ইসলামাবাদ, 23 এপ্রিল : পাকিস্তানে সফররত ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির সঙ্গে যৌথ সংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভুল করে জাপানকে জার্মানির সীমান্তবর্তী দেশ হিসেবে উল্লেখ করলেন । ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গেছে সম্মেলনে তিনি বলছেন, যে পূর্ব এশিয় দ্বীপপুঞ্জে জাপান, ইউরোপের দেশ জার্মানির সাথে সীমান্ত ভাগ করে ।
ইমরান খান বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য জার্মানি ও জাপান তাদের সীমান্ত অঞ্চলে যৌথভাবে শিল্প স্থাপন করেছিল ।" তবে এই প্রথমবার নয় । এর আগেও আফ্রিকাকে উন্নয়নশীল 'দেশ' বলে ট্রোল্ড হয়েছিলেন ইমরান খান ।
আদতে মনে করা হচ্ছে ইমরান খান ভুল করে ফ্রান্সের বদলে জাপানের নাম নিয়ে ফেলেছিলেন । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, জার্মানি ও ফ্রান্স বন্ধুত্ব স্থাপন করতে ইলিসি চুক্তি সই করে । চুক্তি অনুযায়ী বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধি করাই ছিল উদ্দেশ্য ।