ETV Bharat / international

কোরোনা সংক্রমণ ছড়াতেই আজ বেইজিং-এ বাতিল 1255টি উড়ান

কোরোনা ভাইরাসের সংক্রমণ আবার ছড়িয়ে পড়েছে চিনে । সীমাবদ্ধ করা হচ্ছে ভ্রমণ । আজ বেইজিং-এ ওঠা-নামা মিলিয়ে মোট 1255টি উড়ান বাতিল হয়েছে ।

china
china
author img

By

Published : Jun 18, 2020, 8:11 AM IST

বেইজিং, 17জুন : কোরোনা ভাইরাস সংক্রমণ আবার ছড়িয়ে পড়তেই প্রায় 60 শতাংশর বেশি বাণিজ্যিক উড়ান বাতিল বেইজিং-এ । বেইজিং থেকে যাওয়া-আসা উভয় ক্ষেত্রেই বিমান বাতিল হয় আজ । কারণ সংক্রমণ ছড়িয়ে পড়তেই বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ।

চিনা সংবাদপত্র গ্লোবাল টাইমসের ওয়েবসাইটে বিমান বাতিলের বিষয় উল্লেখ করা হয় । বেইজিং দুইটি প্রধান বিমানবন্দর থেকে আসা-যাওয়া মিলিয়ে মোট 1255টি উড়ান বাতিল করা হয়েছে আজ সকালে । বেইজিং ক্যাপিটাল বিমাবন্দর বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর । 67 শতাংশ আউটগোয়িং এবং 68 শতাংশ ইনকামিং উড়ান বাতিল হয়েছে ।

চিনের অসামরিক বিমান কর্তৃপক্ষের তরফে কোনও গণ নির্দেশিকা জারি করে বিমান বাতিলের বিষয়ে জানানো হয়নি । বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর বা বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরের তরফেও কোনও নির্দেশিকা জারি করা হয়নি । কিন্ত বেইজিং ক্যাপিটালের তরফে জানানো হয়েছিল, তারা আজ 500টি উড়ান চালনা করবে । যা সাম্প্রতিক উড়ানের সংখ্যার তুলনায় কম ।

গত সপ্তাহ থেকে নতুন করে 137 জন কোরোনা আক্রান্ত হয়েছেন । গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা থেকেই একাধিক পদক্ষেপ করছে চিন । ভ্রমণ সীমাবদ্ধ করা হচ্ছে । তার জেরেই আজ এত সংখ্যক উড়ান বাতিল বলে জানাচ্ছে কর্তৃপক্ষ । বিশেষত হটস্পট এলাকায় যে বিমানগুলি চলে, সেই বিমানগুলি বাতিল করা হয়েছে ।

বেইজিং, 17জুন : কোরোনা ভাইরাস সংক্রমণ আবার ছড়িয়ে পড়তেই প্রায় 60 শতাংশর বেশি বাণিজ্যিক উড়ান বাতিল বেইজিং-এ । বেইজিং থেকে যাওয়া-আসা উভয় ক্ষেত্রেই বিমান বাতিল হয় আজ । কারণ সংক্রমণ ছড়িয়ে পড়তেই বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ।

চিনা সংবাদপত্র গ্লোবাল টাইমসের ওয়েবসাইটে বিমান বাতিলের বিষয় উল্লেখ করা হয় । বেইজিং দুইটি প্রধান বিমানবন্দর থেকে আসা-যাওয়া মিলিয়ে মোট 1255টি উড়ান বাতিল করা হয়েছে আজ সকালে । বেইজিং ক্যাপিটাল বিমাবন্দর বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর । 67 শতাংশ আউটগোয়িং এবং 68 শতাংশ ইনকামিং উড়ান বাতিল হয়েছে ।

চিনের অসামরিক বিমান কর্তৃপক্ষের তরফে কোনও গণ নির্দেশিকা জারি করে বিমান বাতিলের বিষয়ে জানানো হয়নি । বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর বা বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরের তরফেও কোনও নির্দেশিকা জারি করা হয়নি । কিন্ত বেইজিং ক্যাপিটালের তরফে জানানো হয়েছিল, তারা আজ 500টি উড়ান চালনা করবে । যা সাম্প্রতিক উড়ানের সংখ্যার তুলনায় কম ।

গত সপ্তাহ থেকে নতুন করে 137 জন কোরোনা আক্রান্ত হয়েছেন । গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা থেকেই একাধিক পদক্ষেপ করছে চিন । ভ্রমণ সীমাবদ্ধ করা হচ্ছে । তার জেরেই আজ এত সংখ্যক উড়ান বাতিল বলে জানাচ্ছে কর্তৃপক্ষ । বিশেষত হটস্পট এলাকায় যে বিমানগুলি চলে, সেই বিমানগুলি বাতিল করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.