফের খতিয়ে দেখতে বাধ্য হবে পাকিস্তানের যে কোনও আদালত ৷

আরও পড়ুন : কুলভূষণ যাদবকে তৃতীয় কনসুলার অ্যাকসেস দিল পাকিস্তান

হেগ-এ অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস-এর নির্দেশে এই বিল পাশ করে পাকিস্তান ৷ 2017-য় কুলভুষণকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় পাকিস্তানের সামরিক আদালত ৷ এতদিন এই আদেশ খারিজের আবেদন করতে পারছিলেন না তিনি, তাঁকে কোনও ভারতীয় আইনজীবীর সহায়তাও নিতে দিচ্ছিল না পাকিস্তান ৷ তখন ভারত সরকার এই আদেশকে চ্যালেঞ্জ করে আর যাদব যাতে ভারতের আইনি সহায়তা পান, সেই বিষয়টি নিশ্চিত করতে ইন্টারন্য়াশনাল কোর্ট অফ জাস্টিসের দ্বারস্থ হয় ৷ 2020 সালে আইসিজে-র নির্দেশে প্রধানমন্ত্রী ইমরান খান একটি অর্ডিন্যান্স পেশ করেছিলেন ৷ এদিন সেই বিল পাশ হল ৷

2016, 3 মার্চ গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের বালোচিস্তান থেকে গ্রেফতার করা হয় কুলভূষণকে ৷ পাকিস্তানের এই দাবি খারিজ করে দেয় ভারত ৷ প্রতিবেশী দেশই ইরানের চাবাহার বন্দর থেকে অপহরণ করেছে কুলভূষণকে, পাল্টা অভিযোগ আনে ভারত ৷

ইসলামবাদ, 11 জুন : পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি-তে 21 জন সদস্যের স্ট্যান্ডিং কমিটির সম্মতিতে "ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (রিভিউ অ্যান্ড রি-কনসিডারিং) অ্যাক্ট" পাশ হল বৃহস্পতিবার ৷ এর ফলে পাকিস্তানের হাইকোর্টে ভারতীয় বন্দি কুলভূষণ যাদব তাঁর বিরুদ্ধে জারি করা মৃত্যুদণ্ডের আদেশ খারিজের আবেদন জানানোর অধিকার পেলেন তিনি ৷ আর কুলভূষণের আর্জি ফের খতিয়ে দেখতে বাধ্য হবে পাকিস্তানের যে কোনও আদালত ৷

আরও পড়ুন : কুলভূষণ যাদবকে তৃতীয় কনসুলার অ্যাকসেস দিল পাকিস্তান

হেগ-এ অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস-এর নির্দেশে এই বিল পাশ করে পাকিস্তান ৷ 2017-য় কুলভুষণকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় পাকিস্তানের সামরিক আদালত ৷ এতদিন এই আদেশ খারিজের আবেদন করতে পারছিলেন না তিনি, তাঁকে কোনও ভারতীয় আইনজীবীর সহায়তাও নিতে দিচ্ছিল না পাকিস্তান ৷ তখন ভারত সরকার এই আদেশকে চ্যালেঞ্জ করে আর যাদব যাতে ভারতের আইনি সহায়তা পান, সেই বিষয়টি নিশ্চিত করতে ইন্টারন্য়াশনাল কোর্ট অফ জাস্টিসের দ্বারস্থ হয় ৷ 2020 সালে আইসিজে-র নির্দেশে প্রধানমন্ত্রী ইমরান খান একটি অর্ডিন্যান্স পেশ করেছিলেন ৷ এদিন সেই বিল পাশ হল ৷

2016, 3 মার্চ গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের বালোচিস্তান থেকে গ্রেফতার করা হয় কুলভূষণকে ৷ পাকিস্তানের এই দাবি খারিজ করে দেয় ভারত ৷ প্রতিবেশী দেশই ইরানের চাবাহার বন্দর থেকে অপহরণ করেছে কুলভূষণকে, পাল্টা অভিযোগ আনে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.