ETV Bharat / international

মানবতার সবচেয়ে বড় শত্রু সন্ত্রাসবাদ : মোদি

সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "মানবতার সবচেয়ে বড় শত্রু সন্ত্রাসবাদ । সন্ত্রাসবাদীরা শুধু নিরীহ, নিরাপরাধদের প্রাণই কাড়ে না । পাশাপাশি আর্থিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট করে ।

ওসাকায় সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদি
author img

By

Published : Jun 28, 2019, 8:29 AM IST

Updated : Jun 28, 2019, 2:15 PM IST

ওসাকা (জাপান), 28 জুন : মানবতার সবচেয়ে বড় শত্রু সন্ত্রাসবাদ । ওসাকায় G-20 সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সন্ত্রাসবাদকে মদত দেয় এমন সমস্ত মাধ্যমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে BRICS-র সদস্য সমস্ত দেশের কাছে আবেদন জানান নরেন্দ্র মোদি ।

আজ G-20 সম্মেলনের প্রথম দিনে BRICS-র শীর্ষ নেতৃত্বের সামনে বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তুলে ধরেন মোদি । তার মধ্যে দুটি হল আন্তর্জাতিক বাণিজ্যের পতন রুখতে ব্যবস্থা, প্রযুক্তির উন্নয়ন বজায় রাখা ও উষ্ণায়ন রোধে ব্যবস্থা । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একত্রে সন্ত্রাসবাদের মোকাবিলা করা ।

আরও পড়ুন : জয়শংকরের সঙ্গে বৈঠক পম্পেওর, উঠল ইরান ও S-৪০০ প্রসঙ্গ

সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "মানবতার সবচেয়ে বড় শত্রু সন্ত্রাসবাদ । সন্ত্রাসবাদীরা শুধু নিরীহ, নিরাপরাধদের প্রাণই কাড়ে না । পাশাপাশি আর্থিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট করে । যে সমস্ত মাধ্যম সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ।"

আরও পড়ুন : "একসঙ্গে আরও ভালো কাজ করব", মোদিকে অভিনন্দন ট্রাম্পের

পাশাপাশি, আজ সম্মেলনে মোদি BRICS পরিবারের সদস্য হিসাবে স্বাগত জানান ব্রাজিলের নব নির্বাচিত প্রেসিডেন্ট জ়াইর বোলসোনারোকে । দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকেও অভিনন্দন জানান মোদি ।

ওসাকা (জাপান), 28 জুন : মানবতার সবচেয়ে বড় শত্রু সন্ত্রাসবাদ । ওসাকায় G-20 সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সন্ত্রাসবাদকে মদত দেয় এমন সমস্ত মাধ্যমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে BRICS-র সদস্য সমস্ত দেশের কাছে আবেদন জানান নরেন্দ্র মোদি ।

আজ G-20 সম্মেলনের প্রথম দিনে BRICS-র শীর্ষ নেতৃত্বের সামনে বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তুলে ধরেন মোদি । তার মধ্যে দুটি হল আন্তর্জাতিক বাণিজ্যের পতন রুখতে ব্যবস্থা, প্রযুক্তির উন্নয়ন বজায় রাখা ও উষ্ণায়ন রোধে ব্যবস্থা । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একত্রে সন্ত্রাসবাদের মোকাবিলা করা ।

আরও পড়ুন : জয়শংকরের সঙ্গে বৈঠক পম্পেওর, উঠল ইরান ও S-৪০০ প্রসঙ্গ

সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "মানবতার সবচেয়ে বড় শত্রু সন্ত্রাসবাদ । সন্ত্রাসবাদীরা শুধু নিরীহ, নিরাপরাধদের প্রাণই কাড়ে না । পাশাপাশি আর্থিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট করে । যে সমস্ত মাধ্যম সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ।"

আরও পড়ুন : "একসঙ্গে আরও ভালো কাজ করব", মোদিকে অভিনন্দন ট্রাম্পের

পাশাপাশি, আজ সম্মেলনে মোদি BRICS পরিবারের সদস্য হিসাবে স্বাগত জানান ব্রাজিলের নব নির্বাচিত প্রেসিডেন্ট জ়াইর বোলসোনারোকে । দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকেও অভিনন্দন জানান মোদি ।

Hamirpur (UP), June 28 (ANI): Five members of a family were found bludgeoned to death in Uttar Pradesh's Hamirpur. Prima facie the incident seemed to be the falls out of an enmity, as all persons were killed using a stone, police said. Their bodies have been sent for post-mortem. Police have registered a case in this regard and further investigation is underway.
Last Updated : Jun 28, 2019, 2:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.