ইসলামাবাদ, 29 মে : ইসলামাবাদে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হিজ়বুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহউদ্দিন । 25 মে তার উপর হামলা চালানো হয় । ঘটনায় গুরুত্ব জখম হয়েছে বলে সূত্রের খবর ।
সূত্রের খবর, সালাহউদ্দিনকে হত্যার জন্য এই হামলা করা হয়নি । এই হামলার উদ্দেশ্য ছিল হিজ়বুল প্রধানের কাছে একটি বার্তা পাঠানো । তবে কী সেই বার্তা বা কারা আক্রমণ করল তা নিয়ে এখনও কিছু জানা যায়নি । হামলার পরই সালাহউদ্দিনকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয় ।
দক্ষিণ কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের সময় হিজ়বুলের শীর্ষ কমান্ডার রিয়াজ নায়েকুকে খতম করেছিল ভারতীয় সেনা । তারপরই হিজ়বুল জঙ্গিদের প্রকাশ্যে সমালোচনা করতে দেখা গিয়েছিল সালাহউদ্দিনকে ।