ETV Bharat / international

Afghan govt email accounts : তালিবান সরকার গঠনের আগেই আফগান সরকারের ই-মেল বন্ধ করল গুগল - আফগানিস্তান সরকার

সম্প্রতি আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালিবান ৷ সম্ভবত শনিবারই সরকার গড়তে চলেছে তারা ৷ কিন্ত তার আগে আফগানিস্তানের সরকারি ই-মেল বন্ধ রাখার মতো বড় সিদ্ধান্তের কথা জানাল গুগল ৷

Google locks down
Afghanistan
author img

By

Published : Sep 4, 2021, 2:39 PM IST

কাবুল, 4 সেপ্টেম্বর : শুক্রবারই আফগানিস্তানে তালিবানের সরকার গঠনের সম্ভাবনা জোরালো হয়েছিল৷ কিন্তু দিনের শেষে তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানিয়েছিলেন সরকার গঠনের প্রক্রিয়া একদিন পিছিয়ে দেওয়া হয়েছে৷ তবে আফগানিস্তানে তালিবান সরকার গঠনের আগেই পূর্বতন আফগান সরকারের ই-মেল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল গুগল ৷

পূর্বতন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি সরকারের মন্ত্রী ও সচিবদের সঙ্গে আমেরিকা ও ন্য়াটো জোটবাহিনীর গোপন তথ্য় তালিবানদের হাতে না-আসে সে কারণে আফগানিস্তানের সরকারি ই-মেল আপতত বন্ধ রাখার কথা জানাল গুগল ৷ শুক্রবার এক বিবৃতিতে গুগল মুখপাত্র জানিয়েছেন, 'গোপন তথ্য় ফাঁস হয়ে যাওয়া রুখতে অ্য়াকাউন্ট সংক্রান্ত বিষয়ে অস্থায়ীভাবে এই ব্য়বস্থা নেওয়া হয়েছে ৷' তবে ই-মেল অ্য়াকাউন্ট পুরোপুরি বন্ধের কথা কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের গতিবিধির উপর কড়া নজরদারি চালাচ্ছে ভারত ও আমেরিকা, জানালেন বিদেশ সচিব

বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানিস্তান পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে৷ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই সরকারি ই-মেল অ্য়াকাউন্টের নিরাপত্তা বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে ৷ পূর্বতন সরকারের প্রায় দু'ডজন আধিকারিক, মন্ত্রীরা সরকারিভাবে তথ্য় আদানপ্রদানের জন্য় গুগল মেল ব্য়বহার করতেন ৷ বিশেষ করে প্রেসিডেন্ট গনি সরকারের অর্থ, শিল্প, উচ্চশিক্ষা ও খনিমন্ত্রক গুগল মেল ব্য়বহার করত ৷ কিন্তু স্থানীয় সরকার ও প্রেসিডেন্সিয়াল প্রোটোকল মেনেই ই-মেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ এছাড়াও প্রেসিডেন্টের প্রোটোকল অফিস ও বিভিন্ন প্রদেশের গভর্নরদের অফিসও সরকারি কাজকর্মের জন্য ব্যবহার করত গুগলের ই-মেল।

আরও পড়ুন: পঞ্জশিরে তালিবানকে প্রতিঘাত জারি থাকবে, দৃঢ় প্রতিজ্ঞ সালেহ

আফগান গনি সরকারের এক আধিকারিক রয়টার্সকে জানিয়েছিলেন, গত জুলাইয়ে তালিবান তাঁকে সব সরকারি ডেটা সেভ করতে বলেছিল ৷ যাতে পূর্বতন সরকারের সব তথ্য় তালিবান পেতে পারে ৷ 1996 সালের পর গত মাসেই ফের আফগানিস্তান দখল করে তালিবান ৷

কাবুল, 4 সেপ্টেম্বর : শুক্রবারই আফগানিস্তানে তালিবানের সরকার গঠনের সম্ভাবনা জোরালো হয়েছিল৷ কিন্তু দিনের শেষে তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানিয়েছিলেন সরকার গঠনের প্রক্রিয়া একদিন পিছিয়ে দেওয়া হয়েছে৷ তবে আফগানিস্তানে তালিবান সরকার গঠনের আগেই পূর্বতন আফগান সরকারের ই-মেল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল গুগল ৷

পূর্বতন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি সরকারের মন্ত্রী ও সচিবদের সঙ্গে আমেরিকা ও ন্য়াটো জোটবাহিনীর গোপন তথ্য় তালিবানদের হাতে না-আসে সে কারণে আফগানিস্তানের সরকারি ই-মেল আপতত বন্ধ রাখার কথা জানাল গুগল ৷ শুক্রবার এক বিবৃতিতে গুগল মুখপাত্র জানিয়েছেন, 'গোপন তথ্য় ফাঁস হয়ে যাওয়া রুখতে অ্য়াকাউন্ট সংক্রান্ত বিষয়ে অস্থায়ীভাবে এই ব্য়বস্থা নেওয়া হয়েছে ৷' তবে ই-মেল অ্য়াকাউন্ট পুরোপুরি বন্ধের কথা কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের গতিবিধির উপর কড়া নজরদারি চালাচ্ছে ভারত ও আমেরিকা, জানালেন বিদেশ সচিব

বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানিস্তান পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে৷ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই সরকারি ই-মেল অ্য়াকাউন্টের নিরাপত্তা বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে ৷ পূর্বতন সরকারের প্রায় দু'ডজন আধিকারিক, মন্ত্রীরা সরকারিভাবে তথ্য় আদানপ্রদানের জন্য় গুগল মেল ব্য়বহার করতেন ৷ বিশেষ করে প্রেসিডেন্ট গনি সরকারের অর্থ, শিল্প, উচ্চশিক্ষা ও খনিমন্ত্রক গুগল মেল ব্য়বহার করত ৷ কিন্তু স্থানীয় সরকার ও প্রেসিডেন্সিয়াল প্রোটোকল মেনেই ই-মেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ এছাড়াও প্রেসিডেন্টের প্রোটোকল অফিস ও বিভিন্ন প্রদেশের গভর্নরদের অফিসও সরকারি কাজকর্মের জন্য ব্যবহার করত গুগলের ই-মেল।

আরও পড়ুন: পঞ্জশিরে তালিবানকে প্রতিঘাত জারি থাকবে, দৃঢ় প্রতিজ্ঞ সালেহ

আফগান গনি সরকারের এক আধিকারিক রয়টার্সকে জানিয়েছিলেন, গত জুলাইয়ে তালিবান তাঁকে সব সরকারি ডেটা সেভ করতে বলেছিল ৷ যাতে পূর্বতন সরকারের সব তথ্য় তালিবান পেতে পারে ৷ 1996 সালের পর গত মাসেই ফের আফগানিস্তান দখল করে তালিবান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.