ETV Bharat / international

বাংলাদেশে বিমান হাইজ্যাকের চেষ্টা, চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ - hijack

বাংলাদেশে একটি বিমান হাইজ্যাকের চেষ্টা। বিমানটিতে ১৬২ জন যাত্রী ছিল। তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফাইল ফোটো
author img

By

Published : Feb 24, 2019, 8:41 PM IST

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী বিমান অপহরণের চেষ্টা করা হল। ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল বিমানটি। এক বন্দুকবাজ বিমানটি হাইজ্যাকের চেষ্টা করে। স্থানীয় সময় বিকেল ৫ টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এরপর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, বিমানটি টেক অফ করার পর এক বন্দুকবাজ যাত্রীদের ও ক্রু মেম্বারদের হুমকি দিচ্ছিল। এমন কী সে প্রধানমন্ত্রী ও সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলারও দাবি করে। তার হাতে একটি পিস্তল ছিল।

অবতরণের পর বিমানবন্দর থেকে যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ওই বন্দুকবাজ ও আরও দু'জন ক্রু মেম্বার এখনও বিমানের ভিতরে রয়েছে বলে জানা গেছে।

যাত্রীদের বক্তব্য, বিমানের ক্রু মেম্বাররা ওই বন্দুকবাজকে ককপিটে ঢুকতে বাধা দেয়। সে দাবি করছিল, তার শরীরে বিস্ফোরক রয়েছে। কিন্তু পাইলট জরুরি অবতরণ করে বিমানটি হাইজ্যাকের চেষ্টা ব্যর্থ করে।

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী বিমান অপহরণের চেষ্টা করা হল। ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল বিমানটি। এক বন্দুকবাজ বিমানটি হাইজ্যাকের চেষ্টা করে। স্থানীয় সময় বিকেল ৫ টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এরপর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, বিমানটি টেক অফ করার পর এক বন্দুকবাজ যাত্রীদের ও ক্রু মেম্বারদের হুমকি দিচ্ছিল। এমন কী সে প্রধানমন্ত্রী ও সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলারও দাবি করে। তার হাতে একটি পিস্তল ছিল।

অবতরণের পর বিমানবন্দর থেকে যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ওই বন্দুকবাজ ও আরও দু'জন ক্রু মেম্বার এখনও বিমানের ভিতরে রয়েছে বলে জানা গেছে।

যাত্রীদের বক্তব্য, বিমানের ক্রু মেম্বাররা ওই বন্দুকবাজকে ককপিটে ঢুকতে বাধা দেয়। সে দাবি করছিল, তার শরীরে বিস্ফোরক রয়েছে। কিন্তু পাইলট জরুরি অবতরণ করে বিমানটি হাইজ্যাকের চেষ্টা ব্যর্থ করে।


Mumbai, Feb 24 (ANI): Gauri Prasad Mahadik, wife of slain Major Ganesh Mahadik who had died in a fire accident in Arunachal Pradesh's Tawang in 2017, is all set to join the Indian Army. She will now undergo training at OTA Chennai. This was her second attempt at SSB exam and she topped this time. She left her corporate job and decided to get into Army as a tribute to her husband's demise.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.