ETV Bharat / international

বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 1 লাখ - India

এখনও পর্যন্ত বিশ্বজুড়ে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল 1 লাখ 450 জনের । মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 16 লাখ 66 হাজার 905 ৷

বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 1 লাখ
বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 1 লাখ
author img

By

Published : Apr 11, 2020, 12:00 AM IST

দিল্লি, 10 এপ্রিল : বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল এক লাখ ৷ এখনও পর্যন্ত বিশ্বজুড়ে কোরোনায় মৃত্যু হয়েছে এক লাখ 450 জনের ৷ মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 16 লাখ 66 হাজার 905 ৷ বিভিন্ন দেশে কোরোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ 69 হাজার 980 জন ৷

কোরোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইট্যালিতে ৷ ওই দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 18 হাজার 849 ৷ এরপরই আছে অ্যামেরিকা ৷ সেখানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 17 হাজার 995 ৷ স্পেনে মৃত্যু হয়েছে 15 হাজার 970 জনের ৷ তবে, কোরোনা আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথমেই রয়েছে অ্যামেরিকা ৷ সেখানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 4 লাখ 88 হাজার 755 ৷ এরপর আছে স্পেন ৷ সেখানে কোরোনা আক্রান্ত 1 লাখ 57 হাজার 53 ৷ ইট্যালিতে বর্তমানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 47 হাজার 577 ৷

জার্মানিতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 19 হাজার 624 ৷ মারা গিয়েছেন 2 হাজার 607জন ৷ ফ্রান্সে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 17 হাজার 749 ৷ সেখানে আক্রান্তের সংখ্যা জার্মানির থেকে কম হলেও মৃতের সংখ্যা সেখানে অনেকটাই বেশি ৷ এখনও পর্যন্ত ফ্রান্সে কোরোনায় মৃত্যু হয়েছে 12 হাজার 210 জনের ৷

ইট্যালিতে 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল ৷ আজ একথা ঘোষণা করেন ওই দেশের প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে ব্রিটেন একদিনে কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রায় এক হাজার মানুষ ৷ তবে, প্রধানমন্ত্রী বরিস জনসন বর্তমানে আগের থেকে সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানান ৷

বর্তমানে ভারতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 6,761 ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 206জনের ৷ একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে এই দেশে ৷ সংখ্যাটা 896 ৷ গত একদিনে মৃত্যু হয়েছে 37জনের ৷

দিল্লি, 10 এপ্রিল : বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল এক লাখ ৷ এখনও পর্যন্ত বিশ্বজুড়ে কোরোনায় মৃত্যু হয়েছে এক লাখ 450 জনের ৷ মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 16 লাখ 66 হাজার 905 ৷ বিভিন্ন দেশে কোরোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ 69 হাজার 980 জন ৷

কোরোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইট্যালিতে ৷ ওই দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 18 হাজার 849 ৷ এরপরই আছে অ্যামেরিকা ৷ সেখানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 17 হাজার 995 ৷ স্পেনে মৃত্যু হয়েছে 15 হাজার 970 জনের ৷ তবে, কোরোনা আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথমেই রয়েছে অ্যামেরিকা ৷ সেখানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 4 লাখ 88 হাজার 755 ৷ এরপর আছে স্পেন ৷ সেখানে কোরোনা আক্রান্ত 1 লাখ 57 হাজার 53 ৷ ইট্যালিতে বর্তমানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 47 হাজার 577 ৷

জার্মানিতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 19 হাজার 624 ৷ মারা গিয়েছেন 2 হাজার 607জন ৷ ফ্রান্সে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 17 হাজার 749 ৷ সেখানে আক্রান্তের সংখ্যা জার্মানির থেকে কম হলেও মৃতের সংখ্যা সেখানে অনেকটাই বেশি ৷ এখনও পর্যন্ত ফ্রান্সে কোরোনায় মৃত্যু হয়েছে 12 হাজার 210 জনের ৷

ইট্যালিতে 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল ৷ আজ একথা ঘোষণা করেন ওই দেশের প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে ব্রিটেন একদিনে কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রায় এক হাজার মানুষ ৷ তবে, প্রধানমন্ত্রী বরিস জনসন বর্তমানে আগের থেকে সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানান ৷

বর্তমানে ভারতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 6,761 ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 206জনের ৷ একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে এই দেশে ৷ সংখ্যাটা 896 ৷ গত একদিনে মৃত্যু হয়েছে 37জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.